প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও এনআইডি দূতাবাসের মাধ্যমে দেওয়ার দাবি
jugantor
প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও এনআইডি দূতাবাসের মাধ্যমে দেওয়ার দাবি

  বকুল খান, স্পেন থেকে  

১২ আগস্ট ২০২২, ০৫:৩৬:৩৩  |  অনলাইন সংস্করণ

ইউরোপের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সভা ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

রাত ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ মোমিন চৌধুরী। সাধারণ সম্পাদক বকুল খানের উপস্থাপনা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মনোয়ার ক্লার্ক, কবির হুসেন, সৈয়দ আশরাফুল হক, ফারুক খান, খান লিটন।

প্রথম পর্বে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সকলের মতামতের ভিত্তিতে একটি বর্ণাঢ্য অভিষেকের প্রতি গুরুতারোপ করেন।

দ্বিতীয় পর্বে সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লাবণ্য চৌধুরী, সহ সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, আহমেদ শাজাহান, মাহিদুল হক সবুজ, যুগ্মসম্পাদক আবুল কালাম মামুন, রাজীব দাস, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, জিয়াউল হক ঝুমন, আন্তজাতিক সম্পর্ক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সি রুমেল, প্রচার সম্পাদক রাশেল আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, সদস্য শাওন আহমেদ, আরশাদ সুমন প্রমুখ।

এই সময় প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি কার্ডের সংশোধনের বিষয়ে সদস্যরা কথা বলেন। ডকুমেন্টস সংক্রান্ত এই জটিলতায় দিন দিন ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলছে, এর আশু সমাধানের লক্ষে নেতারা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন। সেই সঙ্গে এনআইডি কার্ড দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের হাতে প্রদানের দাবি জানিয়েছেন এবং পরবর্তীতে এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি প্রদানের কথাও জানান।

এদিকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন সৈয়দা ইশরাত জাহান, মনিরুজজ্জামান টিটু, গাজী তুহিন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

প্রবাসীদের পাসপোর্ট সংশোধন ও এনআইডি দূতাবাসের মাধ্যমে দেওয়ার দাবি

 বকুল খান, স্পেন থেকে 
১২ আগস্ট ২০২২, ০৫:৩৬ এএম  |  অনলাইন সংস্করণ

ইউরোপের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চুয়াল সভা ১০ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।

রাত ১০টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাহিদ মোমিন চৌধুরী। সাধারণ সম্পাদক বকুল খানের উপস্থাপনা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, মনোয়ার ক্লার্ক, কবির হুসেন, সৈয়দ আশরাফুল হক, ফারুক খান, খান লিটন। 

প্রথম পর্বে উপদেষ্টামণ্ডলীর সদস্যরা তাদের সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন এবং সকলের মতামতের ভিত্তিতে একটি বর্ণাঢ্য অভিষেকের প্রতি গুরুতারোপ করেন। 

দ্বিতীয় পর্বে সংগঠনের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি লাবণ্য চৌধুরী, সহ সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, আহমেদ শাজাহান, মাহিদুল হক সবুজ, যুগ্মসম্পাদক আবুল কালাম মামুন, রাজীব দাস, সাংগঠনিক সম্পাদক সোহেল চৌধুরী, জিয়াউল হক ঝুমন, আন্তজাতিক সম্পর্ক ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এম সি রুমেল, প্রচার সম্পাদক রাশেল আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুর রহমান, সদস্য শাওন আহমেদ, আরশাদ সুমন প্রমুখ।

এই সময় প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি কার্ডের সংশোধনের বিষয়ে সদস্যরা কথা বলেন। ডকুমেন্টস সংক্রান্ত এই জটিলতায় দিন দিন ভুক্তভোগীর সংখ্যা বেড়েই চলছে, এর আশু সমাধানের লক্ষে নেতারা বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করবেন। সেই সঙ্গে এনআইডি কার্ড দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের হাতে প্রদানের দাবি জানিয়েছেন এবং পরবর্তীতে এই বিষয়ে বিভিন্ন কর্মসূচি প্রদানের কথাও জানান। 

এদিকে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবে নতুন সদস্য হিসেবে যুক্ত হলেন সৈয়দা ইশরাত জাহান, মনিরুজজ্জামান টিটু, গাজী তুহিন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও খবর