Logo
Logo
×

পরবাস

পর্তুগালে দেয়াল ধসে দুই বাংলাদেশি নিহত  

Icon

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে 

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ০৮:১৩ পিএম

পর্তুগালে দেয়াল ধসে দুই বাংলাদেশি নিহত  

পর্তুগালের বেজায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শাহীন আহমেদ (৪৭) ও সুহেদ আহমেদ (৩২)।  এর মধ্যে শাহীন আহমেদ মৌলভীবাজার সদর থানা ও সুহেদ সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শাহীন ও সুহেদ নির্মাণকাজে ব্যস্ত ছিলেন।  হঠাৎ একটি দেয়াল ধসে মারাত্মকভাবে তারা আহত হন। পরে পুলিশ ও জরুরি সেবার স্বাস্থ্যকর্মীরা এসে তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পর্তুগাল দেয়াল ধস বাংলাদেশি নিহত  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম