ইতালিতে সুপ্রিমকোর্টের আইনজীবী আনিচুজ্জামানকে সংবর্ধনা
জমির হোসেন, ইতালি থেকে
২৯ নভেম্বর ২০২২, ১৪:৫৯:৩৫ | অনলাইন সংস্করণ
ইতালির রোমে সুপ্রিমকোর্টের আইনজীবী ও রাজনৈতিক নেতা অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গত ২১ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টায় রসই রেস্টুরেন্টের হলরুমে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব ও ইতালি বাংলা প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়।
ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, জমির হোসেনের সভাপতিত্বে ও ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপনের পরিচালনায় এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আনিচুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু, কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা সিকদার মুজিবুর রহমান, ইতালি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম প্রধান, সাংবাদিক আখি সীমা কাউছার, যুবলীগ ইতালি শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম, রোম মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, ঢাকা বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, স্বন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মোক্তাদের মাওলা আদর, সাধারণ সম্পাদক নুর ইসলাম পান্না, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেনী জেলা সমিতির ইতালির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালির সাবেক সভাপতি জামিল আহমেদ, উপদেষ্টা জিয়াউর রহমান, প্রগতি ব্যবসায়ী সমিতি রোম ইতালির সভাপতি ইকবাল বেপারি, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন মিয়াজি প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু, সিনিয়র সহসভাপতি জাতরুল ইসলাম ফিরোজ, আওয়ামী লীগ নেতা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাজিব রহমান, মো. ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মন্তানিওলাস্থ বরিশাল বিভাগ সমিতির সভাপতি জামাল সরদার, নাদিম মাহমুদ।
ইতালি বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজিব খান, সম্মানিত সদস্য হাফিজুর রহমান মিতু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আনিচুজ্জামানের রাজনৈতিক জীবনের এ অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের অর্জন মনে করে তার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে আগামীতে আরও বহুদূর এগিয়ে যেতে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেশের রাজনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন। বক্তারা আরও বলেন, তিনি যে দলেরই হোন না কেন প্রবাসীদের স্বার্থরক্ষাই যেন হয় তার রাজনীতিক মূল উদ্দেশ্য।
এ সময বক্তারা চলমান পাসপোর্ট সংক্রান্ত বিষয়, টেকনো কোটায় প্রবাসীদের সংসদে রাখার সুযোগসহ বিভিন্ন ইতিবাচক কথা তুলে ধরেন।
পরে অ্যাডভোকেট আনিচ উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ইতালিতে সুপ্রিমকোর্টের আইনজীবী আনিচুজ্জামানকে সংবর্ধনা
ইতালির রোমে সুপ্রিমকোর্টের আইনজীবী ও রাজনৈতিক নেতা অ্যাডভোকেট আনিচুজ্জামান আনিচকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় গত ২১ নভেম্বর স্থানীয় সময় রাত ৯টায় রসই রেস্টুরেন্টের হলরুমে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাব ও ইতালি বাংলা প্রেসক্লাবের আয়োজনে উৎসবমুখর পরিবেশে এ সংবর্ধনা দেওয়া হয়।
ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি, জমির হোসেনের সভাপতিত্বে ও ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপনের পরিচালনায় এ সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট আনিচুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এমএ রব মিন্টু, কমিউনিটি ব্যক্তিত্ব আওয়ামী লীগ নেতা সিকদার মুজিবুর রহমান, ইতালি আওয়ামী লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম প্রধান, সাংবাদিক আখি সীমা কাউছার, যুবলীগ ইতালি শাখার সহসভাপতি জাহাঙ্গীর আলম, রোম মহানগর আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি স্বপন হাওলাদার, ঢাকা বিভাগ সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, স্বন্দ্বীপ সমিতি ইতালির সভাপতি মোক্তাদের মাওলা আদর, সাধারণ সম্পাদক নুর ইসলাম পান্না, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইতালির সাধারণ সম্পাদক জামিল উদ্দিন, বৃহত্তর নোয়াখালী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইতালির সভাপতি একে আজাদ, সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন, ফেনী জেলা সমিতির ইতালির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট ইতালির সাবেক সভাপতি জামিল আহমেদ, উপদেষ্টা জিয়াউর রহমান, প্রগতি ব্যবসায়ী সমিতি রোম ইতালির সভাপতি ইকবাল বেপারি, সাবেক ছাত্রনেতা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোয়াজ্জেম হোসেন মিয়াজি প্রমুখ।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ইতালির সাধারণ সম্পাদক আহসান পিপু, সিনিয়র সহসভাপতি জাতরুল ইসলাম ফিরোজ, আওয়ামী লীগ নেতা, টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মাসুদুর রহমান সিদ্দিকী, আওয়ামী লীগ নেতা রাজিব রহমান, মো. ইব্রাহীম, বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, মন্তানিওলাস্থ বরিশাল বিভাগ সমিতির সভাপতি জামাল সরদার, নাদিম মাহমুদ।
ইতালি বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, রাজিব খান, সম্মানিত সদস্য হাফিজুর রহমান মিতু।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা আনিচুজ্জামানের রাজনৈতিক জীবনের এ অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের অর্জন মনে করে তার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে আগামীতে আরও বহুদূর এগিয়ে যেতে পাশে থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে দেশের রাজনীতিতে আরও শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করেন। বক্তারা আরও বলেন, তিনি যে দলেরই হোন না কেন প্রবাসীদের স্বার্থরক্ষাই যেন হয় তার রাজনীতিক মূল উদ্দেশ্য।
এ সময বক্তারা চলমান পাসপোর্ট সংক্রান্ত বিষয়, টেকনো কোটায় প্রবাসীদের সংসদে রাখার সুযোগসহ বিভিন্ন ইতিবাচক কথা তুলে ধরেন।
পরে অ্যাডভোকেট আনিচ উপস্থিত রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকসহ সব শ্রেণিপেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।