ছাড়পত্র পেল ‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’
jugantor
ছাড়পত্র পেল ‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’

  মো. স্বপন মজুমদার, বাহরাইন থেকে  

০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫:২৯  |  অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ও বাহরাইনের ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে এ অগ্রযাত্রা।

এ উপলক্ষে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে ও আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করে।

এর আগে প্রতিনিধি দল বাহরাইন চেম্বার অব কমার্সের সিইও আব্দুল্লাহ বাদের আল সাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় একটি পরিপূর্ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইনের আহবায়ক ব্যবসায়ী হায়াতুল্লাহ মল্লিক ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

ছাড়পত্র পেল ‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’

 মো. স্বপন মজুমদার, বাহরাইন থেকে 
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪৫ এএম  |  অনলাইন সংস্করণ

‘বাংলাদেশ বাহরাইন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ নামে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ ও বাহরাইনের ব্যবসায়ীদের নিয়ে একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক সংগঠন গঠনের লক্ষ্যে এ অগ্রযাত্রা।

এ উপলক্ষে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সঙ্গে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ বিজনেস কমিউনিটি বাহরাইনের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করে ও আনুষ্ঠানিকভাবে ছাড়পত্রের বিষয়টি অবহিত করে।

এর আগে প্রতিনিধি দল বাহরাইন চেম্বার অব কমার্সের সিইও আব্দুল্লাহ বাদের আল সাদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় একটি পরিপূর্ণ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গঠনের পরবর্তী কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়।

বাংলাদেশ বিসনেস কমিউনিটি বাহরাইনের আহবায়ক ব্যবসায়ী হায়াতুল্লাহ মল্লিক ও সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ বাংলাদেশ এবং বাহরাইনের মধ্যকার ব্যাবসায়িক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন