Logo
Logo
×

পরবাস

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৪৯ শ্বেতাঙ্গ

Icon

শরীফ উদ্দিন, দক্ষিণ আফ্রিকা

প্রকাশ: ১২ মে ২০২৫, ১১:১৫ এএম

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ৪৯ শ্বেতাঙ্গ

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগ থেকে অভিবাসন নীতি নিয়ে বেশ কঠোর অবস্থানে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের কথা মতো যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবসীদের ধরে নিজ নিজ দেশে ফেরাচ্ছেন তিনি। তবে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের প্রতি ভিন্ন মনোভাব মার্কিন প্রেসিডেন্টের। তাদের জন্য নিজ দেশের দুয়ার খুলে রেখেছেন তিনি।

ট্রাম্পের ঘোষণার পরই দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গরা ভিড় জমায় দেশটিতে অবস্থানরত দূতাবাসে। ইতিমধ্যে ৪৯ জন শ্বেতাঙ্গ মার্কিন ভিসাও পেয়েছে। এর জেরে রোববার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন তারা।

ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেওয়া সবাই কৃষক বলে জানা গেছে।

শ্বেতাঙ্গ কৃষকদের প্রথম গন্তব্য ওয়াশিংটন ডিসির ডালেস আন্তর্জাতিক বিমানবন্দর। এরপর তারা টেক্সাসে পুনর্বাসিত হবেন।

দক্ষিণ আফ্রিকার ছয় কোটি ৩০ লাখ জনগণের মধ্যে শ্বেতাঙ্গ সাত দশমিক দুই শতাংশ। আন্তর্জাতিক একাডেমিক জার্নাল রিভিউ অব পলিটিক্যাল ইকোনমির তথ্যানুযায়ী, দক্ষিণ আফ্রিকায় একটি শ্বেতাঙ্গ পরিবারের গড় সম্পদ একটি কৃষ্ণাঙ্গ পরিবারের ২০ গুণ।

দেশটির সরকারি পরিসংখ্যান বলছে, কৃষ্ণাঙ্গ নাগরিকদের মধ্যে বেকারত্বের হার শ্বেতাঙ্গদের তুলনায় অনেক বেশি। দেশটির মোট ব্যক্তিমালিকানাধীন জমির তিনচতুর্থাংশ এখনো শ্বেতাঙ্গদের দখলে। ভূমি পুনর্বণ্টনের উদ্দেশ্যে এখনো একটি জমিও বাজেয়াপ্ত করা হয়নি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো।

দক্ষিণ আফ্রিকা যুক্তরাষ্ট্র অভিবাসী

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম