Logo
Logo
×

পরবাস

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

Icon

নোমান সাবিত, নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:৫৫ পিএম

ব্রুকলিন ব্রিজে মেক্সিকান নৌবাহিনীর জাহাজের ধাক্কা, নিহত ২

নিউইয়র্কের ব্রুকলিন ব্রিজের নিচের অংশে ধাক্কা দিয়েছে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধজাহাজ। শনিবার রাতের এ ঘটনায় দুজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস এ তথ্য জানিয়েছেন।

সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে অ্যাডামস লেখেন, ‘শনিবার রাতের শুরুতে জাহাজটির বিদ্যুৎ সংযোগ চলে যায়। এরপরেই এটি ব্রুকলিন ব্রিজে ধাক্কা দেয়। ওই সময় জাহাজটিতে ২৭৭ জন ছিলেন। ধাক্কাতে ১৯ জন আহত হন। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। পরে আহত ওই দুজন মারা যায়। ’

অ্যাডামস আরও লেখেন, ‘আমাদের সহানুভূতি আহতদের পরিবারের প্রতি। অনেক পরিবার মেক্সিকো থেকে এখানে আসবেন। আমরা চাই মেক্সিকান রাষ্ট্রদূত ও তার টিমের সঙ্গে সমন্বয় করে হাসপাতালে সঠিক তথ্য তাদের কাছে পৌঁছে দিতে।’

ব্রিজে ধাক্কার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওসব ভিডিওতে দেখা যায়, ‘জাহাজটির তিনটি মাস্তুল ব্রিজের নিচের অংশে ধাক্কা লেগে ভেঙে পড়ে। তবে জাহাজটি সোজা ছিল এবং নদীর ধারে গিয়ে থামে।’

মেক্সিকান নৌবাহিনী এক্সে এক পোস্ট জানিয়েছে, কোয়াউহটেমোক নামের এ প্রশিক্ষণ জাহাজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজে থাকা যন্ত্রপাতি ও নাবিকদের অবস্থা নৌবাহিনী এবং স্থানীয় কর্তৃপক্ষ পর্যালোচনা করছে। এটি আইসল্যান্ডের উদ্দেশে যাত্রা করেছিল।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) এ দুর্ঘটনার তদন্ত করবে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

যুক্তরাষ্ট্র নিউইয়র্ক মেক্সিকো

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম