Logo
Logo
×

পরবাস

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবে বাংলাদেশিদের বিজয়

Icon

মনোয়ারুল ইসলাম, নিউইয়র্ক থেকে

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৪:১৭ এএম

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাবে বাংলাদেশিদের বিজয়

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্সের নেতৃত্বে ২ প্রবাসী বাংলাদেশি। গত রোববার ১৮ মে লায়ন্স ডিস্ট্রিক্ট ২০-আর ৩ নির্বাচনে গভর্নর ও দ্বিতীয় ভাইস গর্ভনর পদে নির্বাচিত হয়েছেন আসেফ বারী টুটুল ও শাহ নেওয়াজ। 

নায়েগ্রা ফলস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নির্বাচন শেষে এ ফলাফল ঘোষণা করা হয়। বিশেষ করে, বিজয়ী শাহ নেওয়াজের নাম ঘোষণা করা হলে উপস্থিত বাংলাদেশি লায়ন্সরা করতালি দিয়ে অভিনন্দন জানান। 

আসেফ বারীর স্ত্রী মুনমুন হাসিনা বারী ও  শাহ নেওয়াজের সহধর্মিনী রানো নেওয়াজ মঞ্চে গিয়ে তাদের অভিনন্দন জানান। একে একে প্রবাসী বাংলাদেশি লায়ন্স ক্লাব সদস্যরা বাংলাদেশি ২ নেতাকে ফুল দিয়ে অভিনন্দন জানায় । অনুষ্ঠানটি পরিণত হয় বাংলাদেশময়। 

গত ১৬ মে নায়েগ্রা ফলসের কনভেনশন সেন্টারে ৩ দিনব্যাপী লায়ন্সদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রায় ৪০ জন সদস্য অংশ নেন।  নায়াগ্রা ফলসে বসেছিল বাংলাদেশি লায়নদের মিলনমেলা।  

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়নদের কনভেনশনকে কেন্দ্র করে বাংলাদেশি আমেরিকান লায়নদের ব্যাপক উপস্থিতিতে এক উৎসব মুখর পরিবেশ তৈরি করে। নায়াগ্রা ফলস্থ শেরাটন হোটেল বাংলাদেশিদের পদভারে ছিল মুখরিত। শুক্রবার ১৬ মে আনুষ্ঠানিকভাবে এ কনভেনশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

নিউইয়র্কের লায়ন ডিস্ট্রিক্ট ২০ আর ৩ এর ৪৮ টি ক্লাব এতে অংশ নেয়। শেরাটন হোটেল ও কনভেনশন সেন্টারজুড়ে বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও সাপ্তাহিক আজকালের সম্পাদক লায়ন শাহ নেওয়াজের বড় বড় নির্বাচনী পোষ্টার শোভা পায় গত ৩ দিন। 

মূলত শাহ নেওয়াজের প্রচার ও প্রচারণার কারনেই নির্বাচনী আবহ তৈরি হয়। অন্যান্য জোন ক্লাবের প্রার্থীদের পোষ্টার শোভা পেলেও তা হাতে গোনা কয়েকটি। হোটেলের লবিতে শাহ নেওয়াজের ৩টি বিশাল আকৃতির ছবি শোভা পাচ্ছিল। আসেফ বারীর টুটুলের ২টি প্রতিকৃতিও লবিতে শোভা পায়। 

এদিকে আগামী ২৭ মে নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে নায়াগ্রা ফলসেই নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। ডিস্ট্রিক্ট সম্মেলনে এসে প্রার্থীরা ভোট যুদ্ধে নেমে পড়েছেন। 

সম্মেলনে আগত প্রায় অর্ধ শতাধিক বাংলাদেশি লায়ন সদস্যদের কাছে তারা যাচ্ছেন। কুশল বিনিময় করছেন। প্রার্থীরা সাধারন সদস্যদের সেবা দিতে ও আর্শীবাদ পেতে মরিয়া। চা কফি খাওয়ানো সহ সার্বক্ষনিক সঙ্গ দিচ্ছেন । নির্বাচন অনুষ্ঠিত হলে সাধারন সদস্যদের গুরুত্ব যে বাড়ে তা আবার প্রমানিত হতে যাচ্ছে। 

২৭ মে লায়ন্সের নির্বাচনে সভাপতি পদে লড়ছেন জেএফএম রাসেল ও এসএম আলম। সাধারন সম্পাদক পদে প্রার্থী রয়েছেন মশিউর মজুমদার ও আহমেদ সোহেল। 

ভোটাররা বলছেন, এবারের নির্বাচনে হাড্ডাহাডি লড়াই হবে। ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী হয়েছেন এম এ রশীদ ও হাসান জিলানী। 

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হলেন এটর্নি মঈন চৌধুরী। কমিশনের সদস্যরা হলেন মতিউর রহমান, আমেনা নেওয়াজ, আব্দুর রহিম হাওলাদার ও রেজা রশীদ। 

নিউইয়র্ক ডিস্ট্রিক্ট লায়ন্স ক্লাব

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম