কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
সাদেক রিপন, কুয়েত থেকে
০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪০:৪১ | অনলাইন সংস্করণ
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজির ছেলে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের সৌদি আরব-ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালীতে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর কাজি কুয়েতের জাহারা নামে একটি কোম্পানির মাইক্রোবাস চালক ছিলেন।
নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, আলমগীর কাজি পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে করোনার শুরুর আগে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটি ছেলে রয়েছে। চলতি বছরের মে মাসে ছুটিতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল।
তিনি জানান, কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে তার লাশ ফরওয়ানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু
কুয়েতে সড়ক দুর্ঘটনায় আলমগীর কাজী (৩০) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গ্রামের হাসেম কাজির ছেলে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কুয়েতের সৌদি আরব-ইরাক সীমান্তবর্তী এলাকা আবদালীতে এ দুর্ঘটনা ঘটে।
আলমগীর কাজি কুয়েতের জাহারা নামে একটি কোম্পানির মাইক্রোবাস চালক ছিলেন।
নিহতের সহকর্মী বেলাল হোসেন জানান, আলমগীর কাজি পরিবারের হাল ধরতে ২০০৫ সালে কুয়েতে আসেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। ২০১৯ সালে করোনার শুরুর আগে দেশে ছুটিতে গিয়ে বিয়ে করেন এবং তার তিন বছরের একটি ছেলে রয়েছে। চলতি বছরের মে মাসে ছুটিতে বাংলাদেশ যাওয়ার কথা ছিল।
তিনি জানান, কাগজপত্র ও আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে পাঠানো হবে। বর্তমানে তার লাশ ফরওয়ানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।