মালদ্বীপে কমেছে পেট্রল ও ডিজেলের দাম

 মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ থেকে 
১৯ আগস্ট ২০২২, ০৪:৫৬ এএম  |  অনলাইন সংস্করণ

স্টেট ট্রেডিং অর্গানাইজেশন (এসটিও) মালদ্বীপে বিক্রি হওয়া জ্বালানির দাম সামান্য হ্রাস করেছে। বুধবার রাত থেকে মালদ্বীপের বাজারে কমেছে জ্বালানি তেলের মূল্য।

এসটিও বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিক্রি হওয়া পেট্রল এবং ডিজেলের দামের পরিবর্তনের ঘোষণা করেছে। বৃহস্পতিবার থেকে ঘোষিত নতুন দাম কার্যকর হয়েছে। নতুন দাম হিসেবে প্রতি লিটার পেট্রল এখন ১৫.৯৭ রুপিয়া নির্ধারণ করা হয়েছে; যা আগে ছিল ১৬.৫৫ রুপিয়া এবং প্রতি লিটার ডিজেলের দাম কমে দাঁড়িয়েছে ১৬.৩২, যা আগে ছিল ১৬.৭৭।

মালদ্বীপে (এসটিও) সর্বশেষ জুন মাসে জ্বালানির দামে পরিবর্তন করেছিল।

উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। তবে দাম এখন কমতে শুরু করেছে।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন