ইতালির পালেরমোতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

 জমির হোসেন, ইতালি থেকে 
০১ অক্টোবর ২০২২, ১২:৪৫ এএম  |  অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেছে ইতালি আওয়ামী লীগ পালেরমো শাখা। ২৮ সেপ্টেম্বর বুধবার স্থানীয় রেস্টুরেন্টে কেক কাটার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালন করা হয়।

পালেরমো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহিদ আহমেদ রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পালেরমো আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আহবায়ক হাজী মোহাম্মদ রফিক, উপদেষ্টা মুজিবুল হক ভূইয়া, সহ-সভাপতি আমির হোসেন, মহিলা সম্পাদিকা শিল্পী হোসেন, নির্বাহী সদস্য নাসিম আলম খান, আশরাফ জানু, যুবলীগের সহ-সভাপতি আমিনুর রহমান আতিক, সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাহী সদস্য ফয়সাল আহমেদ, মাহফুজ রহমান, মুন্নাসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।

পরে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন