বৈধপথে রেমিট্যান্স পাঠাতে মালদ্বীপে বাংলাদেশ দূতাবাসের উদ্বুদ্ধকরণ সভা

 আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে 
১৩ আগস্ট ২০২২, ০৪:২৪ এএম  |  অনলাইন সংস্করণ

বৈধপথে মালদ্বীপ হতে বাংলাদেশে রেমিট্যান্স প্রেরণ সংক্রান্ত এক সভার আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। ১১ আগস্ট এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ। তিনি প্রবাসীদের জন্য সরকারের গৃহীত বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন ও প্রবাসী বাংলাদেশিদের বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করে দেশ গঠনে সহযোগিতার আহ্বান জানান।

অনুষ্ঠানে ন্যাশনাল ব্যাংক মানি এক্সচেঞ্জের সিইও মাসুদুর রহমান ও ইসলামী ব্যাংকের প্রতিনিধি মাসুম বিল্লাহ বৈধপথে রেমিট্যান্স প্রেরণের সুবিধাদি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

বিশিষ্ট চিকিৎসক মোক্তার আলী লস্কর মালদ্বীপে বসবাসরত বাংলাদেশিদের হুন্ডি পরিহার করার আহ্বান জানান ও ব্যাংকগুলোকে আরও প্রতিযোগিতামূলক বিনিময় মূল্য প্রদানের আহ্বান জানান।

মালদ্বীপের বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আহমেদ মোত্তাকী হুন্ডির কুফল ও বৈধপথে রেমিট্যান্স প্রেরণের সুবিধার ওপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রদান করেন। 

প্রধান অতিথি হাইকমিশনার এসএম আবুল কালাম আজাদ প্রবাসী কর্মীদের রেমিট্যান্সযোদ্ধা উল্লেখ করে বৈশ্বিক অর্থনৈতিক এই দুরবস্থায় দেশে বৈধপথে রেমিট্যান্স প্রেরণ করে অর্থনৈতিক ভিত মজবুত করার জন্য আহ্বান জানান। 

তিনি প্রবাসীদের উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব ও সমস্যার সমাধানে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সবশেষে তিনি হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার জন্য মালদ্বীপ প্রবাসীদের একযোগে কাজ করার অনুরোধ জানান। এ উদ্বুদ্ধকরণ সভায় প্রবাসী চিকিৎসক, ব্যাংকার, ব্যবসায়ী, সাংবাদিক ও অন্যান্য পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন