যুক্তরাষ্ট্রে তারাবি পড়াবেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব

 মুহাম্মদুল্লাহ 
০৭ মার্চ ২০২৩, ০৯:২১ পিএম  |  অনলাইন সংস্করণ

বেশ কয়েকটি কুরআনিক প্রোগ্রামে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গেছেন বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব। 

সোমবার যুক্তরাষ্ট্রের জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রবাসী মুসলমানরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

বিশ্বজয়ী এই হাফেজের ম্যানেজার হাফেজ ইসমাইল জানিয়েছেন, আমেরিকায় তিনি প্রায় দেড় মাস থাকবেন। এই সময় ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণসহ আসন্ন পবিত্র রমজানে তারাবির ইমামতি করবেন বলেও তিনি জানিয়েছেন। 

এর আগে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব যুক্তরাজ্যে দুই বছর তারাবির নামাজ পড়িয়েছেন। এবার পড়াবেন নিউইয়র্কের বাইতুল জান্নাত জামে মসজিদে।
 

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন