Logo
Logo
×

পরবাস

৩১ দফা নিয়ে মালয়েশিয়া বিএনপির কর্মশালা

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া

প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:০৩ পিএম

৩১ দফা নিয়ে মালয়েশিয়া বিএনপির কর্মশালা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালার আয়োজন করেছে মালয়েশিয়ায় জোহর প্রদেশ বিএনপি।

গত রোববার জোহর বারুর বারজায়া ওয়াটারফ্রন্ট হোটেলের বলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালিভাবে যুক্ত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

কর্মশালায় ৩১ দফা কর্মসূচির মূল লক্ষ্য তুলে ধরেন বিএনপি মালয়েশিয়া শাখার সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান।

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে রাষ্ট্রকাঠামো সংস্কারের স্বপ্ন দেখছেন, আমরা তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছি। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭৫ সালের বাকশাল ব্যবস্থা থেকে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। ১৯৯০ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার পতনের ইতিহাস যেমন আছে, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে তারেক রহমান ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে কার্যকর নেতৃত্ব দিয়েছেন।’

জোহর প্রদেশ বিএনপির সভাপতি মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক রহমত উল্লার সঞ্চালনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি এমজে আলম, এস এম রহমান তনু, জোহর বিএনপি শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, মালয়েশিয়া বিএনপির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।

মালয়েশিয়া বিএনপি ৩১ দফা

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম