স্পেনে শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
jugantor
স্পেনে শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

  কবির আল মাহমুদ, স্পেন থেকে  

২০ মার্চ ২০২৩, ১৫:৩৮:৩৪  |  অনলাইন সংস্করণ

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দূতাবাস মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। পরে স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।

এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর মহান মুক্তিযুদ্ধে সব শহীদ, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রবাসীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত দুরন্ত পরোপকারী ও স্বাধীন চেতা। তিনি শিশুদের খুব স্নেহ করতেন এবং তাদের আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বদা উপদেশ দিতেন।

এ সময় তিনি নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জাতির পিতার জীবনী পাঠের পরামর্শ দেন এবং প্রবাসীদের ২০৪১ সালে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ দূতাবাস স্পেনের কাউন্সিলর (লেবার উইং) মোহতাসিমুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও জাতীয় শিশু দিবস নিয়ে আরও বক্তব্য দেন দূতাবাস প্রধান এটিএম আবদুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) কাউন্সিলর (পলিটিক্যাল) দীন মোহাম্মদ ইনামুল হক, স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিন, সহসভাপতি এক্রামুজ্জামান কিরণ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী প্রমুখ।

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]

স্পেনে শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

 কবির আল মাহমুদ, স্পেন থেকে 
২০ মার্চ ২০২৩, ০৩:৩৮ পিএম  |  অনলাইন সংস্করণ

স্পেনের রাজধানী মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে শুক্রবার দূতাবাস মিলনায়তনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ। পরে স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিনের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতাকর্মীরা।  

এ সময় জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পর মহান মুক্তিযুদ্ধে সব শহীদ, জাতীয় চার নেতা, বঙ্গবন্ধু ও তার পরিবারের সব শাহাদাতবরণকারীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। 

প্রবাসীদের বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরে রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার বলেন, বঙ্গবন্ধু শিশুকাল থেকেই ছিলেন অত্যন্ত দুরন্ত পরোপকারী ও স্বাধীন চেতা। তিনি শিশুদের খুব স্নেহ করতেন এবং তাদের আদর্শ মানুষ হওয়ার জন্য সর্বদা উপদেশ দিতেন।

এ সময় তিনি নতুন প্রজন্মের শিশু-কিশোরদের জাতির পিতার জীবনী পাঠের পরামর্শ দেন এবং প্রবাসীদের ২০৪১ সালে একটি উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ দূতাবাস স্পেনের কাউন্সিলর (লেবার উইং) মোহতাসিমুল ইসলামের সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধুর জীবন-কর্ম ও জাতীয় শিশু দিবস নিয়ে আরও বক্তব্য দেন দূতাবাস প্রধান এটিএম আবদুর রউফ মণ্ডল, কমার্শিয়াল কাউন্সিলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) কাউন্সিলর (পলিটিক্যাল) দীন মোহাম্মদ ইনামুল হক, স্পেন আওয়ামী লীগের সভাপতি এসআরআইএস রবিন, সহসভাপতি এক্রামুজ্জামান কিরণ, সাংগঠনিক সম্পাদক বদরুল কামালী প্রমুখ।
 

[প্রিয় পাঠক, যুগান্তর অনলাইনে পরবাস বিভাগে আপনিও লিখতে পারেন। প্রবাসে আপনার কমিউনিটির নানান খবর, ভ্রমণ, আড্ডা, গল্প, স্মৃতিচারণসহ যে কোনো বিষয়ে লিখে পাঠাতে পারেন। সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন jugantorporobash@gmail.com এই ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।]
যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন