বাংলাদেশের রাবার সেক্টর উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া
বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া। ১৭ নভেম্বর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার প্লান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির সঙ্গে বৈঠক করেন।
মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণসহ নানাবিধ বিষয়ে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে বৈঠকে আলোচনা করা হলে মন্ত্রণালয় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এছাড়াও বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে মালয়েশিয়ার এফজিভির মতো জিএলসিগুলোকে (গভর্নমেন্ট লিংকড কোম্পানি) বাংলাদেশে বিনিয়োগসহ অন্যান্য সম্ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসাবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম। মালয়েশিয়াকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
প্লানটেশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্মরণ করে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি স্থান পায়। বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের রাবার সেক্টর উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া
মালয়েশিয়া প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৩, ২৩:০১:৩৬ | অনলাইন সংস্করণ
বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে কাজ করবে মালয়েশিয়া। ১৭ নভেম্বর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান মালয়েশিয়ার প্লান্টেশন অ্যান্ড কমোডিটিজ মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলির সঙ্গে বৈঠক করেন।
মালয়েশিয়ান রাবার বোর্ড ও বাংলাদেশ রাবার বোর্ডের মধ্যে প্রযুক্তি বিনিময়, প্রশিক্ষণসহ নানাবিধ বিষয়ে সহযোগিতার সম্ভাবনার বিষয়ে বৈঠকে আলোচনা করা হলে মন্ত্রণালয় এ বিষয়ে আগ্রহ প্রকাশ করে।
এছাড়াও বাংলাদেশের রাবার সেক্টরের উন্নয়নে মালয়েশিয়ার এফজিভির মতো জিএলসিগুলোকে (গভর্নমেন্ট লিংকড কোম্পানি) বাংলাদেশে বিনিয়োগসহ অন্যান্য সম্ভাবনা নিয়ে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান। বাংলাদেশে পামওয়েল রপ্তানিকারক দেশ হিসাবে মালয়েশিয়া দীর্ঘদিন শীর্ষ অবস্থানে থাকলেও বর্তমানে দ্বিতীয় বৃহত্তম। মালয়েশিয়াকে পামওয়েল রিফাইনারি স্থাপনে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানানো হলে বিষয়টি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।
প্লানটেশন সেক্টরসহ অন্যান্য সেক্টরে বাংলাদেশি কর্মীদের অবদানের কথা স্মরণ করে মালয়েশিয়ার অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন সেক্রেটারি জেনারেল দাতো হাজি মাদ জাইদি মোহাম্মদ কারলি।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়টি স্থান পায়। বৈঠকে হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ এবং দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023