Logo
Logo
×

পরবাস

পর্তুগালে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন 

Icon

ফরিদ আহমেদ পাটোয়ারী, পর্তুগাল থেকে

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ পিএম

পর্তুগালে প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন 

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্র বাংলাদেশি অধ্যুষিত অঞ্চল মার্তিম মুনিজ পার্কে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশিদের উদ্যোগে শুক্রবার সকাল ৮টায় লিসবনের প্রধান এ জামাতে ছিল মানুষের উপচেপড়া ভিড়। স্থান সংকুলান না হওয়ার কারণে অনেকেই নামাজে অংশগ্রহণ করতে পারেননি। ৫ হাজার লোক ধারণ ক্ষমতার এ ঈদগাহটিতে এবার প্রায় সাত থেকে আট হাজার মানুষ এ জামাতে অংশগ্রহণ করেন।

পর্তুগালের কেন্দ্রীয় মুসলিম কমিটির চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হলেও বাংলাদেশ কমিউনিটি দেশটির বিভিন্ন অঞ্চলে শুক্রবার ঈদ উদযাপন করে। 

বন্ধন নগরী পর্তো শহরে প্রবাসী বাংলাদেশিদের প্রধান ঈদ জামাত ত্রিনিদাদ মেট্রো স্টেশনে সকাল ৯টায় ও হামজা (র.) মসজিদে বেলা ১১টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া ভিলানোভা দা মিলফন্টেস, ব্রাগা, ভিজু , আলগারভ, ফারুসহ বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

পর্তুগালের পর্তো শহরের বনফিম ওয়ার্ডের কাউন্সিলর বাংলাদেশ কমিউনিটি  অব পর্তোর সভাপতি শাহ আলম কাজল জানান, রাজধানীর লিসবন তথা বিভিন্ন প্রবাসী বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে এবং কয়েকজন মুসল্লির চাঁদ দেখার সংবাদে সবার সিদ্ধান্তক্রমে শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 

পর্তুগাল প্রবাসী ঈদুল ফিতর উদযাপন 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম