সৌদিতে ‘টেরা সিস্টেম টি-টোয়েন্টি টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন গ্রিন বাংলা
সাগর চৌধুরী, সৌদি আরব থেকে
২৮ নভেম্বর ২০২২, ০৫:০৯:২৪ | অনলাইন সংস্করণ
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সহযোগী ক্রিকেট বডি রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘টেরা সিস্টেম টি-টোয়েন্টি টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি দল গ্রিন বাংলা।
পাকিস্তানি ক্লাব ইত্তিহাদ সিসিকে ৭ উইকেটে হারিয়ে তারা এ গৌরব অর্জন করে।
শুক্রবার সকালে আরসিএ ক্রিকেট কমপ্লেক্সের ৫ নাম্বার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথমে টস জিতে ইত্তিহাদ সিসিকে ব্যাট করার আমন্ত্রণ জানায় গ্রিন বাংলার অধিনায়ক মোশারফ বাপ্পি।
ইত্তিহাদ সামসুজ্জামানের শতকে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। গ্রিন বাংলার পক্ষে জাকির ও মর্তুজা একটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে জাকির এবং কালাম উড়ন্ত সূচনায় উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৮২ তোলেন। জাকির আউট হওয়ার পর কালাম এবং মোস্তফার জুটিতে ১৩৮ রানের ওপর ভর করে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গ্রিন বাংলা।
গ্রিন বাংলার পক্ষে কালাম ১২৪ (৫৯) মোস্তফা ৬৩ (২৮) জাকির ৩০ (১২) করেন। ফলে ৭ উইকেটের বড় জয় পায় গ্রিন বাংলা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সৌদিতে ‘টেরা সিস্টেম টি-টোয়েন্টি টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন গ্রিন বাংলা
সৌদি আরব ক্রিকেট ফেডারেশনের সহযোগী ক্রিকেট বডি রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত ‘টেরা সিস্টেম টি-টোয়েন্টি টুর্নামেন্ট’ চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি দল গ্রিন বাংলা।
পাকিস্তানি ক্লাব ইত্তিহাদ সিসিকে ৭ উইকেটে হারিয়ে তারা এ গৌরব অর্জন করে।
শুক্রবার সকালে আরসিএ ক্রিকেট কমপ্লেক্সের ৫ নাম্বার মাঠে ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রথমে টস জিতে ইত্তিহাদ সিসিকে ব্যাট করার আমন্ত্রণ জানায় গ্রিন বাংলার অধিনায়ক মোশারফ বাপ্পি।
ইত্তিহাদ সামসুজ্জামানের শতকে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। গ্রিন বাংলার পক্ষে জাকির ও মর্তুজা একটি করে উইকেট নেন।
বিশাল লক্ষ্যকে তাড়া করতে নেমে জাকির এবং কালাম উড়ন্ত সূচনায় উদ্বোধনী জুটিতে ৫.৩ ওভারে ৮২ তোলেন। জাকির আউট হওয়ার পর কালাম এবং মোস্তফার জুটিতে ১৩৮ রানের ওপর ভর করে ১৭.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গ্রিন বাংলা।
গ্রিন বাংলার পক্ষে কালাম ১২৪ (৫৯) মোস্তফা ৬৩ (২৮) জাকির ৩০ (১২) করেন। ফলে ৭ উইকেটের বড় জয় পায় গ্রিন বাংলা।