চীনে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটির নতুন কার্যনির্বাহী বোর্ড ঘোষণা
সাব্বির আহম্মেদ, চীন থেকে
১৩ সেপ্টেম্বর ২০২২, ০৩:১১:২৪ | অনলাইন সংস্করণ
গত ১০ সেপ্টেম্বর বেইজিং সময় বিকাল ৬টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাস হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দেবে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান, সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে বশির উদ্দিন খান ও সহ-সভাপতি পদে গাজী তৌফিক এজাজ, ইফতে খাইরুল হক ইমন, এবি সিদ্দিক, ফারজানা ফাতিমা লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জান্নাতুল আরিফ, মোহাম্মদ সাব্বির আহমেদ, ফারহানা নাজনীন সূচি এবং আব্দুল্লাহ আল বারি ভুবন।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. ওয়াহিদুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), সাগর হোসেন (অফিস সম্পাদক), সজীব খান (অর্থ সম্পাদক), মইন উদ্দিন হেলালি তৌহিদ (প্রকাশনা সম্পাদক), মাহবুবুর রহমান মিরাজ (প্রচার সম্পাদক), কাউসার আহমেদ (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), রবিন আহমেদ (শিক্ষা সম্পাদক), মাসুম বিল্লাহ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নজরুল ইসলাম (মানবসম্পদ সম্পাদক), মেহেদী হাসান মুন্না (সামাজিক যোগাযোগ সম্পাদক), হাসান শাহরিয়ার (সমাজ কল্যাণ সম্পাদক), ফারজানা ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক)। কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন- মোহাম্মদ মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুল বারি, হাবিবুল্লাহ সৌরভ, তানভীর আহমেদ হাসিব, মোহাম্মদ আদিল এবং কাউসার আদনান।
নবনির্বাচিত সভাপতি মারুফ হাসান বর্তমানে চীনের উহানের হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের পিএইচডি শিক্ষার্থী। মারুফ ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বর্তমানে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে তথ্য ব্যবস্থাপনা বিভাগের পিএইচডি শিক্ষার্থী। ২০২০ সালে হুয়াইইন ইনস্টিটিউট অফ টেকনোলজি হতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি এবং ২০২২ সালে শানডং বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
চীনে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী কমিউনিটির নতুন কার্যনির্বাহী বোর্ড ঘোষণা
গত ১০ সেপ্টেম্বর বেইজিং সময় বিকাল ৬টায় বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের (বিসিওয়াইএসএ) ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবনির্বাচিত এ কমিটি ২০২২ সালের সেপ্টেম্বর মাস হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দেবে। ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মারুফ হাসান, সাধারণ সম্পাদক পদে খাইরুল ইসলাম।
জ্যেষ্ঠ সহ-সভাপতি পদে বশির উদ্দিন খান ও সহ-সভাপতি পদে গাজী তৌফিক এজাজ, ইফতে খাইরুল হক ইমন, এবি সিদ্দিক, ফারজানা ফাতিমা লিজা এবং মোহাম্মদ মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জান্নাতুল আরিফ, মোহাম্মদ সাব্বির আহমেদ, ফারহানা নাজনীন সূচি এবং আব্দুল্লাহ আল বারি ভুবন।
কমিটির অন্য সদস্যরা হলেন- মো. ওয়াহিদুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), সাগর হোসেন (অফিস সম্পাদক), সজীব খান (অর্থ সম্পাদক), মইন উদ্দিন হেলালি তৌহিদ (প্রকাশনা সম্পাদক), মাহবুবুর রহমান মিরাজ (প্রচার সম্পাদক), কাউসার আহমেদ (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), রবিন আহমেদ (শিক্ষা সম্পাদক), মাসুম বিল্লাহ (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নজরুল ইসলাম (মানবসম্পদ সম্পাদক), মেহেদী হাসান মুন্না (সামাজিক যোগাযোগ সম্পাদক), হাসান শাহরিয়ার (সমাজ কল্যাণ সম্পাদক), ফারজানা ইসলাম (সাংস্কৃতিক সম্পাদক)। কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন- মোহাম্মদ মনিরুজ্জামান, শরিফুল ইসলাম, আব্দুল বারি, হাবিবুল্লাহ সৌরভ, তানভীর আহমেদ হাসিব, মোহাম্মদ আদিল এবং কাউসার আদনান।
নবনির্বাচিত সভাপতি মারুফ হাসান বর্তমানে চীনের উহানের হুয়াযং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের পিএইচডি শিক্ষার্থী। মারুফ ২০২০ সালে একই বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগ হতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নবনির্বাচিত সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম বর্তমানে চীনের নানজিং বিশ্ববিদ্যালয়ে তথ্য ব্যবস্থাপনা বিভাগের পিএইচডি শিক্ষার্থী। ২০২০ সালে হুয়াইইন ইনস্টিটিউট অফ টেকনোলজি হতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলর ডিগ্রি এবং ২০২২ সালে শানডং বিশ্ববিদ্যালয় হতে মাস্টার অব ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
উল্লেখ্য, ২০১৫ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশিদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি।