মাদ্রিদে বাংলাদেশিদের পরিচালনায় আরও একটি মসজিদ

 সিদ্দিকুর রাহমান, স্পেন (মাদ্রিদ) থেকে 
০৩ অক্টোবর ২০২২, ০৬:০৭ এএম  |  অনলাইন সংস্করণ

স্পেনের রাজধানী মাদ্রিদে আরও একটি মসজিদ পরিচালনার দায়িত্ব পেয়েছে বাংলাদেশি কমিউনিটি। মাদ্রিদের এম্বাখাদুর ও লাভাপিয়েস এলাকার মধ্যখানে কাইয়ে সান কাইয়েতানু ১১ নাম্বারে এ মসজিদটির দায়িত্ব পান বাংলাদেশিরা।

মসজিদটি আগে পরিচালনায় ছিলেন মাদ্রিদে বসবাসরত মরক্কোর নাগরিকরা। বর্তমানে এ মসজিদের পরিচালনা ও খতিবের দায়িত্ব নেন কমিউনিটি নেতা মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক।

শুক্রবার পবিত্র জুমার আজান এবং নামাজ পড়ার মধ্য দিয়ে মসজিদটির যাত্রা শুরু হয়।

এ ব্যাপারে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক জানান, আমরা মাদ্রিদবাসী সবার সহযোগিতায় এ মসজিদের উদ্বোধন করেছি এবং পরিচালনার দায়িত্ব নিয়েছি।

মাদ্রিদে বাংলাদেশি কমিউনিটির তত্ত্বাবধানে আরও বেশ কয়েকটি মসজিদ আছে। এবার কমিউনিটিতে বাংলাদেশি পরিচালনাধীন আরও একটি মসজিদ যুক্ত হলো।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন