আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে ০৫ জুলাই ২০১৮, ২১:২৭ | অনলাইন সংস্করণ
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ বিন সাবুর সঙ্গে মালয়েশিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টায় প্রতিরক্ষামন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
এ সময় বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার পলিটিক্যাল মো. রইস হাসান সারোয়ার ও শ্রম কাউন্সিলর মো. সায়েদুল ইসলাম রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সাম্প্রতিক সময়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের নির্যাতিত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া ও তাদের পাশে থেকে মানবতার দৃষ্টান্ত স্থাপন করায় বাংলাদেশকে সাধুবাদ জানান দেশটির নবনির্বাচিত মাহাথির সরকারের এ প্রতিরক্ষামন্ত্রী।
মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ বিন সাবু বলেন, রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে মালয়েশিয়া। একই সঙ্গে রোহিঙ্গা সমস্যার সুষ্ঠু সমাধান প্রত্যাশা করেন তিনি। এ ছাড়া আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে এবং মালয়েশিয়ায় কর্মরত শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে ও আলোচনা হয়।
আলোচনা শেষে প্রতিরক্ষামন্ত্রী হাজী মোহাম্মদ বিন সাবু রাষ্ট্রদূতকে প্রতিরক্ষা বিভাগের একটি ক্রেস্ট প্রদান করেন।
এ সময় জয়েন্ট ফোর্স কমান্ডার দাতু হালিমি বিন আব্দুল মনাফ, মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স তানশ্রী জুল কিফলী বিন জুনাইদ আবিদীন, ভাইস অ্যাডমিরাল দাতুক মোহাম্মদ রেজা বিন মোহাম্মদ সানি উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৪০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০০০-২০১৯