মালদ্বীপে জাতীয় শোক দিবস পালন

 আবদুল্লাহ কাদের, মালদ্বীপ থেকে 
১৬ আগস্ট ২০২২, ০৯:৪৪ পিএম  |  অনলাইন সংস্করণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।

এ উপলক্ষে সোমবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন হাইকমিশনের প্রথম সচিব সোহেল পারভেজ। এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদের বাণী পাঠ করেন দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূইয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করেন প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল মালদ্বীপের লোকাল ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হান্নান খান কবির, মালদ্বীপ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজি ছাদেক, সহ-সভাপতি মনির হোসেন, যুগ্ম সম্পাদক সম্পাদক নূরে আলম রিন্টু, এমকে কামাল, হাদিউল ইসলাম, মজিবুর রহমান, শাহজালাল শিকদার, আনিসুর রহমান, মোখলেস হোসেন, রাহাত পাটোয়ারী প্রমুখ।

পরিশেষে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ঘটনাবহুল রাজনৈতিক জীবন ও কর্মের ওপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন এবং ১৫ আগস্ট শাহাদতবরণকারী বঙ্গবন্ধু, বঙ্গমাতা ও পরিবারের অন্য সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন