পর্তুগালে দেয়াল ধসে দুই বাংলাদেশি নিহত
ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে
২১ মার্চ ২০২৩, ২০:১৩:১৯ | অনলাইন সংস্করণ
পর্তুগালেরবেজায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। এর মধ্যে শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানা ও সুহেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শাহীন ও সুহেদ নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি দেয়াল ধসে মারাত্মকভাবে তারা আহত হন। পরে পুলিশ ও জরুরি সেবার স্বাস্থ্যকর্মীরা এসে তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পর্তুগালে দেয়াল ধসে দুই বাংলাদেশি নিহত
পর্তুগালের বেজায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)। এর মধ্যে শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানা ও সুহেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, শাহীন ও সুহেদ নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি দেয়াল ধসে মারাত্মকভাবে তারা আহত হন। পরে পুলিশ ও জরুরি সেবার স্বাস্থ্যকর্মীরা এসে তাদের মৃত ঘোষণা করেন।
তাদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।