JUGANTOR RSS feed of latest topics https://www.jugantor.com JUGANTOR https://www.jugantor.com/web-assets/img/jug-logo.png https://www.jugantor.com Copyright 2023 https://www.jugantor.com Fri, 02 Jun 2023, 00:00:00 <![CDATA[৪ জেলায় বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, দুই বিভাগে বৃষ্টির আভাস]]> https://www.jugantor.com/national/681667/৪-জেলায়-বয়ে-যাচ্ছে-তীব্র-দাবদাহ-দুই-বিভাগে-বৃষ্টির-আভাস 681667 2023-06-02T14:32:08+06:00 যুগান্তর ডেস্ক ৪ জেলায় বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, দুই বিভাগে বৃষ্টির আভাস

৪ জেলায় বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ, দুই বিভাগে বৃষ্টির আভাস

জাতীয়

যুগান্তর ডেস্ক

দেশের চার জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এ ছাড়া বেশ কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

তিনি জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও সৈয়দপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ। 

বজলুর রশিদ জানান, রংপুর, দিনাজপুর, রাজশাহী ও সৈয়দপুরের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং সিলেট, পটুয়াখালী, ভোলা, বরিশাল, চাঁদপুর, নোয়াখালী ও ফেনী জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ এবং রংপুর ও রাজশাহী বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ও তা অব্যাহত থাকতে পারে। আগামী তিনদিনে সারাদেশে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিয়ের আগেই মালাইকার মা হওয়ার গুঞ্জন, যা বললেন প্রেমিক অর্জুন]]> https://www.jugantor.com/entertainment/681666/বিয়ের-আগেই-মালাইকার-মা-হওয়ার-গুঞ্জন-যা-বললেন-প্রেমিক-অর্জুন 681666 2023-06-02T14:22:04+06:00 বিনোদন ডেস্ক বিয়ের আগেই মালাইকার মা হওয়ার গুঞ্জন, যা বললেন প্রেমিক অর্জুন

বিয়ের আগেই মালাইকার মা হওয়ার গুঞ্জন, যা বললেন প্রেমিক অর্জুন

বিনোদন

বিনোদন ডেস্ক

বলিউডে ‘ছাইয়া ছাইয়া’ বা মুন্নি গার্ল নামে খ্যাত অভিনেত্রী মালাইকা অরোরা। সালমান খানের বড়ভাই আরবাজ খানের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে অনেক আগেই। এখন আছেন প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে। তবে সম্প্রতি কিছু গণমাধ্যমে শোনা গেছে তার সন্তান সম্ভবা হওয়ার খবর। এ নিয়ে বলিপাড়ায় পড়ে গেছে হইচই। এবার এ নিয়ে মুখ খুললেন খোদ প্রেমিক অর্জুন।

বয়সে অর্জুনের চেয়ে মালাইকা ১২ বছরের বড় হওয়ায় শুরু থেকেই ছিল তাদের প্রেম নিয়ে কথা চালাচালি। তবে এ নিয়ে কথা বলতে খুব বেশি পছন্দ করতেন না অর্জুন। তবে এবার তাকে দেখা গেল বেশ সাবলীল। মালাইকার মা হওয়ার খবরে মুখ খুলেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেমিকা মালাইকার সন্তানসম্ভবা হওয়া নিয়ে মুখ খোলেন অর্জুন। তিনি বলেন, নেতিবাচক কথা বলা অনেক সহজ। আমরা তো অভিনেতা, আমাদের ব্যক্তিগত জীবন কোনোভাবেই ব্যক্তিগত পরিসরে সীমিত থাকে না। পেশার কারণে আমাদের এটার সঙ্গে মানিয়ে নিতেই হয়। তবে বাকিটার জন্য আমরা দর্শকের ওপরেই নির্ভর করি। আমরা আশা করি তারা বুঝবেন যে, আমরাও তাদের মতোই রক্তমাংসের মানুষ। তাই আমাদের বিষয়ে কোনো খবর প্রচার করার আগে আমরা চাই, যেন তারা একবার সেটা আমাদের থেকে জেনে নেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ]]> https://www.jugantor.com/sports/681665/পিএসজির-জার্সিতে-মেসির-শেষ-ম্যাচ-আজ 681665 2023-06-02T14:19:10+06:00 স্পোর্টস ডেস্ক পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ

পিএসজির জার্সিতে মেসির শেষ ম্যাচ আজ

খেলা

স্পোর্টস ডেস্ক

এক ম্যাচ হাতে রেখেই লিগ ওয়ানের শিরোপা জয় নিশ্চিত করে ফেলেছে পিএসজি। তাই শুক্রবার রাত ১টায় ক্লেরমন্ট ফুটের বিপক্ষে পিএসজির ম্যাচটি নিয়মরক্ষার। তবে এই নিয়মরক্ষার ম্যাচটিই ফুটবলপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ পিএসজির জার্সিতে এটিই হতে যাচ্ছে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির শেষ ম্যাচ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিএসজির কোচ ক্রিস্টাফ গালতিয়ের।

বৃহস্পতিবার সাংবাদিকদের গালতিয়ের জানান, ফুটবল ইতিহাসের সেরা খেলায়াড়টিকে কোচিং করার সৌভাগ্য হয়েছে আমার। ক্লেরমন্ট ফুটের বিপক্ষে ম্যাচটি পিএসজিতে ও পার্ক দ্য প্রিন্সেসে মেসির শেষ ম্যাচ। আমি আশাবাদী, সে উষ্ণ অভ্যর্থনাই পাবে।

প্যারিসে দুই মৌসুম খেলে দুবারই লিগ শিরোপা জিতেছেন মেসি। তবে পিএসজিকে তিনি চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতাতে পারেননি, এটি মেসির ক্যারিয়ারে একটি আক্ষেপ হিসেবেই হয়তো থাকবে। চলতি মৌসুমেও দুর্দান্ত খেলেছেন মেসি। ২১ গোলের পাশাপাশি করেছেন ২০টি অ্যাসিস্ট।

শেষ ম্যাচের পর হয়তো সংখ্যাটা আরও বাড়বে।

মেসি পিএসজির ছাড়লেও তার পরবর্তী গন্তব্য এখনো অজানা। সৌদি আরবের ক্লাব আল-হিলাল মেসিকে পেতে মরিয়া, দিয়ে রেখেছে লোভনীয় অফারও। এদিকে আর্জেন্টাইন অধিনায়ককে পেতে চায় বার্সেলোনা ও ইন্টার মিয়ামিও। মেসির পরবর্তী গন্তব্য জানতে আরও কিছু দিন অপেক্ষা করতে হবে ফুটবলপ্রেমীদের।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সৌদির স্থপতিকে হৃদয়ের রানী করে নিলেন জর্ডানের ক্রাউন প্রিন্স ]]> https://www.jugantor.com/international/681664/সৌদির-স্থপতিকে-হৃদয়ের-রানী-করে-নিলেন-জর্ডানের-ক্রাউন-প্রিন্স  681664 2023-06-02T14:12:38+06:00 যুগান্তর ডেস্ক সৌদির স্থপতিকে হৃদয়ের রানী করে নিলেন জর্ডানের ক্রাউন প্রিন্স 

সৌদির স্থপতিকে হৃদয়ের রানী করে নিলেন জর্ডানের ক্রাউন প্রিন্স 

আন্তর্জাতিক

যুগান্তর ডেস্ক

সৌদি আরবের স্থপতি রাজওয়া আল সাইফের সঙ্গে বিয়ে সম্পন্ন হলো জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লাহর।

বৃহস্পতিবার জর্ডানের রাজধানী আম্মানের প্রাসাদে জমকালো আয়োজনে ওই তরুণীকে হৃদয়ের রানী করে নেন প্রিন্স। হুসেইনের বয়স ২৮ বছর আর রাজওয়ার বয়স ২৯ বছর। 

হুসেইন জ্বালানি তেলসমৃদ্ধ জর্ডানের ভবিষ্যৎ বাদশা। তাদের এ বিয়ের মাধ্যমে জর্ডানের সঙ্গে প্রতিবেশী সৌদি আরবের কৌশলগত মিত্রতা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। 

জর্ডানের রাজনৈতিক বিশ্লেষক আমের সাবাইলেহ বলেন, এটা শুধু একটি বিয়ের আয়োজন নয়। এটা জর্ডানের ভবিষ্যৎ বাদশাহকে সবার সামনে তুলে ধরার একটি রাজকীয় আয়োজন। তাই তো যুবরাজের বিয়ে উপলক্ষ্যে এদিন জর্ডানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ও রানি রানিয়ার বড় ছেলে যুবরাজ হুসেইন যুক্তরাষ্ট্রের জর্জটাইন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন। সামরিক প্রশিক্ষণ নিয়েছেন। রাজনীতি–সচেতন হুসেইন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিয়েছেন। দেশে-বিদেশে দারুণ জনপ্রিয় তিনি। তাই হুসেইনের বিয়ে জর্ডানবাসীর জীবনে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছে।

রাজকীয় বিয়ের এ আয়োজন ঘিরে সেজে উঠে পুরো আম্মান। পথের ধারে, বাসে বর-কনেকে অভিনন্দন জানিয়ে ব্যানার-ফেস্টুন টাঙানো হয়। কেননা সাম্প্রতিক সময়ে এটাই জর্ডানের রাজপরিবারে সবচেয়ে আলোচিত ও জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন।

বিয়ের আনুষ্ঠানিকতা শেষে ঐতিহ্য অনুযায়ী মনোমুগ্ধকর মোটর শোভাযাত্রার মাধ্যমে তারা ফিরে যান রাজপ্রাসাদে। এ সময় রাস্তার দুইপাশে ভিড় করেন হাজার হাজার মানুষ। হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন যুবরাজ ও তার নববধূ।

বিয়েতে হাজির হন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন।

ঐতিহ্য অনুযায়ী যুবরাজের বিয়ে পূর্ব আয়োজনে যোগ দেন পরিবার ও সেনাবাহিনী। পারিবারিক আবহে আনন্দ-হইচইয়ের পর হয় মূল আনুষ্ঠানিকতা। বাদশাহ আব্দুল্লাহর বড় ছেলে অর্থাৎ সিংহাসনের উত্তরাধিকারীকে অভিনন্দন জানানো হয় সেনাবাহিনীর পক্ষ থেকে। শুভ কামনা জানান পরিবারের সদস্যরা।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ইউক্রেন যুদ্ধে দুই লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের]]> https://www.jugantor.com/international/681663/ইউক্রেন-যুদ্ধে-দুই-লাখ-সেনা-হারিয়েছে-রাশিয়া-দাবি-কিয়েভের 681663 2023-06-02T14:07:03+06:00 অনলাইন ডেস্ক ইউক্রেন যুদ্ধে দুই লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের

ইউক্রেন যুদ্ধে দুই লাখ সেনা হারিয়েছে রাশিয়া, দাবি কিয়েভের

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ইউক্রেন যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার দুই লাখ আট হাজার সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর পূর্বাঞ্চলের মুখপাত্র সেরহি চেরেভাতি। 

বৃহস্পতিবার এক বার্তায় তিনি এ দাবি করেন। খবর সিএনএনের।

সেরহি চেরেভাতি বলেন, পূর্ব ইউক্রেনের বাখমুতে বৃহস্পতিবার রাতে অন্তত ৪৭৬ বার গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।

তিনি বলেন, আমরা রাশিয়ার অস্ত্র-রসদ নিঃশেষ করার জন্য সবকিছু করছি। তাদের সদর দপ্তরে আঘাত করছি।

তিনি আরও জানান, ইউক্রেনীয় বাহিনী লুহানস্ক অঞ্চলের বিলোহোরিভকা এবং স্টেলমাখিভকাতে বেশ কয়েকটি ট্যাংক এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

তবে সিএনএন স্বাধীনভাবে এ সংখ্যাগুলো নিশ্চিত করতে পারেনি।

রাশিয়ান ক্ষতির ওপর অনুমান করে বাইডেন প্রশাসন মে মাসে বলেছিল— রাশিয়ার এক লাখের বেশি সেনা হতাহতের শিকার হয়েছেন।

তবে যুক্তরাষ্ট্রের ওই দাবি প্রত্যাখ্যান করেছিল ক্রেমলিন। একজন মুখপাত্র বলেছিলেন— মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ সেনা নিহতের সঠিক সংখ্যা দেওয়ার কোনো উপায় নেই।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিয়ের আসরে বরের ফোনে এলো কনের গোপন ভিডিও, অতঃপর…]]> https://www.jugantor.com/international/681662/বিয়ের-আসরে-বরের-ফোনে-এলো-কনের-গোপন-ভিডিও-অতঃপর… 681662 2023-06-02T13:54:50+06:00 অনলাইন ডেস্ক বিয়ের আসরে বরের ফোনে এলো কনের গোপন ভিডিও, অতঃপর…

বিয়ের আসরে বরের ফোনে এলো কনের গোপন ভিডিও, অতঃপর…

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

বিয়ের আসরে পাশাপাশি বসে আছেন বর ও কনে। ইতোমধ্যে বিয়ের আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে। আচমকাই বেজে উঠল বরের মোবাইল ফোন। সেই ফোন পেয়েই বিয়ের মণ্ডপ ছেড়ে উঠে গেলেন বর। 

অভিযোগ, ফোনটি করেছেন কনের সাবেক প্রেমিক। তাকে বিয়ে না করার জন্য হুমকি দিয়েছেন। এর পর কনের পরিবারের অনুরোধেও কাজ হয়নি। বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান তরুণ। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কনের বাড়ি সিদ্ধার্থনগরে। সম্প্রতি ওই তরুণের সঙ্গে তার বিয়ে স্থির হয়। নির্ধারিত দিনে বিয়ে করতে আসেন বর। বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়। মালাবদল হয়। এর পরই বিয়ের মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান বর। তিনি অভিযোগ করেন, তার মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটি কল আসে। ফোনে তাকে বলা হয়, আপনি যাকে বিয়ে করছেন, তিনি আমার। বিশ্বাস করতে না চাইলে কিছু ছবি ও ভিডিও পাঠালাম, দেখুন। এর পরই তরুণের মোবাইলে কিছু ছবি ও ভিডিও পাঠানো হয়।

তার পর বিয়ের বাকি অনুষ্ঠান শেষ না করে বেরিয়ে যান বর। বিয়ের আসর থেকে কেউ একজন থানায় ফোন করেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। কনের পরিবার, গ্রামের প্রধানের সঙ্গে মিলে পুলিশ বরকে বোঝানোর চেষ্টা করে, বারবার অনুরোধ করে, যাতে বিয়েটা তিনি না ভাঙেন। যদিও লাভ হয়নি। বিয়ের আসর থেকে বরযাত্রীদের নিয়ে বেরিয়ে যান ওই তরুণ। যিনি বিয়ে ভাঙিয়েছেন, তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন কনের বাবা। ইতোমধ্যে সেই ‘প্রেমিক’ যিনি বরের মোবাইলে ছবি ও ভিডিও পাঠিয়েছিলেন, তাকে আটক করেছে পুলিশ। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের পর অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 

সূত্র: উড়িষ্যা টিভি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আবাসন শিল্পে পুনর্বিবেচনার দাবি]]> https://www.jugantor.com/economics/681661/আবাসন-শিল্পে-পুনর্বিবেচনার-দাবি 681661 2023-06-02T13:52:54+06:00 যুগান্তর প্রতিবেদন আবাসন শিল্পে পুনর্বিবেচনার দাবি

আবাসন শিল্পে পুনর্বিবেচনার দাবি

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

আবাসন শিল্পের জন্য প্রস্তাবিত জাতীয় বাজেট (২০২৩-২০২৪) পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। 

বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় সংগঠনটির সভাপতি আলমগীর শামসুল আলামিন (কাজল) বলেন, বাজেট পুনর্বিবেচনা না করলে আগামীতে জমি এবং ফ্ল্যাটের দাম বৃদ্ধি পাবে। কারণ প্রস্তাবিত বাজেটে জমি রেজিস্ট্রেশনকালে উৎসে আয়কর বাড়ানোর কথা বলা হয়েছে। 

এ ছাড়া সিমেন্ট, পাথর, টাইলস, লিফট, সিরামিক, গ্লাস, সুইচ-সকেট, ক্যাবল, কিচেনওয়্যারসহ কমপক্ষে ১০-১২টি পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে। এসব পণ্যের দাম সহনশীল না রাখলে আবাসন শিল্পে সংকট তৈরি হবে।

তিনি বলেন, রিহ্যাব জাতীয় বাজেট উপলক্ষ্যে আবাসনসংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া করলেও প্রস্তাবিত বাজেটে তার কোনো প্রতিফলন হয়নি। অপ্রদর্শিত অর্থের বিনিয়োগ, ফ্ল্যাটের সেকেন্ডারি বাজার ব্যবস্থা চাঙা করতে পুরাতন ফ্ল্যাটে নিবন্ধন ব্যয় কমানো, বিশেষ তহবিল গঠনসহ কোনো দাবির প্রতিফলন হয়নি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিরাজুল আলম খান ]]> https://www.jugantor.com/politics/681660/জীবন-মৃত্যুর-সন্ধিক্ষণে-সিরাজুল-আলম-খান  681660 2023-06-02T13:52:18+06:00 যুগান্তর প্রতিবেদন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিরাজুল আলম খান 

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সিরাজুল আলম খান 

রাজনীতি

যুগান্তর প্রতিবেদন

জীবন শঙ্কায় রয়েছেন বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান (দাদা ভাই)। মাসখানেক ধরে হাসপাতালে চিকিৎসাধীন বর্ষীয়ান এ রাজনীতিককে কেবিন থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয়।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, উনার অবস্থা আশঙ্কাজনক দুপুরের পর থেকেই। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সিরাজুল আলম খানের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার ছোট ভাই ফেরদৌস আলম খান।

মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সিরাজুল আলম খানের বয়স ৮২ বছর। তিনি উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট, ফুসফুসে সংক্রামণসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

গত ৭ মে থেকে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসা চলছিল তার। পরে ২০ মে তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করা হয়।

এর আগে ২০২১ সালে অসুস্থ হয়ে কিছুদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 

মান-অভিমান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অনেকটা নির্বাসিত জীবন কাটানা সাবেক এই জাসদ নেতা। অকৃতদার সিরাজুল আলম খান ঢাকার কলাবাগানে ভাইদের সঙ্গেই থাকেন।

স্বাধীনতালগ্নে তৎকালীন ছাত্রলীগ নেতা সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা স্বাধীনতার নিউক্লিয়াস গঠিত হয়। পরে ছাত্র-তরুণদের আন্দোলন সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তারা। বঙ্গবন্ধুরও ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন এই ছাত্রনেতারা।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির সঙ্গে বিরোধের জের ধরে বাংলাদেশ ছাত্রলীগ ভেঙে দুই ভাগ হয়। এরপর ১৯৭২ সালে সিরাজুল আলম খানের উদ্যোগে রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা হয়।

তিনি কখনও নেতৃত্বে না এলেও জাসদ নেতাদের পরামর্শক হিসেবে তাদের ‘তাত্ত্বিক গুরু’ হিসেবে পরিচিত। তাকে সবাই ‘দাদা ভাই’ নামেই ডাকেন।

সিরাজুল আলম খান কখনও জনসম্মুখে আসতেন না এবং বক্তৃতা-বিবৃতি দিতেন না; আড়ালে থেকে তৎপরতা চালাতেন বলে বাংলাদেশের রাজনীতিতে ‘রহস্য পুরুষ’ হিসেবে পরিচিতি পান।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বাজেটে যেসব নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে]]> https://www.jugantor.com/economics/681659/বাজেটে-যেসব-নতুন-বিষয়-অন্তর্ভুক্ত-হচ্ছে 681659 2023-06-02T13:46:10+06:00 যুগান্তর প্রতিবেদন বাজেটে যেসব নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে

বাজেটে যেসব নতুন বিষয় অন্তর্ভুক্ত হচ্ছে

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কিছু বিষয় নতুন অন্তর্ভুক্ত করা হয়েছে। এর বেশিরভাগই রাজস্ব খাতের। অন্যান্য খাতে এবার নতুন বিষয় অন্তর্ভুক্ত হয়েছে খুবই কম।

এবারের বাজেটে আইএমএফের শর্ত অনুযায়ী কর খাতে ব্যাপক সংস্কার আনা হয়েছে। এর আওতায় কর বাড়ানোর জন্য কর অব্যাহতি মাত্রা ও পরিধি যৌক্তিক করার জন্য একটি জরিপের উদ্যোগ নেওয়া হয়েছে। জরিপের ভিত্তিতে কর অব্যাহতির মাত্রা প্রত্যাহার করা হবে। কোনো কোনো খাতে নতুন কর আরোপ করা হবে।

এবারের বাজেটেই প্রথমবারের মতো মধ্যমেয়াদি রাজস্ব আহরণ কৌশল প্রণয়নের কথা বলা হয়েছে। এর মাধ্যমে রাজস্ব আহরণে দীর্ঘমেয়াদি আগাম পরিকল্পনা করা হবে। সরকারের আয়-ব্যয়ের হিসাবের স্বচ্ছতা প্রতিষ্ঠা ও অপচয় কমাতে এবারের বাজেটেই প্রথমবারের মতো সরকারের রাজস্ব আয় ও ব্যয়ের হিসাব একটি অ্যাকাউন্টে স্থানান্তরের কথা বলা হয়েছে। 

এ লক্ষ্যে অপ্রয়োজনীয় হিসাবগুলো ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হবে। সরকারি সেবা নিলেই আগামী অর্থবছর থেকে কমপক্ষে ২ হাজার টাকা কর গুনতে হবে। এখন ওই সেবা গ্রহীতা যদি করযোগ্য আয় না করেন তারপরও তাকে ওই কর দিতে হবে। এবারই এই বিধান করা হয়েছে।

এবারই স্মার্ট বাংলাদেশের একটি ধারণা দেওয়া হয়েছে। এ খাতে ১০০ কোটি টাকা বরাদ্দও করা হয়েছে। জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে নির্ধারণের কথা এবারই প্রথম বলা হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে এ বিষয়ে একটি পদ্ধতি চালু করা হবে।

বাজেটে এই প্রথমবারের মতো বলা হয়েছে, ডলারের দাম বাজারভিত্তিক করার কথা। আগামী জুলাই থেকে তা চালু করা হবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[‘জাদুর কাঠি আছে আমার কাছে’]]> https://www.jugantor.com/sports/681658/জাদুর-কাঠি-আছে-আমার-কাছে 681658 2023-06-02T13:44:34+06:00 স্পোর্টস ডেস্ক ‘জাদুর কাঠি আছে আমার কাছে’

‘জাদুর কাঠি আছে আমার কাছে’

খেলা

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নিক পোথাস। বাংলাদেশ দলের এই নতুন সহকারী কোচ এবার কাজ করছেন আফগানিস্তান সিরিজ সামনে রেখে। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ছুটি কাটাচ্ছেন। তার অনুপস্থিতিতে পোথাসের তত্ত্বাবধানে অনুশীলন চলছে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

বাংলাদেশের সব পরিকল্পনা ওয়ানডে বিশ্বকাপ নিয়ে। এবার বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ। পোথাস মজা করে বললেন, তার কাছে জাদুর কাঠি আছে। যা দিয়ে বাংলাদেশ দলকে বদলে দেবেন। পোথাস বলেন, ‘অন্য দেশগুলো বিশ্বকাপে কী চায়? আমরাও তাই চাই। আমরাও উচ্চাকাঙ্ক্ষী। বিশ্বকাপে নিজেদের গর্বিত করতে চাই। তবে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকা জিনিস নিয়ে আমরা দুশ্চিন্তা করতে পারি না।’

অক্টোবরে ভারতে বিশ্বকাপে খেলতে নামার আগে আফগানিস্তান, এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবেন তামিম ইকবালরা। পোথাস বলেন, ‘আমাদের ভালো প্রস্তুতি নিতে হবে। প্রতিপক্ষ সম্পর্কে সর্বোচ্চ ধারণা নিয়ে নিজেদের সেরাটা দিতে হবে। বিশ্বকাপ সবসময় চমক নিয়ে আসে। নিজেদের নিয়ে চিন্তা করাই তাই সবচেয়ে ভালো।

আমরা ঠিক পথেই থাকব।’ তিনি বলেন, ‘আমার কাছে জাদুর কাঠি আছে। সেটা দিয়েই বাংলাদেশ দলকে বদলে দিতে চাই... মজা করে বললাম। আসলে, কোনো কিছু দিয়ে রাতারাতি সব বদলে দেওয়া যায় না। আমিও পারব না। এই দলের যে সামর্থ্য আছে, তাতে ভালো না করার কোনো কারণ নেই। আশা করি, ভালো জায়গায় যেতে পারব।’

তাওহিদ হৃদয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলতে দেখা যায় পোথাসকে। পোথাস বলেন, ‘হৃদয় দারুণ! তার ওয়ার্ক এথিকস অবিশ্বাস্য। সফল হওয়ার তাড়না আছে। হৃদয়ের ব্যাপারে রোমাঞ্চকর বিষয় হলো, ওর যা স্কিল, সেটি দিয়ে তার অনেক উঁচুতে যাওয়ার সম্ভাবনা আছে।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[১৩ দিনের ছুটিতে যাচ্ছেন ডিবিপ্রধান হারুন]]> https://www.jugantor.com/capital/681657/১৩-দিনের-ছুটিতে-যাচ্ছেন-ডিবিপ্রধান-হারুন 681657 2023-06-02T13:39:40+06:00 যুগান্তর ডেস্ক ১৩ দিনের ছুটিতে যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

১৩ দিনের ছুটিতে যাচ্ছেন ডিবিপ্রধান হারুন

রাজধানী

যুগান্তর ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ ১৩ দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ (বিপিএম বার) নিজের ও স্ত্রীর চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আগামী ৩ জুন থেকে ১৩ দিন পর্যন্ত ছুটি মঞ্জুর করা হয়েছে।

সেখানে বলা হয়েছে, শর্তানুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এ অর্থবছরে চালু হচ্ছে সর্বজনীন পেনশন]]> https://www.jugantor.com/economics/681656/এ-অর্থবছরে-চালু-হচ্ছে-সর্বজনীন-পেনশন 681656 2023-06-02T13:24:46+06:00 যুগান্তর প্রতিবেদন এ অর্থবছরে চালু হচ্ছে সর্বজনীন পেনশন

এ অর্থবছরে চালু হচ্ছে সর্বজনীন পেনশন

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

২০২৩-২০২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশে সর্বজনীন পেনশন স্কিম চালুর প্রস্তাব করা হয়েছে। বাজেট পেশকালে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আওয়ামী লীগের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তব্যে আমি সর্বজনীন পেনশন পদ্ধতি প্রবর্তনের প্রতিশ্রুতি দিয়েছিলাম। কাজটি এরই মধ্যে অনেকটা এগিয়ে এনেছি। 

মহান জাতীয় সংসদে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩ পাশ হয়েছে। আশা করছি, ২০২৩-২৪ অর্থবছর থেকেই বাংলাদেশে সর্বজনীন পেনশন স্কিম চালু করা সম্ভব হবে। প্রস্তাবিত স্কিমে অন্তর্ভুক্ত হলে ১৮ থেকে ৫০ বছর বয়সি একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের অধিক বয়স্ক একজন সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর পর্যন্ত চাঁদা দেওয়ার সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করতে পারবেন।

এতে প্রবাসে কর্মরত বাংলাদেশি নাগরিকরাও অংশ নিতে পারবেন। পেনশনে থাকাকালীন ৭৫ বছর বয়স পূর্ণ হওয়ার আগে মৃত্যুবরণ করলে পেনশনারের নমিনি পেনশনারের ৭৫ বছর পূর্ণ হওয়ার অবশিষ্ট সময় পর্যন্ত পেনশন পাবেন। চাঁদাদাতা কমপক্ষে ১০ বছরের চাঁদা দেওয়ার আগে মৃত্যুবরণ করলে জমা করা অর্থ মুনাফাসহ নমিনিকে ফেরত দেওয়া হবে। চাঁদাদাতার আবেদনের পরিপ্রেক্ষিতে জমা করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ হিসাবে উত্তোলন করা যাবে। 

তিনি আরও বলেন, পেনশনের জন্য নির্ধারিত চাঁদা বিনিয়োগ হিসাবে গণ্য হবে এবং এর বিপরীতে কর রেয়াত সুবিধা পাওয়া যাবে। এছাড়া মাসিক পেনশন বাবদ প্রাপ্ত অর্থ আয়করমুক্ত থাকবে। সর্বজনীন পেনশন ব্যবস্থার প্রবর্তন প্রধানমন্ত্রীর অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কৌশলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। শিগগির একটি পেনশন কর্তৃপক্ষ গঠন করা হবে এবং প্রয়োজনীয় জনবল নিয়োগের মাধ্যমে এ কর্তৃপক্ষকে কার্যকর করা হবে।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: বাইডেন]]> https://www.jugantor.com/international/681655/চীনের-সঙ্গে-সংঘাত-চায়-না-যুক্তরাষ্ট্র-বাইডেন 681655 2023-06-02T13:13:34+06:00 অনলাইন ডেস্ক চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: বাইডেন

চীনের সঙ্গে সংঘাত চায় না যুক্তরাষ্ট্র: বাইডেন

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত চায় না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বৃহস্পতিবার ইউএস এয়ারফোর্স একাডেমিতে দেওয়া এক ভাষণে বাইডেন এ মন্তব্য করেন। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার কলোরাডো অঙ্গরাজ্যে ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেখানে তিনি ৯২১ জন গ্র্যাজুয়েট ক্যাডেটকে ডিপ্লোমা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে দেওয়া ভাষণে ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট স্নাতকদের সতর্ক করে দেন। রাশিয়া ও চীনের পক্ষ থেকে ক্রমবর্ধমান চ্যালেঞ্জগুলোকে উদ্ধৃত করে তিনি বলেন, তারা ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে পরিষেবা দিতে প্রবেশ করতে চলেছে।

রয়টার্স বলছে, ইউএস এয়ারফোর্স অ্যাকাডেমির স্নাতকদের ওই অনুষ্ঠানের মাঝেই একপর্যায়ে হোঁচট খেয়ে মঞ্চে পড়ে যান জো বাইডেন। এ সময় বিমানবাহিনীর কর্মকর্তাসহ অন্যরা বাইডেনকে সাহায্য করতে ছুটে যান। পরে তাকে উঠে দাঁড়াতে সহায়তা করেন তারা।

এদিকে বৃহস্পতিবারের অনুষ্ঠানে প্রেসিডেন্ট বাইডেন স্পষ্ট করে বলেছেন, সম্পর্কের গভীর টানাপোড়েন সৃষ্টি হলেও চীনের দেওয়া চ্যালেঞ্জ মোকাবিলায় পিছপা হবে না যুক্তরাষ্ট্র।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে সংঘাত বা সংঘর্ষ চায় না। চীন ও যুক্তরাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে সক্ষম হওয়া উচিত, যেখানে আমরা জলবায়ুর মতো কিছু বৈশ্বিক চ্যালেঞ্জের সমাধান করতে পারি।’

একই সঙ্গে যুক্তরাষ্ট্র নিজের এবং তার অংশীদারদের স্বার্থের পক্ষে অটল থাকবে জানিয়ে তিনি আরও বলেন, ‘তবে আমরা জোরালো প্রতিযোগিতার জন্য প্রস্তুত।’

রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থনের ওপরও এদিন জোর দেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘ইউক্রেনের প্রতি আমেরিকান জনগণের সমর্থন কমবে না।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া]]> https://www.jugantor.com/entertainment/681654/শ্লীলতাহানি-চরিত্রে-রাশেদ-ও-ফারিয়া 681654 2023-06-02T13:06:07+06:00 বিনোদন ডেস্ক শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া

শ্লীলতাহানি চরিত্রে রাশেদ ও ফারিয়া

বিনোদন

বিনোদন ডেস্ক

কুরবানির ঈদের জন্য নির্মিত একটি নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন ও অভিনেতা রাশেদ সীমান্ত। নাটকের নাম ‘বিজয়ের গল্প’। এটি একটি সাত পর্বের ধারাবাহিক নাটক।

প্রচার হবে বৈশাখী টিভির ঈদ আয়োজনে। নাটকটি রচনা এবং পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ রোমেল। এর গল্পে দেখা যাবে, অত্যন্ত বিনয়ী নম্র-ভদ্র বিজয়ের বিয়ের আয়োজনের একেবারে শেষ মুহূর্তে তার বিরুদ্ধে এক তরুণী শ্লীলতাহানির অভিযোগ করে।

মুহূর্তের মধ্যে সেই অভিযোগের ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। ভেঙে যায় বিয়ে। পুলিশ খুঁজতে থাকে বিজয়কে। এভাবেই এক অনিশ্চিত পরিণতির দিকে এগিয়ে চলে নাটকের কাহিনি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী]]> https://www.jugantor.com/national/681653/স্যাংশন-মোকাবিলা-করার-যোগ্যতা-বাংলাদেশের-আছে-কৃষিমন্ত্রী 681653 2023-06-02T13:04:00+06:00 যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

স্যাংশন মোকাবিলা করার যোগ্যতা বাংলাদেশের আছে: কৃষিমন্ত্রী

জাতীয়

যুগান্তর প্রতিবেদন, টাঙ্গাইল

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞার হুশিয়ারি নিয়ে কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক বলেছেন, আওয়ামী লীগ মোটেই বিচলিত নয়, কোনো স্যাংশন দিয়ে আমাদের উন্নয়ন ব্যাহত করতে পারবেন না। বাংলাদেশের গণতন্ত্রকে ব্যাহত করতে পারবেন না। আপনারা যত ধরনের স্যাংশনই দেন তা মোকাবিলা করার মতো যোগ্যতা বাংলাদেশের আছে।

শুক্রবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার রাণী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আবদুর রাজ্জাক বলেন, আমরা উন্নয়নের মহাসড়কে। এই গতিকে আমরা আরও বেগবান করব। এই বাজেটের মাধ্যমে উন্নয়নকে আরও গতিময় করব। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশের মানুষকে আরও উন্নত করতে চাই। এই বাজেট বাস্তবসম্মত। অতীতেও আমরা সফল হয়েছি, আগামী দিনেও এই বাজেট প্রণয়ন ও বাস্তবায়নে সফল হব। 

কৃষিমন্ত্রী বলেন, বাজেট বিষয়ে বিএনপি নেতাকর্মীরা গত ১৪ বছর ধরেই বলে আসছেন— এটা উচ্চভিলাষী বাজেট, অবাস্তব বাজেট, কল্পনাভিত্তিক বাজেট। কল্পনাভিত্তিক বাজেট হলে চার লাখ ৮৪ হাজার কোটি টাকা জাতীয় আয় ৪৪ লাখ হতো না। প্রতি বছরই আমরা স্মার্ট বাংলাদেশ ও আধুনিক বাংলাদেশ করার লক্ষ্য নিয়ে বাজেট দিয়েছি। সেই লক্ষ্যে অদম্য গতিতে আমরা এগিয়ে যাচ্ছি। বিদেশি বিভিন্ন পত্রপত্রিকা বলে অদম্য বাংলাদেশ। সেই অদম্য বাংলাদেশে অপ্রতিরোধ্য গতি। 

তিনি বলেন, এই বছরের বাজেটে কৃষিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিনামূল্যে না হলেও অনেক সহযোগিতা দিয়ে কৃষির বিভিন্ন যন্ত্রপাতি কম্বাইন হারভেস্টার আমরা দিচ্ছি। গ্রামীণ ও পল্লী বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য এই বাজেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

মধুপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌর মেয়র সিদ্দিক খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি, সাবেক পৌর মেয়র মাসুদ পারভেজ প্রমুখ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সারার গোপন তথ্য ফাঁস করলেন ভিকি]]> https://www.jugantor.com/entertainment/681652/সারার-গোপন-তথ্য-ফাঁস-করলেন-ভিকি 681652 2023-06-02T12:36:54+06:00 বিনোদন ডেস্ক সারার গোপন তথ্য ফাঁস করলেন ভিকি

সারার গোপন তথ্য ফাঁস করলেন ভিকি

বিনোদন

বিনোদন ডেস্ক

বলিপাড়ায় প্রচলিত আছে— সারা আলি খান নাকি ভীষণ কিপ্টে। সাইফকন্যা প্রয়োজনের বাইরে কোনো খরচ করেন না। এক কথায়— গুনে গুনে টাকা খরচ করেন তিনি।

সম্প্রতি সারার কৃপণতার গোপন কাহিনি সবার সামনে ফাঁস করে দিয়েছেন সহঅভিনেতা ভিকি কৌশল। ভিকি জানান, টাকার জন্যই নাকি মা অমৃতা সিংয়ের সঙ্গে ঝগড়াও করছিলেন সারা।

'জারা হটকে জারা বাঁচকে' ছবির প্রচারে ‘দ্য কপিল শর্মা শোয়ে হাজির হয়েছিলেন সারা।’ সেখানে ভিকি বলেন, ‘শুটের সময় একদিন দেখি সারা, অমৃতা ম্যামের সঙ্গে বাকবিতণ্ডা করছে। এতে আমি কিছুটা বিস্মিত হয়েছিলাম। ভেবেছিলাম কী আবার হলো! তাই সারাকেই জিজ্ঞেস করলাম, তখন সারা বলল— মা ১৬০০ টাকা দিয়ে একটা তোয়ালে কিনেছেন। আর তাতেই নাকি রেগে গেছেন সারা।

ভিকি বলেন, আমি প্রথমে সারার কথায় বিশ্বাস করিনি, তাই আবারও জিজ্ঞেস করলাম ১৬০০ টাকা দিয়ে তোয়ালে কিনেছেন বলে এ ধরনের আচরণ করছ। জবাবে সারা কী বলল জানেন? ও বলল— হ্যাঁ, অবশ্যই ১৬০০ টাকা দিয়ে তোয়ালে কেনার কী আছে? তোয়ালে তো ফ্রিতেই পাওয়া যায়। ব্যাগে তো কত তোয়ালে পড়ে থাকে, ওখান থেকে একটা নিয়ে ব্যবহার করলেই হলো। এমন কথা শুনে ভিকি আর উত্তর দেওয়ার ভাষা খুঁজে পাননি। শুধু ঘাড় নেড়েই নাকি চুপ হয়ে যান।

আবার কপিল শর্মাও বলেন, সারা নাকি এতটাই কৃপণ যে শুটিংয়ের পর সেট থেকেই ডিনার করে বাড়ি ফেরেন।

প্রসঙ্গত, নিজের কিপ্টে হওয়ার কথা সারা নিজেও বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন। এমনকি সারাই একবার বলেছিলেন— তিনি নাকি অনেক টাকা খরচ করে জামাকাপড়ও কেনেন না। অল্প দামের পোশাক কিনেই পরতে পছন্দ করেন তিনি।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ ]]> https://www.jugantor.com/politics/681651/রাজধানীতে-রিজভীর-নেতৃত্বে-বিক্ষোভ  681651 2023-06-02T12:34:44+06:00 যুগান্তর প্রতিবেদন রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ 

রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ 

রাজনীতি

যুগান্তর প্রতিবেদন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। 

‌শুক্রবার সকালে মিছিলটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল, ফকিরাপুল মোড় ঘুরে ফের নয়াপল্টনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। 

মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এতে ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মিছিল থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবির নি:শর্ত মুক্তির দাবিতে স্লোগান দেন নেতাকর্মীরা।

মিছিলে আরও ছিলেন ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের আহবায়ক খালিদ হাসান জ্যাকি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আবুল খায়ের লিটন, জাহাঙ্গীর পাটোয়ারী, কলাবাগান থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, ধানমন্ডি থানা বিএনপির নেতা শফিক ভূইয়া, কাবিল হায়দার চৌধুরী, রফিক ভূইয়া, আনাস হাওলাদার, হাজারীবাগ থানা বিএনপির হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর, শিপলু, সুমন, যুবদল নেতা হাবিবুর রহমান হাবিব, টিপু, চঞ্চল, সুমন, মহিলা দল নেত্রী ফেরদৌসী, সাজেদা, শেপু ছাত্রদল নেতা সাব্বির আহমেদ, মো:মামুন, সাইফুল ইসলাম সেতু,রেজাউল করিম রাব্বি, ফারুকুজ্জামান জুয়েল, রবিন বকাউল, ইয়াছিন আরাফাত, পারভেজ আহমেদ, আবিদ, রফিক, সরিফুল ইসলাম মিলন, রানা মাদবর, ঢাকা মহানগর দক্ষিণ জাসাসের যুগ্ম আহবায়ক মাহফুজ কবির প্রমুখ।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এবার ভারতে যাচ্ছে বাংলাদেশি যে সিনেমা]]> https://www.jugantor.com/entertainment/681650/এবার-ভারতে-যাচ্ছে-বাংলাদেশি-যে-সিনেমা 681650 2023-06-02T12:32:47+06:00 বিনোদন ডেস্ক এবার ভারতে যাচ্ছে বাংলাদেশি যে সিনেমা

এবার ভারতে যাচ্ছে বাংলাদেশি যে সিনেমা

বিনোদন

বিনোদন ডেস্ক

বলিউড সুপারস্টার সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ বাংলাদেশে আসার অনুমতি পেয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স এন ইউ আহম্মদ ট্রেডার্সকে সিনেমাটি আমদানি করার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।

এদিকে আমদানিকারক প্রতিষ্ঠান বিষয়টি জানিয়ে বলেছে, ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমা আমদানির পরিবর্তে বাংলাদেশ থেকে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা ভারতে যাবে।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতীয় চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছে সরকার। বছরে সর্বোচ্চ ১০টি সিনেমা আমদানি করা যাবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। সে ধারাবাহিকতায় শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমার পর সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাটি বাংলাদেশে আসছে। খুব দ্রুতই সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহগুলোতে মুক্তি পাবে।

ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমায় বলিউডের সুপারস্টার সালমান খান ছাড়াও অভিনয় করেছেন পূজা হেগড়ে, ভেঙ্কটেশ দাগুবাতি, জগপতি বাবু, রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, শেহনাজ গিল, ভূমিকা চাওলা, বিজেন্দ্র সিং। সিনেমাটিতে আরআরআর তারকা রামচরণকে একটি বিশেষ ক্যামিও ভূমিকায় দেখা যাবে।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাশিয়ার ছোড়া ৩০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের]]> https://www.jugantor.com/international/681649/রাশিয়ার-ছোড়া-৩০-ক্ষেপণাস্ত্র-ধ্বংসের-দাবি-ইউক্রেনের 681649 2023-06-02T12:32:15+06:00 অনলাইন ডেস্ক রাশিয়ার ছোড়া ৩০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

রাশিয়ার ছোড়া ৩০ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, বৃহস্পতিবার রাতভর রাশিয়ার ছোড়া ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। বিধ্বস্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে কিয়েভের ভবনের ক্ষতি হয়েছে এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

শুক্রবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো একটি টেলিগ্রাম পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। খবর সিএনএনের।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে কিয়েভের ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর দপ্তরের চারপাশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। তার মধ্যে ৩০টির মতো ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

তিনি আরও বলেন, গত ছয় দিনে ইউক্রেনের রাজধানীতে এটি ষষ্ঠবারের মতো হামলা চালিয়েছে রুশ বাহিনী। সর্বশেষ হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উভয়ই ব্যবহার করেছে রাশিয়া।

পপকো বলেন, তিনি ইউক্রেনের বিমান প্রতিরক্ষাব্যবস্থার প্রশংসা করেন। আকাশ থেকে সারফেস ক্ষেপণাস্ত্র এবং ইরানের তৈরি শাহেদ আক্রমণ ড্রোনগুলো প্রতিহত করার জন্য বাহিনীকে ধন্যবাদ জানান।

পপকো বলেন, ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এটা কোনো আপত্তিকর ভিডিও না: তানজিন তিশা]]> https://www.jugantor.com/entertainment/681648/এটা-কোনো-আপত্তিকর-ভিডিও-না-তানজিন-তিশা 681648 2023-06-02T12:26:05+06:00 বিনোদন ডেস্ক এটা কোনো আপত্তিকর ভিডিও না: তানজিন তিশা

এটা কোনো আপত্তিকর ভিডিও না: তানজিন তিশা

বিনোদন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শরিফুল ইসলাম রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে অভিনেত্রী তানজিন তিশা, নাজিফা তুষি এবং সুনেরাহ বিনতে কামালের কয়েকটি আপত্তিকর ছবি ও ভিডিও ফাঁস হয়েছে। 

ঘটনার প্রায় দুদিনের মাথায় ছবি ও ভিডিও ফাঁসের ব্যাপারটি দৃষ্টিগোচর হয় অভিনেত্রী তিশার।

এ অভিনেত্রী তার আপত্তিকর ভিডিও ফাঁসে ক্ষোভ প্রকাশ করেছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন তিনি।

বুধবার রাত সোয়া ১০টায় ফেসবুক ভেরিফায়েড পেজে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি লেখেন— ‘প্রথমত, বিষয়টি দুঃখজনক। এটি নিয়ে আমি বলতে চাই, স্যোশাল মিডিয়ায় আমার যে ভিডিও আপ করা হয়েছে, সেটি আমার একান্তই ব্যক্তিগত ভিডিও। ৬-৭ বছর আগে আমরা বন্ধুরা ফান করে ভিডিওটি করেছিলাম। যেহেতু এটা আমার একান্ত ব্যক্তিগত ভিডিও, তাই এটার এক্সপ্লেনেশন দেওয়ার কিছু আছে বলে মনে করি না। '

তিনি লেখেন, প্রত্যেক মানুষের নিজস্ব জীবন আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, যেটাকে জাজ করার অধিকার অন্য কাউকে আমি দিতেও চাই না। 

এ ভিডিওটি নিয়ে বিভিন্ন চ্যানেল, পত্রিকা, অনালাইন নিউজে, ফেসুবকে গ্রুপে, কমেন্টে বলা হচ্ছে/লেখা হচ্ছে ‘শরিফুল রাজের সঙ্গে তিশার আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’। যথাযথ সম্মান নিয়েই আপনাদের বলছি— এ ভিডিওর মধ্যে শরিফুল রাজ কোথা থেকে এলো? কী গোপনীয়তা এখানে? তার ফেসবুক আইডি থেকে এটি প্রকাশ পেয়েছে বলেই কেন ভাবছেন, সেখানে আমি তার সঙ্গে আছি। ভিডিওতে আমি একা এবং সেটা কোনো আপত্তিকর বা গোপন ভিডিও না। বরং সেটা আমার ব্যক্তিগত মুহূর্তের। সুতরাং ‘আপত্তিকর বা গোপন ভিডিও ফাঁস’ শব্দগুলো কারেকশন করা উচিত। এটা বিব্রতকর এবং অসম্মানজনক।’

প্রসঙ্গত ২৯ মে রাত দেড়টার দিকে শরিফুল রাজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয় ফেসবুকে। সেখানে অভিনেত্রী তানজিন তিশা, চিত্রনায়িকা নাজিফা তুষি ও সুনেরাহ বিনতে কামালকে দেখা যায়। ছড়িয়ে পড়া ভিডিওতে মদ্যপ অবস্থায় দেখা যায় তিশাকে। আর সুনেরাহকে অসংলগ্ন ও অশ্লীল ভাষায় কথা বলতে শোনা গেছে। এ ছাড়া অন্য একটি ভিডিওতে দেখা যায় নাজিফা তুষির দিকে জ্বলন্ত সিগারেট হাতে তাকিয়ে আছেন শরিফুল রাজ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শিল্পীরা অন্যদের মতো অপরাধ-দুর্নীতিতে জড়ায় না: সিদ্দিক]]> https://www.jugantor.com/entertainment/681647/শিল্পীরা-অন্যদের-মতো-অপরাধদুর্নীতিতে-জড়ায়-না-সিদ্দিক 681647 2023-06-02T12:25:12+06:00 বিনোদন ডেস্ক শিল্পীরা অন্যদের মতো অপরাধ-দুর্নীতিতে জড়ায় না: সিদ্দিক

শিল্পীরা অন্যদের মতো অপরাধ-দুর্নীতিতে জড়ায় না: সিদ্দিক

বিনোদন

বিনোদন ডেস্ক

বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসনটি শূন্য হয়ে পড়েছে। সেই আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের হয়ে জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিক। এ নিয়ে অনেকটা কটাক্ষ এবং রোষানলে পড়তে হয় সিদ্দিককে।

সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমে কথা বলেছেন এ অভিনেতা। শিল্পীরা রাজনীতিতে এলে কী উপকার হবে সে বিষয়েও কথা বলেছেন। অভিনেতা বলেন, শিল্পীরা রাজনীতিতে এলে অপরাধ-দুর্নীতিতে কম জড়ায়। গতানুগতিক পরিসংখ্যান দেখলে বোঝা যায়, বাংলাদেশে সে রকম কোনো শিল্পী নেই, যিনি রোলস রয়েস, রেঞ্জ রোভারে চলাফেরা করেন। এমন বড় বড় স্বপ্ন শিল্পীরা কখনই দেখেন না।

বড় বড় স্বপ্ন দেখার সাহসও করেন না। শিল্পীরা সবসময় সীমিত অর্থে জীবন পরিচালনার চেষ্টা করেন। তারা এটা চিন্তা করে— আমি এমন কিছু করব না, যাতে নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়। শিল্পীরা ব্যক্তিত্বে বিশ্বাসী।

তিনি আরও বলেন, সিদ্দিকুর রহমানকে অভিনেতা হিসেবে সারা দেশের মানুষ চেনেন। সেখানে ব্যক্তি সিদ্দিকুর রহমান কখনই চিন্তা করবে না তার কাছে এমপি পদ বড়। তিনি ভাববেন নাট্যকার-অভিনেতা হিসেবে তাকে সবাই চেনেন, ভালোবাসেন; অতএব এমপি পরিচয়ে পরিচিত হওয়ার কিছু নেই। শিল্পীরা এমনটা ভেবে ব্যক্তিত্ব রক্ষায় ব্যক্তিত্ব কলুষিত না করার ভয়ে অবৈধ কাজ করবে না। এ কারণে বলে থাকি— একজন সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ হওয়া এবং শিল্পী থেকে রাজনীতিবিদ হওয়ার মধ্যে পার্থক্য এতটুকু।

তিনি আরও বলেন, একজন শিল্পীর রিপ্লেসমেন্ট যদি একজন শিল্পী হয়, তা হলে অবশ্যই সেই শিল্পী শৈল্পিকভাবে কাজগুলো পরিপূর্ণ করবে। সবচেয়ে বড় কথা— একজন শিল্পীর ধারণা, ভাবনাগুলো কখনো সাধারণ মানুষের সঙ্গে মিলে না, মিলবেও না। আমি যদি এ আসনে সেই সুযোগ পাই, তা হলে ফারুক ভাইয়ের অসম্পূর্ণ কাজগুলো বাস্তবায়ন করব।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বরের বেশে চঞ্চল, শুভেচ্ছা জানানোর কারণ জানালেন পূর্ণিমা]]> https://www.jugantor.com/entertainment/681646/বরের-বেশে-চঞ্চল-শুভেচ্ছা-জানানোর-কারণ-জানালেন-পূর্ণিমা 681646 2023-06-02T12:14:41+06:00 বিনোদন ডেস্ক বরের বেশে চঞ্চল, শুভেচ্ছা জানানোর কারণ জানালেন পূর্ণিমা

বরের বেশে চঞ্চল, শুভেচ্ছা জানানোর কারণ জানালেন পূর্ণিমা

বিনোদন

বিনোদন ডেস্ক

ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন ছিল বৃহস্পতিবার। ১৯৮৪ সালের ১ জুন পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

টেলিভিশন ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই সমান জনপ্রিয় এ অভিনেতা। সংস্কৃতিমনা অভিনেতার জন্মদিনে ভক্ত-শুভাকাঙ্ক্ষী থেকে ইন্ডাস্ট্রির তারকা অভিনয়শিল্পীরা শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সেই ধারাবাহিকতায় জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে ‘আয়নাবাজি’খ্যাত অভিনেতার সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ক্যাপশনে লেখেন— ‘বহু প্রতিভাবান ও শক্তিশালী অভিনেতা চঞ্চল চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা।’ এর পর যুক্ত করেন, ‘শুভ জন্মদিন বাবু।’

এ ছাড়া চিত্রনায়িকার পোস্ট করা ছবিতে দেখা যায়, একটি বিয়ের সাজে রয়েছেন চঞ্চল-পূর্ণিমা। যেখানে অভিনেত্রীকে নববধূ সাজে এবং চঞ্চল চৌধুরীকে বর সাজে দেখা গেছে। আর এ ছবিটি কোনো শুটিংয়ের সময় তোলা।

মজার বিষয় হচ্ছে— কেউ কেউ কৌতূহল বশত ছবিটি নিয়ে জানতে চেয়েছেন, কেন বিয়ের ছবি দিয়েই জন্মদিনের শুভেচ্ছা জানানো হলো ‘কারাগার’ ওয়েব সিরিজের তারকাকে।

একই প্রশ্ন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশির। তিনি পূর্ণিমার সেই পোস্টে মন্তব্যের ঘরে লেখেন— ‘সবাই দেখি চঞ্চলের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করতেছে।’

এতে অবশ্য সাড়াও দিয়েছেন লাস্যময়ী নায়িকা। এ চিত্রনায়িকা জবাবে লেখেন, ‘কারণ বাকি ছবিগুলোতে আপনি আছেন আপা।’

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[ওয়ারীতে ১০ কোটি টাকার সরকারি বাড়ি উদ্ধার]]> https://www.jugantor.com/capital/681645/ওয়ারীতে-১০-কোটি-টাকার-সরকারি-বাড়ি-উদ্ধার 681645 2023-06-02T12:02:24+06:00 যুগান্তর প্রতিবেদন ওয়ারীতে ১০ কোটি টাকার সরকারি বাড়ি উদ্ধার

ওয়ারীতে ১০ কোটি টাকার সরকারি বাড়ি উদ্ধার

রাজধানী

যুগান্তর প্রতিবেদন

ঢাকার ওয়ারীতে ১০ কোটি টাকা মূল্যের একটি সরকারি বাড়ি দখলকারীদের কাছ থেকে উদ্ধার করেছে জেলা প্রশাসন। 

মহানগরের কোতোয়ালি রাজস্ব সার্কেলাধীন ওয়ারী মৌজার ৪৩, ৪৩/২, ৪৩/৩ নং লালচান মুকিম লেনের ভিপি তিন তলাবিশিষ্ট বাড়িটি দীর্ঘদিন অবৈধভাবে কিছু দুষ্কৃতকারী দখল করে রেখেছিল। উচ্ছেদ অভিযানের মাধ্যমে বাড়িটি উদ্ধার করে দখলে নিয়েছে জেলা প্রশাসন। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৯২/১৯৭২ কেইসমূলে লিজকৃত এসএ ২২০৯নং খতিয়ানের ৬১৮৩ দাগের ০.০৪৯২ একর ভূমিসহ তিন তলা বাড়িটি সরকারি স্বার্থসংশ্লিষ্ট অর্পিত ক তালিকাভুক্ত সম্পত্তি। অর্পিত ক তালিকাভুক্ত লিজকৃত সম্পত্তি হওয়া স্বত্ত্বেও লিজ নবায়ন না করে দীর্ঘদিন অবৈধভাবে দখলে রাখে চক্রটি। জেলা প্রশাসন থেকে বারবার লিজ নবায়নের তাগিদ দেওয়া সত্ত্বেও লিজ মানি পরিশোধ না করায় লিজ বাতিল করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব শিবলী সাদিক জানান, ঢাকা জেলার সব অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। সরকারি স্বার্থ সংরক্ষণে জেলা প্রশাসনের উচ্ছেদ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিগত ছয় মাসে কয়েক হাজার কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। একটি কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে পর্যায়ক্রমে ঢাকার সব অবৈধ দখলে থাকা সরকারি সম্পত্তি উদ্ধারের কাজ চলমান রয়েছে বলে জানান শিবলী সাদিক।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?]]> https://www.jugantor.com/entertainment/681644/বিচ্ছেদের-পর-নতুন-কোন-সম্পর্কে-জড়ালেন-তিয়াসা 681644 2023-06-02T11:24:16+06:00 বিনোদন ডেস্ক বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?

বিচ্ছেদের পর নতুন কোন সম্পর্কে জড়ালেন তিয়াসা?

বিনোদন

বিনোদন ডেস্ক

‘বাংলা মিডিয়াম’ সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিয়াসা রায়। প্রথম সিরিয়ালের পরই স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় নায়িকার। তিন বছরের দাম্পত্যে ইতি টেনেছেন অনেক দিন হলো। 
 
সাবেক স্বামীর মাধ্যমেই স্টুডিওপাড়ার সঙ্গে পরিচয় হয় তিয়াসার। প্রথম সিরিয়াল ‘কৃষ্ণকলি’র পর নীল ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী। মাঝেমাঝেই তাদের একসঙ্গে রিল ভিডিও তৈরি করতে দেখা যায়।

নতুন সিরিয়ালটি শুরুর পরই তৈরি হয়েছিল নতুন গু়ঞ্জন। সেই সময়ই নীল ও তৃণা সাহার সম্পর্ক নিয়ে তৈরি হয়েছিল নানা জল্পনা। শোনা গিয়েছিল, নায়িকা তিয়াসার সঙ্গে বিশেষ বন্ধুত্ব গড়ে উঠেছে নীলের। যদিও সেই বিষয়ে কোনো মন্তব্য করেননি দুজনের কেউ-ই। স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদের পর রাজনৈতিক মিছিলে হাঁটতেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

আনন্দবাজার অনলাইনকে তিয়াসা বলেন, সবাইকে তো বলছি— ভালো ছেলে খুঁজে দিতে। কেউ দিচ্ছে না। বিচ্ছেদের পর আমি এখন শুধু মন দিয়ে কাজ করে যেতে চাই। প্রেম নিয়ে ভাবার কোনো সময় নেই। আর রাজনৈতিক মিছিলে দেখা গেলেও রাজনীতি নয়, অভিনয়েই মন দিতে চাই আপাতত।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[মেক্সিকোর গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ]]> https://www.jugantor.com/international/681643/মেক্সিকোর-গিরিখাতে-মিলল-৪৫-ব্যাগ-মানব-দেহাবশেষ 681643 2023-06-02T10:56:25+06:00 অনলাইন ডেস্ক মেক্সিকোর গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

মেক্সিকোর গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে এসব ব্যাগ খুঁজে পাওয়ার পর পুলিশ সেগুলো উদ্ধার করে।

সেখানে ঠিক কতজনের মৃতদেহের অংশ আছে তা এখনো জানা যায়নি। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকান কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি গিরিখাতে মানুষের দেহাবশেষ সম্বলিত ৪৫টি ব্যাগ খুঁজে পেয়েছে। মূলত গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। এসময় তারা এসব মৃতদেহ খুঁজে পান।

বিবিসি বলছে, উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মৃতদেহের অংশ রয়েছে। এছাড়া সেখানে মৃতদেহের সংখ্যা ঠিক কত তা এখনো জানা যায়নি। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকাণ্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জলিসকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় এক বিবৃতিতে বলেছে, নিখোঁজ সাতজনের সন্ধানের বিষয়ে একটি তথ্য পাওয়ার পর মেক্সিকান কর্মকর্তারা মিরাডোর দেল বস্ক গিরিখাতে অনুসন্ধান শুরু করে এবং একপর্যায়ে সেখানে তারা মানবদেহের অঙ্গসহ এসব ব্যাগ খুঁজে পায়।

অগ্নিনির্বাপক দল ও সিভিল ডিফেন্স পুলিশ এবং হেলিকপ্টার ক্রুদের একটি দল ঘটনাস্থলে দেহাবশেষ উদ্ধারের জন্য কাজ করছে। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকৃত ব্যাগে মৃতদেহের সংখ্যা, তারা কারা এবং তাদের মৃত্যুর কারণ নির্ধারণে তারা কাজ চালিয়ে যাবেন।

এছাড়া নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীর সন্ধান পেতে কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

জাতিসংঘ এটিকে ‘বিশাল অনুপাতের মানবিক ট্র্যাজেডি’ বলে অভিহিত করেছে।

সরকারি তথ্য বলছে, ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন মেক্সিকোতে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে অনেক মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব মানুষের তিন-চতুর্থাংশ পুরুষ এবং এক-পঞ্চমাংশের বয়স ১৮ বছরের কম।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পদে পদে কর আর ভ্যাটের জাল]]> https://www.jugantor.com/economics/681642/পদে-পদে-কর-আর-ভ্যাটের-জাল 681642 2023-06-02T10:48:35+06:00 যুগান্তর প্রতিবেদন পদে পদে কর আর ভ্যাটের জাল

পদে পদে কর আর ভ্যাটের জাল

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

আগামী (২০২৩-২৪) অর্থবছরের বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে বহুজাতিক ঋণদাতা সংস্থা আইএমএফ’র শর্ত পূরণ করতে গিয়ে অর্থমন্ত্রী এবার কঠোর হয়েছেন নিম্ন থেকে উচ্চ-সবস্তরের মানুষের ওপর। অর্থ সংগ্রহের দিকে দিয়েছেন বেশি নজর। যে কারণে পদে পদে ফেলছেন ভ্যাট ও করের জাল। এতে মানুষের দুর্দশা ও দুর্ভোগ বাড়বে, প্রায় সব ধরনের পণ্যের দামে গরম হয়ে উঠবে বাজার। তবে বেশ ঠান্ডা হবে আইএমএফ।

সরকার আয় বাড়াতে নজর দিয়েছে ভ্যাট, আমদানি শুল্ক, সম্পূরক ও সুনির্দিষ্ট শুল্কের ওপর। ক্ষেত্র বিশেষ নতুন ভ্যাট আরোপ করা হয়েছে। উৎপাদন ও আমদানি পর্যায়ে সর্বনিম্ন ২ থেকে ২০ শতাংশ পর্যন্ত ভ্যাট, আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও সুনির্দিষ্ট শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। স্থানীয়ভাবে তৈরি মোবাইল ফোন, আমদানিকৃত এলপি গ্যাস, চশমার ফ্রেম ও বাইসাইকেলের দাম বাড়বে। 

এছাড়া গৃহস্থালিসামগ্রীর ক্ষেত্রে বাসাবাড়িতে ব্যবহৃত প্লাস্টিকের তৈরি সব ধরনের টেবিলওয়্যার, কিচেনওয়্যার, গৃহস্থালিসামগ্রী উৎপাদনে ৫ শতাংশ থেকে ৭ দশমিক ৫০ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই হারে অ্যালুমিনিয়ামের তৈরি গৃহস্থালিসামগ্রী ও তৈজসপত্রের (হাঁড়ি-পাতিল, থালাবাসন) ভ্যাট বাড়ানো হচ্ছে। 

কিচেন টাওয়াল, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু, ফেসিয়াল টিস্যু/পকেট টিস্যু ও পেপার টাওয়াল উৎপাদনে ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৭ দশমিক ৫০ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেন এবং উচ্চ সিসির গাড়িতে খরচ বাড়বে। এছাড়া নির্মাণ ব্যয় বাড়বে। বিশেষ করে সিমেন্ট, শিরিষ কাগজ, আঠা বা গ্লুসহ খাদ্যসামগ্রী মাছের টুকরা, চিজ ও দই, চা-কফিমেট, গ্যাস লাইটারের দাম বাড়বে।

প্রস্তাবিত বাজেটে বিরিয়ানি-তেহারির প্রধান উপকরণ বাসমতি চাল আমদানিতে ভ্যাট বসানো হচ্ছে। এতে চালের দাম বাড়বে। সুস্বাস্থ্যের জন্য বাদাম-খেজুর খান অনেকে। বাজেটে তাজা ও শুকনা খেজুর আমদানিতে ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হচ্ছে। দেশে বাদাম চাষকে উৎসাহিত করতে কাজুবাদাম আমদানিতে শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করা হচ্ছে। সব ধরনের সিগারেটের দাম বাড়ানো হচ্ছে।

মোবাইল ফোনকে বিলাসী পণ্য বিবেচনায় নিয়ে ভ্যাট আরোপ করা হয়েছে। বর্তমানে মোবাইল ফোন উৎপাদনে ভ্যাট অব্যাহতি আছে, সেখানে ২ শতাংশ, সংযোজন পর্যায়ে ৫ শতাংশ এবং ৭ দশমিক ৫০ শতাংশ ভ্যাট আরোপ করার প্রস্তাব দেওয়া হয়েছে।

অন্যদিকে শূন্য আয় (করযোগ্য সীমার নিচে বার্ষিক আয়) দেখিয়ে আগে রিটার্ন জমা দেওয়া গেলেও আগামী দিনে স্লিপ (প্রাপ্তিস্বীকারপত্র) পেতে ন্যূনতম দুই হাজার টাকা কর দিতে হবে। আর রিটার্ন জমার স্লিপ না নিলে সঞ্চয়পত্র কেনা এবং ব্যাংক ঋণ নেওয়া যাবে না। ব্যবসার ট্রেড লাইসেন্স, গাড়ির ফিটনেস নবায়ন, গ্যাস-বিদ্যুৎ সংযোগ, বাড়ির নকশা অনুমোদনসহ সব মিলিয়ে সরকারি-বেসরকারি ৪৪ ধরনের সেবা পাওয়া যাবে না।

তবে মূল্যস্ফীতি বিবেচানায় কিছুটা স্বস্তি দিয়েছেন ব্যক্তি শ্রেণির আয়কর সীমায়। পুরুষদের করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা এবং নারী ও ৬৫-ঊর্ধ্ব চার লাখ টাকা, প্রতিবন্ধীর ৪ লাখ ৭৫ হাজার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নন লিস্টেট কোম্পানির এক ব্যক্তি কোম্পানির কর হার ২৫ শতাংশ থেকে কমিয়ে ২২ দশমিক ৫ শতাংশ, আইপিওর মাধ্যমে হস্তান্তর হলে তালিকাভুক্তি কোম্পানির কর হার ২২ দশমিক ৫০ শতাংশ থেকে নামিয়ে ২০ শতাংশ। তবে করপোরেট কর হার অপরিবর্তিত রয়েছে।

নানামুখী চাপের মধ্যে দাঁড়িয়েও ‘স্মার্ট বাংলাদেশের দিকে’ যাত্রার প্রত্যাশা রেখে ভোটের আগে রেকর্ড ঘাটতির যে বাজেট প্রস্তাব করেছেন, তার ১৭ শতাংশের বেশি ব্যাংক থেকে ঋণ নিয়ে জোগাড় করতে হবে। ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন এর মধ্যে ৫ লাখ ৩ হাজার ৯০০ কোটি টাকা রাজস্ব খাত থেকে জোগান দেওয়ার পরিকল্পনা রয়েছে। যা বাস্তবায়ন করা হবে বড় চ্যালেঞ্জ। তারপরও তার আয় ও ব্যয়ের হিসাবে সামগ্রিক ঘাটতি থাকবে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকার বেশি, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

আগামী অর্থবছরে ৬টি চ্যালেঞ্জ দেখছেন অর্থমন্ত্রী। এরমধ্যে অপরিশোধিত তেল, প্রাকৃতিক গ্যাস ও বিশ্ববাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি মোকাবিলা। বাকিগুলো হচ্ছে-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, লেনদেনর ভারসাম্য পরিস্থিতি উন্নয়ন ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখা। এই চ্যালেঞ্জ উত্তরণের জন্য রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেছেন।

অর্থমন্ত্রী বলেন, আমি স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ শুরু করেছি। একটি সাশ্রয়ী, টেকসই, উদ্ভাবনী, বুদ্ধিদীপ্ত ও জ্ঞাননির্ভর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ভিত তৈরি করে দিয়েছে। এর ওপর দাঁড়িয়ে ২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ গঠনে বর্তমান উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সলোনা কোথায়?]]> https://www.jugantor.com/sports/681641/বিশ্বের-সবচেয়ে-দামি-ক্লাব-রিয়াল-মাদ্রিদ-বার্সলোনা-কোথায় 681641 2023-06-02T10:47:29+06:00 স্পোর্টস ডেস্ক বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সলোনা কোথায়?

বিশ্বের সবচেয়ে দামি ক্লাব রিয়াল মাদ্রিদ, বার্সলোনা কোথায়?

খেলা

স্পোর্টস ডেস্ক

ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ টানা দ্বিতীয় বছর বিশ্বের সবচেয়ে দামি ক্লাবগুলোর তালিকায় শীর্ষে উঠে এসেছে। ফোর্বস ম্যাগাজিন বিশ্বের সবচেয়ে দামি ৩০ ক্লাবের তালিকা প্রকাশ করেছে। 

যেখানে রিয়াল মাদ্রিদের পরই রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং তিনে আছে বার্সেলোনা। সেরা দশে জায়গা পেয়েছে বায়ার্ন মিউনিখ, পিএসজি ও টটেনহ্যাম। এর মধ্যে ফ্রান্সের কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজি’কে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ক্লাব অ্যাখ্যা দেওয়া হয়েছে।  

ফোর্বসের হিসাব অনুসারে, এ মুহূর্তে রিয়ালের বাজারমূল্য ৬.০৭ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬৫ হাজার ৯০ কোটি ৮৫ লাখ টাকার বেশি। ম্যানইউর বাজারমূল্য ৬ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৬৪ হাজার ৬৪০ কোটি টাকার বেশি। ফুটবল ক্লাবগুলোর মধ্যে ৬ বিলিয়ন ডলার মূল্যের ক্লাব শুধু এ দুটিই।

এ ছাড়া স্প্যানিশ ক্লাব বার্সেলোনার বর্তমান বাজারমূল্য ৫.৫১ বিলিয়ন ডলার। চারে থাকা ইংলিশ ক্লাব লিভারপুলের বাজারমূল্য ৫.২৯ বিলিয়ন ডলার। পাঁচে থাকা ম্যানচেস্টার সিটির মূল্য ৪.৯৯ বিলিয়ন ডলার। বায়ার্ন মিইনিখের ৪.৮৬ বিলিয়ন ডলার। সাতে থাকা পিএসজির বাজারমূল্য ৪.২১ বিলিয়ন ডলার। 

এর মধ্যে পিএসজিতে নতুন বিনিয়োগ আসবে বলে মনে করা হয়। পিএসজি তাদের কিছু স্বত্ব বিক্রি করে দেবে। তাতে করে তাদের রেভিনিউ বাড়বে। আটে থাকা চেলসির মূল্য ৩.১ বিলিয়ন ডলার, টটেনহ্যাম ২.৮ ও আর্সেনালের বাজারমূল্য ২.২৬ বিলিয়ন ডলার। 

ফোর্বস তাদের প্রতিবেদনে বলেছে, ‘স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ সর্বশেষ ৯টি চ্যাম্পিয়নস লিগের পাঁচটিতে ফাইনাল খেলেছে এবং প্রতিটি জিতেছে। এ ছাড়া সিক্স স্ট্রিট ও লিজেন্ডসের সঙ্গে ২০ বছরের চুক্তির কারণে তাদের রেভিনিউ বিপ্লব ঘটেছে।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না: পরীমনি]]> https://www.jugantor.com/entertainment/681640/এবার-কিন্তু-আমি-আর-ছেড়ে-কথা-বলব-না-পরীমনি 681640 2023-06-02T10:35:14+06:00 বিনোদন ডেস্ক এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না: পরীমনি

এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না: পরীমনি

বিনোদন

বিনোদন ডেস্ক

তিন অভিনেত্রী ও স্বামী শরিফুল রাজের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দেন এই চিত্রনায়িকা। সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে পরীমনি লেখেন— ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।

ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লেখেন, এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।

এমন স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কার উদ্দেশে এমনটি লিখলেন নায়িকা? পরীমনি কারও নাম না বললেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে সিনিয়র একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। এর আগেই সিনিয়র সেই নায়িকা পরীমনির বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[শাকিবের সঙ্গে শুটিং করে প্রাণ ভরে গেছে: ইধিকা]]> https://www.jugantor.com/entertainment/681639/শাকিবের-সঙ্গে-শুটিং-করে-প্রাণ-ভরে-গেছে-ইধিকা 681639 2023-06-02T10:30:18+06:00 বিনোদন ডেস্ক শাকিবের সঙ্গে শুটিং করে প্রাণ ভরে গেছে: ইধিকা

শাকিবের সঙ্গে শুটিং করে প্রাণ ভরে গেছে: ইধিকা

বিনোদন

বিনোদন ডেস্ক

আসন্ন সিনেমা ‘প্রিয়তমা’য় ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বিপরীতে চিত্রনায়িকা শবনম বুবলীর অভিনয়ের গুঞ্জন ছিল। কিন্তু তা হয়নি। পরে কলকাতার ছোটপর্দার অভিনেত্রী ইধিকা পাল কাজ করছেন। তবে এটি ইধিকার প্রথম সিনেমা। ক্যারিয়ারে প্রথম সিনেমার কাজ করার অভিজ্ঞতা গণমাধ্যমে শেয়ার করেছেন।

বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে কলকাতার এই অভিনেত্রী বলেন, ‘শুরুতে নার্ভাস থাকলেও শুটিং করে প্রাণ ভরে গেছে। কোনো চাপ অনুভব করছি না। বরং ‘প্রিয়তমা’র জার্নি দারুণভাবে উপভোগ করছি।’

শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে ইধিকা বলেন, প্রথম বাংলাদেশে শুটিং করতে আসার আগেই জেনেছি শাকিব খান এখানকার সুপারস্টার। সে কলকাতায় একাধিক ছবি করেছেন। তাই আগে থেকে শাকিব খান নামটা পরিচিত ছিল।

তার সঙ্গে নতুন পরিবেশে কাজ করব— এটা ভেবে শুরুতে নার্ভাস ও মানসিক চাপে ছিলাম। কিন্তু বাংলাদেশে আসার পর সবাই এত মাই ডিয়ার বিহ্যাভ ও টেককেয়ার করেছে, আমি জাস্ট মুগ্ধ হয়েছি।

ইধিকা আরও বলেন, শাকিব খান যেহেতু এ দেশের বড় স্টার আমি ভেবেছিলাম সে ফ্রেন্ডলি কম হবে এবং একটা মুড নিয়ে থাকবে। হয়তো সেভাবে কথা বলতে চাইবে না। কিন্তু বিশ্বাস করুন আমি দেখলাম সে খুবই বিনয়ী, দুর্দান্ত হেল্পফুল কো-অ্যাক্টর।

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পাচার করা টাকা ফেরানোর সুযোগ আর থাকছে না]]> https://www.jugantor.com/economics/681638/পাচার-করা-টাকা-ফেরানোর-সুযোগ-আর-থাকছে-না 681638 2023-06-02T10:24:49+06:00 যুগান্তর প্রতিবেদন পাচার করা টাকা ফেরানোর সুযোগ আর থাকছে না

পাচার করা টাকা ফেরানোর সুযোগ আর থাকছে না

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

‘সাধারণ ক্ষমায়’ কম আয়কর দিয়ে বিদেশে পাচার করা টাকা দেশে ফেরানোর সুযোগ আর থাকছে না। একইসঙ্গে বিদেশে রক্ষিত স্থাবর সম্পদ রিটার্নে প্রদর্শনের সুযোগও বাতিল হচ্ছে। 

এ দুটো বিশেষ সুবিধার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হচ্ছে। কাঙ্ক্ষিত সাড়া না পাওয়ায় প্রস্তাবিত বাজেটে এ বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল কোনো নির্দেশনা দেননি।

চলতি বাজেটে সবচেয়ে আলোচিত বিষয় ছিল সাধারণ ক্ষমায় বিনাপ্রশ্নে বিদেশে পাচার করা টাকা ফেরত আনার সুযোগ দেওয়া। ২০২২-২৩ প্রস্তাবিত বাজেটে তিনভাবে ট্যাক্স অ্যামনেস্টি দেওয়া হয়। 

প্রথমত বিদেশে স্থাবর সম্পত্তি রিটার্নে ১৫ শতাংশ আয়কর দিয়ে প্রদর্শন। দ্বিতীয়ত ১০ শতাংশ কর দিয়ে অস্থাবর সম্পত্তির প্রদর্শন এবং তৃতীয়ত কেউ বিদেশ থেকে টাকা দেশের আনলে সেই টাকার ওপর ৭ শতাংশ কর দিয়ে আয়কর রিটার্নে প্রদর্শন। 

বাজেট ঘোষণার পর সব মহলের তীব্র সমালোচনার কারণে সরকার সিদ্ধান্ত থেকে সরে আসে। শুধুমাত্র ৭ শতাংশ কর দিয়ে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত পাচার করা ফেরানোর সুযোগ বহাল রাখে। 

এদিকে গত ১০ মাসে একজনও পাচার করা টাকা দেশে না ফেরানোয় এনবিআর ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুবিধাটি উঠিয়ে দিতে চাচ্ছে। তাই অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় এ বিষয়ে কোনো দিক-নির্দেশনা দেননি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন]]> https://www.jugantor.com/international/681637/আবারও-হোঁচট-খেয়ে-পড়ে-গেলেন-বাইডেন 681637 2023-06-02T10:18:50+06:00 অনলাইন ডেস্ক আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

আবারও হোঁচট খেয়ে পড়ে গেলেন বাইডেন

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে দেশটির বিমানবাহিনীর একাডেমিতে বসেছে ক্যাডেটদের জমকালো স্নাতক সমাপনী উৎসব। অনুষ্ঠানের মধ্যমণি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হঠাৎ মঞ্চে পড়ে যান বাইডেন। আকস্মিক এ ঘটনা হতবাক করে দেয় উপস্থিত সবাইকে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় বৃহস্পতিবার। তবে পড়ে গিয়েও আঘাত পাননি বাইডেন। তাৎক্ষণিক পরিস্থিতি সামলে নিয়েছেন তিনি। হাসিমুখে উঠে দাঁড়িয়ে নিজের আসনে গিয়ে বসেছেন ৮০ বছর বয়সী এই রাষ্ট্রপ্রধান।

এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মূলধারার সংবাদমাধ্যমগুলো ফলাও করে এ ঘটনা প্রচার করছে। এক ভিডিওতে দেখা যায়, সদ্য স্নাতক শেষ করা ক্যাডেটদের উদ্দেশ্যে সূচনা বক্তব্য দেন বাইডেন। এক ক্যাডেটের সঙ্গে হাত মেলানো শেষে ফিরছিলেন নিজের আসনে। হঠাৎই মঞ্চের ওপর মুখ থুবড়ে পড়ে যান তিনি।

কয়েক মুহূর্তের মধ্যে ঘটে যায় পুরো ঘটনা। ভিডিওতে দেখা যায়, মার্কিন বিমানবাহিনীর এক সদস্য বাইডেনকে তুলতে ছুটে যান। তবে বাইডেন উঠে দাঁড়িয়ে মৃদু হেসে নিজের আসনে গিয়ে বসেন।

এ ঘটনার পর হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক বেন লাবোল্ট টুইট করে জানান, প্রেসিডেন্ট বাইডেন পুরোপুরি সুস্থ আছেন। মঞ্চে ছোট কিছু একটার সঙ্গে পা লেগে পড়ে গিয়েছিলেন তিনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতে হোঁচট খেয়েছেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে প্রবীণ প্রেসিডেন্ট বাইডেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, বাইডেন পুরোপুরি সুস্থ রয়েছেন। এমনকি আগামী বছর যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। এ নির্বাচনে জয় পেলে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন তিনি।

এর আগে ২০২০ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে জয়ী হওয়ার পর পা ভেঙেছিল বাইডেনের। ওই সময় পোষা কুকুরের সঙ্গে খেলতে গিয়ে তার পা ভাঙে। প্রেসিডেন্ট হওয়ার পর এয়ারফোর্স ওয়ানের সিঁড়িতেও একবার পড়ে গিয়েছিলেন বাইডেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, ২ নারীসহ আটক ৪]]> https://www.jugantor.com/country-news/681636/প্রবাসী-ব্যারিস্টারের-বাড়িতে-অনৈতিক-কর্মকাণ্ড-২-নারীসহ-আটক-৪ 681636 2023-06-02T10:12:02+06:00 ধামরাই (ঢাকা) প্রতিনিধি প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, ২ নারীসহ আটক ৪

প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে অনৈতিক কর্মকাণ্ড, ২ নারীসহ আটক ৪

সারাদেশ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে প্রবাসী ব্যারিস্টারের বাড়িতে মিনি পতিতালয় বানিয়ে নারীদের দিয়ে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে জনতার হাতে আটক হয়েছেন দুই যুবক ও দুই নারী। পরে তাদের চারজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে। 

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার কসলয়মপুর বাজার এলাকার কাঠপট্টি তিন রাস্তার মোড়ে খুরশেদ আলম নামে লন্ডন প্রবাসী এক ব্যারিস্টারের বাড়িতে এ ঘটনাটি ঘটেছে।  

আটককৃতরা হলেন— আল আমিন হোসেন, জাহাঙ্গীর আলম, পপি আক্তার ও সাথী আক্তার। আল আমিন ও জাহাঙ্গীরের বাড়ি মানিকগঞ্জ জেলার সদর থানার লেবুবাড়ী ইউনিয়ন সদরে। আর পপি ও সাথী আক্তারের বাড়ি সাটুরিয়া এলাকায়।

স্থানীয়রা জানান, লন্ডন প্রবাসী ওই ব্যারিস্টারের বাড়িতে পপি ও সাথী ভাড়া নিয়ে মিনি পতিতালয় বানিয়ে দেহব্যবসা করে আসছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই বাড়িতে দুই যুবককে ঢুকতে দেখে এলাকাবাসী তাদের আটক করে। তারা প্রথমে ভাইবোন ও পরে স্বামী স্ত্রীর পরিচয় দিলে এলাকাবাসীর সন্দেহ হয়। 

পরে তারা বিষয়টি ধামরাই থানার ওসি পুলিশ পরিদর্শক হারুণ অর রশীদের কাছে অবহিত করেন। এর পর তিনি ঘটনাস্থলে এসআই তৈমুরকে পাঠালে জনতার হাতে আটক চারজনকে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে এসআই তৈমুর বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক চারজনকে থানায় নিয়ে আসি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[তুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ]]> https://www.jugantor.com/national/681635/তুরস্ক-গেলেন-রাষ্ট্রপতি-মো.-সাহাবুদ্দিন  681635 2023-06-02T09:52:22+06:00 যুগান্তর প্রতিবেদন তুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 

তুরস্ক গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন 

জাতীয়

যুগান্তর প্রতিবেদন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তুরস্কের নবনির্বাচিত প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ছয় দিনের এক সরকারি সফরে আজ রাতে আঙ্কারার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসসকে বলেন, তুরস্ক সরকারের আমন্ত্রণে রাষ্ট্রপতি আঙ্কারার প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে আগামী ৩ জুন বিকাল ৫টায় (তুরস্কের স্থানীয় সময়) শপথ অনুষ্ঠানে যোগ দেবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ (ফ্লাইট নং- বিজি ২০৭) রাষ্ট্রপতি, তার স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং তার সফরসঙ্গীদের নিয়ে গতকাল রাত ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আঙ্কারা এসেনবোগা বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যায়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, কূটনৈতিক কোরের ডীন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, সংশ্লিষ্ট সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বঙ্গভবনের দেওয়া সূচি অনুযায়ী, রাষ্ট্রপতি সফরকালে আঙ্কারার কানকায়া প্রাসাদে প্রেসিডেন্ট এরদোগান আয়োজিত একটি আনুষ্ঠানিক নৈশভোজে অংশ নেবেন। উচ্চ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কয়েকটি কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

তুরস্ক সফরকালে  রাষ্ট্রপতি আঙ্কারায় ‘শেরাটন আঙ্কারা হোটেলে’ অবস্থান করবেন।

আগামী ৬ জুন সন্ধ্যায় একটি ভিভিআইপি উড়োজাহাজে (ফ্লাইট নং বিজি ২০৮) দেশে ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের। 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কাকে করুণা না করার ইঙ্গিত দিলেন পরীমনি]]> https://www.jugantor.com/entertainment/681634/কাকে-করুণা-না-করার-ইঙ্গিত-দিলেন-পরীমনি 681634 2023-06-02T09:45:03+06:00 বিনোদন ডেস্ক কাকে করুণা না করার ইঙ্গিত দিলেন পরীমনি

কাকে করুণা না করার ইঙ্গিত দিলেন পরীমনি

বিনোদন

বিনোদন ডেস্ক

স্বামী শরিফুল রাজের ফেসবুক থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় দুদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।

এরই মধ্যে বৃহস্পতিবার বিকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রহস্যময় এক স্ট্যাটাস দিয়েছেন এ চিত্রনায়িকা। সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ না করে পরীমনি লেখেন— ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।’

ক্ষোভ প্রকাশ করে পরীমনি আরও লেখেন— ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’

এমন স্ট্যাটাস দেখে অনেকেই ভাবছেন, কার উদ্দেশে এমনটি লিখলেন নায়িকা? পরীমনি কারও নাম না বললেও দেশের কয়েকটি সংবাদমাধ্যম তাদের খবরে সিনিয়র একজন নায়িকার কথা উল্লেখ করেছেন। এর আগেই সিনিয়র সেই নায়িকা পরীমনির বাড়ি-গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার]]> https://www.jugantor.com/economics/681633/এক-সপ্তাহে-রিজার্ভ-কমল-৫-কোটি-ডলার 681633 2023-06-02T09:06:42+06:00 যুগান্তর প্রতিবেদন এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার

এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার

অর্থনীতি

যুগান্তর প্রতিবেদন

এক মাসের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরও দেড় টাকা বাড়িয়েছে। ফলে এখন ডলার বিক্রি হচ্ছে ১০৬ টাকা করে। এক মাস আগে ছিল ১০৪ টাকা ৫০ পয়সা। 

বৃহস্পতিবার থেকে নতুন বাড়তি দর কার্যকর করেছে। ওইদিন কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে নতুন দামে ৪ কোটি ৫০ লাখ ডলার বিক্রি করেছে।

সূত্র জানায়, কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের খরচ আরও বাড়বে। কেননা কেন্দ্রীয় ব্যাংক থেকে ডলার কিনে বাণিজ্যিক ব্যাংকগুলো আমদানির দায় ও বৈদেশিক ঋণ পরিশোধ করে।

এর আগে ২ মে কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম দেড় টাকা বাড়িয়ে ১০৪ টাকা ৫০ পয়সা করে। ২ মের আগে তারা ডলার বিক্রি করত ১০৩ টাকা করে।

বৃহস্পতিবার থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোও ডলারের নতুন দাম কার্যকর করেছে। ওইদিন থেকে রপ্তানি বিল এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা ও রেমিট্যান্স ৫০ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা দরে কিনছে। রপ্তানি, রেমিট্যান্স ও কেন্দ্রীয় ব্যাংক ডলারের দাম বাড়ানোর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার কেনার খরচ বেড়ে যাবে। ফলে সোমবার থেকে আমদানিতেও ডলারের দাম বেড়ে যাবে। এতে আমদানির খরচ বাড়বে।

এক সপ্তাহে রিজার্ভ কমল ৫ কোটি ডলার : দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও সামান্য কমেছে। গত এক সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমেছে ৫ কোটি ডলার। বৃহস্পতিবার দিনের শুরুতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২ হাজার ৯৯২ কোটি ডলার। এর এক সপ্তাহ আগে ২৫ মে রিজার্ভ ছিল ২ হাজার ৯৯৭ কোটি ডলার। বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে খরচ বেশি হওয়ায় রিজার্ভ কমছে। এক বছরের হিসাবে রিজার্ভ কমেছে ১ হাজার ২২৮ কোটি ডলার। গত বছরের ৩১ মে রিজার্ভ ছিল ৪ হাজার ২২০ কোটি ডলার।

রেমিট্যান্স কমেছে ১০ শতাংশ : চলতি অর্থবছরের মে মাসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স কমেছে ১০ দশমিক ২৭ শতাংশ। গত মে মাসে রেমিট্যান্স এসেছে ১৬৯ কোটি ডলার। গত বছরের একই মাসে এসেছিল ১৮৮ কোটি ডলার। গত এপ্রিলে রেমিট্যান্স এসেছিল ১৬৮ কোটি ডলার। এপ্রিলের তুলনায় মে মাসে রেমিট্যান্স ১ কোটি ডলার বেড়েছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় কমেছে ১৯ কোটি ডলার।

এদিকে রেমিট্যান্স কমায় রিজার্ভে চাপ আরও বাড়তে পারে। কারণ রেমিট্যান্স কমায় ব্যাংকে ডলারের প্রবাহ কমে যাবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[এবার পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার]]> https://www.jugantor.com/international/681632/এবার-পিটিআইয়ের-প্রেসিডেন্ট-গ্রেফতার 681632 2023-06-02T08:57:56+06:00 অনলাইন ডেস্ক এবার পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

এবার পিটিআইয়ের প্রেসিডেন্ট গ্রেফতার

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রেসিডেন্ট পারভেজ এলাহীকে গ্রেফতার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। 

বৃহস্পতিবার লাহোরে পারভেজ এলাহীর বাসভবনের বাইরে থেকে দুর্নীতিবিরোধী সংস্থার কর্মকর্তারা তাকে গ্রেফতার করেছেন। খবর জিও নিউজের।

এলাহীর মুখপাত্র পিটিআইয়ের এই নেতাকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত সপ্তাহে শারীরিক সমস্যার কথা জানিয়ে আদালতে হাজির না হওয়ায় দেশটির দুর্নীতিবিরোধী আদালত তার অন্তর্বর্তীকালীন জামিন বাতিল করে। তার পরই তাকে গ্রেফতারের এ ঘটনা ঘটেছে।

পাকিস্তানের গুজরাট জেলার জন্য বরাদ্দকৃত উন্নয়ন তহবিল থেকে ৭ কোটি রুপি আত্মসাতের এক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন আদালতের বিচারক এলাহীর বুকে ব্যথা অনুভব করার দাবি করে জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেটকে ভুয়া বলে ঘোষণা করেছে।

জিও নিউজের সঙ্গে আলাপকালে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী আমির মীর বলেন, দুর্নীতিবিরোধী পুলিশ দুর্নীতির এক মামলায় এলাহীকে খুঁজছিল। তিনি বলেন, নিজের বাসভবন থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ পিটিআইয়ের এই প্রেসিডেন্টের গাড়ি আটক করে এবং তাকে হেফাজতে নেয়।

মন্ত্রী আরও বলেন, গ্রেফতারের সময় দলটির নেতাকর্মীরা বাধা দেওয়ার চেষ্টা করেছে। তার পরও পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম: রাজ]]> https://www.jugantor.com/entertainment/681631/পরীর-সঙ্গে-সংসার-টিকবে-কিনা-বলতে-পারবেন-চয়নিকা-ও-গিয়াস-উদ্দিন-সেলিম-রাজ 681631 2023-06-02T08:49:06+06:00 বিনোদন ডেস্ক পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম: রাজ

পরীর সঙ্গে সংসার টিকবে কিনা বলতে পারবেন চয়নিকা ও গিয়াস উদ্দিন সেলিম: রাজ

বিনোদন

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁসের ঘটনায় আলোচনায় কেন্দ্রে এসেছে স্ত্রী পরীমনির সঙ্গে তার সম্পর্ক এখন কোন পর্যায়ে। এ নিয়ে পরীমনির তরফ থেকে জানা যায়, তার স্বামী রাজ ১০ দিনের বেশি সময় ধরে বাসাতেই নেই। এমনকি তিনি জানিয়েছেন, এটি বিচ্ছেদের ইঙ্গিত কিনা তাও বুঝতে পারছেন না।

বৃহস্পতিবার এক সংবাদমাধ্যম পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে কথা বলেছেন রাজ। সেই সাক্ষাৎকারে পরীমনির সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের সম্পর্ক কোন পর্যায়ে বা টিকবে কিনা তা বলতে পারবেন চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম।  

বর্তমানে আপনাদের সম্পর্ক কোন পর্যায়ে রয়েছে— এমন এক প্রশ্নের জবাবে রাজ বলেন, ‘সেটি নিয়েও কথা বলতে রাজি নই আমি।’

বিয়েবিচ্ছেদের দিকে যাচ্ছে কিনা? জানতে চাইলে এ অভিনেতা বলেন, ‘সেটিও জানি না।’

সাক্ষাৎকারের এই পর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়— তা হলে কে জানে? এর জবাবে রাজ বলেন, ‘আমার থেকে ভালো জানে চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম। তারা এটা ভালো বলতে পারবেন। তাদের সঙ্গে কথা বলুন।’

আপনাদের সম্পর্কটি সামনের দিকে এগোবে নাকি এখানেই ইতি ঘটবে? এই প্রশ্নের জবাবেও এই দুই নির্মাতার নাম নেন রাজ। তিনি বলেন, ‘সেটি চয়নিকা চৌধুরী ও গিয়াস উদ্দিন সেলিম বলতে পারবেন। এ নিয়ে আমি মন্তব্য করতে চাই না।’

নিজের সিদ্ধান্ত বিষয় জানতে চাইলে রাজ বলেন, ‘আমার চেয়ে আমার স্ত্রীর সিদ্ধান্ত আগে জানা গুরুত্বপূর্ণ। ও কী চায় সেটি জানা দরকার। সে যেটা চাইবে সেটিই চূড়ান্ত। তিনি থাকতে চাইলে থাকবে, না চাইলে বিচ্ছেদ। আমি আমার স্ত্রীকে নিয়ে কোনো ধরনের মন্তব্য করতে রাজি নই।’

© JUGANTOR.COM
]]>
<![CDATA[দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩]]> https://www.jugantor.com/international/681630/দোনেৎস্কে-ইউক্রেনীয়-বাহিনীর-হামলায়-নিহত-৩ 681630 2023-06-02T08:32:49+06:00 অনলাইন ডেস্ক দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩

দোনেৎস্কে ইউক্রেনীয় বাহিনীর হামলায় নিহত ৩

আন্তর্জাতিক

অনলাইন ডেস্ক

দোনেৎস্কে বিভিন্ন স্থানে ইউক্রেনীয় বাহিনীর ৮৪টি হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন বলে জানিয়েছে স্ব-ঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক (ডিপিআর)।

বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ হামলা চলে বলে সংগঠনটি নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৮৪ গোলাগুলির ঘটনা ঘটিয়েছে। দোনেৎস্ক শহরের পেট্রোভস্কি জেলায় দুজন এবং হরলিভকা শহরের সেন্ট্রালনো-মিস্কি জেলায় একজনসহ তিনজন বেসামরিক লোক নিহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০৮ ও ২০১৩ সালে জন্ম নেওয়া শিশুসহ চারজন বেসামরিক লোক আহত হয়েছেন।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি সকালে রুশ বাহিনী ইউক্রেনে আক্রমণ শুরু করে। পুতিন ইউক্রেনকে অসামরিকীকরণ ও ডিনাজিফাই করার জন্য একটি বিশেষ সামরিক অভিযান চালানোর ঘোষণা করেন। কয়েক মিনিট পরে, রাজধানী কিয়েভসহ ইউক্রেনের সর্বত্র ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা হয়, এর পরেই একাধিক দিক থেকে একটি বড় স্থল আক্রমণ শুরু হয়। এখনো চলছে এই যুদ্ধ। যুদ্ধে ৬০ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে পালিয়েছেন। পুতিন দখল করেছেন ইউক্রেনের চারটি রাজ্য।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাজধানীতে আগুনের ঘটনায় নিহত ১]]> https://www.jugantor.com/capital/681530/রাজধানীতে-আগুনের-ঘটনায়-নিহত-১ 681530 2023-06-02T04:29:38+06:00 যুগান্তর প্রতিবেদন রাজধানীতে আগুনের ঘটনায় নিহত ১

রাজধানীতে আগুনের ঘটনায় নিহত ১

রাজধানী

যুগান্তর প্রতিবেদন

রাজধানী ঢাকার শ্যামলীতে বহুতল ভবনে লাগা আগুনের ঘটনায় একজন নিহত হয়েছেন। তাকে ভবনের ১৯তলা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি একজন পুরুষ।

আগুন নিয়ন্ত্রণে আসার পর গণমাধ্যমে ব্রিফ করেছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। 

তিনি বলেছেন, আগুন লাগার কারণ তদন্ত করে জানাবে ফায়ার সার্ভিস

এর আগে রাত ২টা ৪ মিনিটে রূপায়ণ শেলফোর্ড নামক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। 

তার আগে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এর আগে ভবনটির সাত তলায় আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।

আগুন লাগার ঘটনায় ভবনটি থেকে প্রথমে ১৬ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। পরবর্তীতে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। সর্বশেষ ২৩ জনকে উদ্ধারের খবর পাওয়া যায়। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট বাড়ানো হয়। সবমিলিয়ে ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাজধানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৩]]> https://www.jugantor.com/capital/681515/রাজধানীতে-ভবনের-আগুন-নিয়ন্ত্রণে-উদ্ধার-২৩ 681515 2023-06-02T02:29:29+06:00 যুগান্তর প্রতিবেদন রাজধানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৩

রাজধানীতে ভবনের আগুন নিয়ন্ত্রণে, উদ্ধার ২৩

রাজধানী

যুগান্তর প্রতিবেদন

রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ২টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। মোট ১৩টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। 

এর আগে বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার এর আগে ভবনটির সাত তলায় আগুন লাগার তথ্য নিশ্চিত করেন।

আগুন লাগার ঘটনায় ভবনটি থেকে প্রথমে ১৬ জনকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। পরবর্তীতে আরও একজন পুরুষকে উদ্ধার করা হয়। সর্বশেষ ২৩ জনকে উদ্ধারের খবর পাওয়া গেছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাজাহান শিকদার জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট বাড়ানো হয়। সবমিলিয়ে ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[পুলিশ পরিচয়ে সিকিউরিটি গার্ডের ৫ বিয়ে!]]> https://www.jugantor.com/capital/681495/পুলিশ-পরিচয়ে-সিকিউরিটি-গার্ডের-৫-বিয়ে 681495 2023-06-02T02:11:45+06:00 মিরপুর (ঢাকা) প্রতিনিধি  পুলিশ পরিচয়ে সিকিউরিটি গার্ডের ৫ বিয়ে!

পুলিশ পরিচয়ে সিকিউরিটি গার্ডের ৫ বিয়ে!

রাজধানী

মিরপুর (ঢাকা) প্রতিনিধি 

রাজধানীর মিরপুরে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে শাকিল হোসেন (৩১) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার  বিকেলে মিরপুর  ২ নম্বর মনিপুর কাঠালতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাকিল সিকিউরিটি গার্ডের চাকরি করেন। কিন্তু তিনি পুলিশ পরিচয় দেন এবং এই পরিচয়েই তিনি ৫টি বিয়ে করেন!

গ্রেফতার শাকিল নওগাঁ জেলার বদলগাছি উপজেলার থুপ শহর এলাকার আব্দুল জলিলের ছেলে।

পুলিশ জানায়, শাকিল একজন প্রতারক। তার নাম শাকিল হলেও সে সবাইকে পরিচয় দেন রানা নামে। একটি বেসরকারি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি করলেও সে নিজেকে পরিচয় দেয় পুলিশের উপ সহকারী পরিদর্শক বা এএসআই হিসেবে। 

মানুষ যাতে বিশ্বাস করে, তাই এই নামে সে আইডি কার্ড বানিয়েছে, পুলিশের ক্যাপ বানিয়েছে, পুলিশের জুতা এবং ওয়াকিটকিও কিনেছেন। এই ভুয়া পরিচয়েই সে বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক গড়ে। এর পর বিয়ের নামে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে থাকতো। এর পর কিছুদিন থাকার পর পালিয়ে যায়। এভাবে সে ৫টি বিয়ে করেছে। 

একইভাবে সে ঢাকার বাড্ডা এলাকার এক তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে নিয়ে যায় মিরপুর। বিয়ে করবে বলে ৫০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেয়। এর পর নিজে নিজেই বিয়ে সেড়ে ফেলে। কিন্তু বিয়ের কিছু দিন পরই তার গতিবিধি সন্দেহজনক ঠেকে ওই তরুণীর কাছে। এর পর তিনি বিষয়টি জানান পুলিশের কাছে। 

মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন,   জিজ্ঞাসাবাদে আসামি শাকিল প্রতারণার কথা স্বীকার করেছে। তার বাসা থেকে ১টি পুলিশ আইডি কার্ড, ১টি ওয়ারলেস সেট, ১টি পুলিশ ক্যাপ, ১ জোড়া পুলিশের জুতা, ১টি ৫০ (পঞ্চাশ) টাকা সমমূল্যের নন জুডিসিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জিয়াউর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পীর গান]]> https://www.jugantor.com/entertainment/681466/জিয়াউর-রহমানকে-নিয়ে-অস্ট্রেলিয়ান-সঙ্গীত-শিল্পীর-গান 681466 2023-06-02T01:50:26+06:00 যুগান্তর ডেস্ক জিয়াউর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পীর গান

জিয়াউর রহমানকে নিয়ে অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পীর গান

বিনোদন

যুগান্তর ডেস্ক

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে গান গেয়েছেন অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী অ্যাশলে। ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার উদ্যোগে এ গান পরিবেশিত হয়েছে।

জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্মমভাবে প্রাণ হারান। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। 

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গানের মাধ্যমে তার কথা স্মরণ করে গানটি বাংলাদেশের জনগণকে উৎসর্গ করেন।

অস্ট্রেলিয়ান সঙ্গীত শিল্পী অ্যাশলের কণ্ঠে উচ্চারিত হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার লড়াইয়ের এক উজ্জ্বল দৃষ্টান্ত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। স্বাধীনতা পরবর্তী অস্থির সময়ে জিয়াউর রহমান একজন শক্তিসম্পন্ন রাষ্ট্রনায়ক হিসেবে বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করেছেন। জিয়াউর রহমান স্পষ্ট কণ্ঠে জনগণের ক্ষমতায়নের ঘোষণা প্রদান করে তা বাস্তবায়িত করেছেন তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে। জিয়াউর রহমান বাঙ্গালী জাতির স্বাধীনটা পরবর্তী স্বপ্নগুলো বাস্তবে পরিণত করেছেন তাঁর নিরলস পদক্ষেপগুলোর মাধ্যমে যা এখনো বহির্বিশ্বের কাছে বাংলাদেশের মাথা উঁচু করে রাখে। 

এই বিষয়ে ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ বলেন, জিয়াউর রহমান হচ্ছেন বাংলাদেশের আইকন। তাঁর পথনির্দেশনা আমাদের আজকে এই চরম দুর্ভোগের সময় আশার আলো জ্বালায়। তিনি আমাদের পথনির্দেশনা দিয়ে গেছেন কিভাবে গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে হয়। 

ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ আরও বলেন, একটি স্বাধীন দেশের মানুষ মতপ্রকাশের অধিকার পায় ভোটের মাধ্যমে, কিন্তু সেই অধিকার এই দেশ থেকে কেড়ে নিয়েছে বর্তমান ফ্যাসিবাদী সরকার। এই সরকার যত দিন ক্ষমতায় আছে, তত দিন শুধু ভোট নয়, খাদ্য, জীবন, জ্বালানি কোনো কিছুরই নিরাপত্তা নেই। 

ভয়েস ফর বাংলাদেশ ডেমোক্রেসি অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট কায়াস মাহমুদ খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর প্রতি দোয়া করার আবেদন জানান। এবং তাঁর মুক্তির জন্য সোচ্চার হতে বাংলাদেশের জনগণের কাছে আবেদন জানিয়েছেন।

গানটির সার্বিক ব্যবস্থাপনায় আরও ছিলেন মোহাম্মাদ রাশেদুল হক (সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি), মোহাম্মাদ খাইরুজ্জামান লিঙ্কন (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি), শফিকুল ইসলাম রিবলু (সাবেক সহ-সভাপতি, জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, সদস্য-যুবদল কেন্দ্রীয় কমিটি)। 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[সৌন্দর্য নারীকে আত্মবিশ্বাসী করে তোলে: বিদ্যা সিনহা মিম]]> https://www.jugantor.com/entertainment/681453/সৌন্দর্য-নারীকে-আত্মবিশ্বাসী-করে-তোলে-বিদ্যা-সিনহা-মিম 681453 2023-06-02T01:34:39+06:00 বিনোদন ডেস্ক সৌন্দর্য নারীকে আত্মবিশ্বাসী করে তোলে: বিদ্যা সিনহা মিম

সৌন্দর্য নারীকে আত্মবিশ্বাসী করে তোলে: বিদ্যা সিনহা মিম

বিনোদন

বিনোদন ডেস্ক

সৌন্দর্য নারীকে আত্মবিশ্বাসী করে তোলে বলে মন্তব্য করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। 

তিনি বলেন, সৌন্দর্য নারীকে কনফিডেন্ট করে তোলে তাই এগিয়ে যেতে সৌন্দর্যের দিকে গুরুত্ব দিতে হবে। সুন্দর্য মানে শুধু ত্বক ফর্সা নয় মনটাও সুন্দর হতে হবে।  আমি যে প্রোডাক্ট এর সাথে কাজ করি সেই প্রোডাক্ট আগে নিজে ব্যবহার করি। কারন আমি জানি আমাকে দেখে মানুষ প্রোডাক্ট ব্যবহার করবে তাই আমারও কিছু দায়বদ্ধতা থেকে যায়। তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানের সঙ্গে পরিচয় আমার আরো আগে থেকে কিন্তু এখন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করলাম। আমরা যারা প্রতিদিন  মেকআপ নিয়ে থাকতে হয়, রোদে পড়তে হয় সেজন্য আমাদের স্কিন কেয়ার টা খুবই জরুরী। আগে বাংলাদেশে এত ভালো বিউটি কেয়ার ছিল না, আমাদের বাহিরে যেতে হতো এখন বাংলাদেশে বিশ্বমানের এই  বিউটি কেয়ার প্রোডাক্ট রয়েছে এটা আমাদের জন্য খুবই ভালো কথা।

স্কিন অ্যান্ড বিউটি কেয়ার প্রোডাক্ট বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তির অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

বাংলাদেশে অ্যাস্থেটিক বিউটিফিকেশনের পাইওনিয়ার বায়োজিন কসমেসিউটিক্যালসের ঢাকা মিরপুরের ডিওএইচএস এ অবস্থিত প্রধান কার্যালয়ে বুধবার এ চুক্তি স্বাক্ষর করেন মিম।

আগামী এক বছরের জন্য বায়োজিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এ নন্দিত অভিনেত্রী।

প্রসঙ্গত, বর্তমান সময়ের অন্যতম অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। দেড় দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। ’পরাণ’, ‘দামাল’সহ বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। পাশাপাশি কাজ করেছেন ইউনিসেফ সহ বেশ কয়েকটি কোম্পানির শুভেচ্ছাদূত হিসেবে। এবার বায়োজিনের শুভেচ্ছাদূত হলেন এই অভিনেত্রী। 

আসছে ঈদে ৫ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘অন্তর্জাল’। এরই মধ্যে ছবির পোস্টার উন্মোচন করা হয়েছে। সাইবার থ্রিলার গল্প নিয়ে ছবিটি নির্মাণ করেছেন দীপংকর দীপন। এতে মিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সিয়াম, সুনেহরা প্রমুখ।
এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’। এতে মিমের বিপরীতে দেখা যাবে অভিনেতা এস এফ নাঈমকে। সিরিজটি যৌথভাবে পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাজধানীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট]]> https://www.jugantor.com/capital/681429/রাজধানীতে-২০তলা-ভবনে-আগুন-নিয়ন্ত্রণে-১৩-ইউনিট 681429 2023-06-02T01:32:56+06:00 যুগান্তর প্রতিবেদন রাজধানীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানীতে ২০তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট

রাজধানী

যুগান্তর প্রতিবেদন

রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় একটি ২০তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপায়ণ শেলটেক নামক ভবনে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। 

ভবনটির সাত তলায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এদিকে ভবন থেকে আরও একজনকে উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৪ নারীসহ ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ৬টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। পরে পরিস্থিতি বিবেচনায় আরও কয়েকটি ইউনিট বাড়ানো হয়। বর্তমানে ১৩টি ইউনিট আগু নেভানোর কাজ করছে।

আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে বলেও জানান তিনি।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[রাজধানীতে ২০তলা ভবনে আগুন]]> https://www.jugantor.com/capital/681428/রাজধানীতে-২০তলা-ভবনে-আগুন 681428 2023-06-02T01:03:47+06:00 যুগান্তর প্রতিবেদন রাজধানীতে ২০তলা ভবনে আগুন

রাজধানীতে ২০তলা ভবনে আগুন

রাজধানী

যুগান্তর প্রতিবেদন

রাজধানী ঢাকার শ্যামলী এলাকায় একটি ২০তলা ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে রূপায়ণ শেলটেক নামক ভবনে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। 

ভবনটির সাত তলায় আগুন লেগেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ১১টা ২৫ মিনিটে নিয়ন্ত্রণ কক্ষে আগুন লাগার খবর আসে। ১১টা ৩৫ এ ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

ভবন থেকে এখন পর্যন্ত ৪ নারীসহ ১৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, ৬টি ইউনিট বর্তমানে কাজ করছে। পরিস্থিতি বিবেচনায় ইউনিটের সংখ্যা বাড়তে পারে। আগুন নিয়ন্ত্রণে এলে এ বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।
 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[অভিনব চোর, গরু জবাই করে মাংস চুরি!]]> https://www.jugantor.com/country-news/681427/অভিনব-চোর-গরু-জবাই-করে-মাংস-চুরি 681427 2023-06-02T00:53:01+06:00 চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি অভিনব চোর, গরু জবাই করে মাংস চুরি!

অভিনব চোর, গরু জবাই করে মাংস চুরি!

সারাদেশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণে দুই কৃষকের ২টি গরু জবাই করে চামড়া ও ভুঁড়ি রেখে মাংস নিয়ে গেছে চোর চক্র। বৃহস্পতিবার সকালে শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

থানার অভিযোগ সূত্র ও গরুর মালিক মো. সামছুল হক মাঝির ছেলে আবুল কালামের মাধ্যমে জানা যায়, বুধবার রাত ১১টার সময় তিনি শশীভূষণ বাজার থেকে বাড়িতে এসে প্রতিদিনের মতো গরু দেখতে গোয়াল ঘরে যান। গোয়াল ঘরে সব কিছু ঠিকঠাক থাকায় সেখান থেকে গিয়ে রাতের খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। 

আবুল কালাম বলেন, এর পর বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার গরু নাই। পরে সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি, একই ওয়ার্ডের এক কিলোমিটার দূরে জনৈক বারেক হাওলাদার বাড়ির পূর্ব পাশে বিলের মাঝে দুটি গরুর চামড়া ও ভুঁড়ি পড়ে আছে। সেখানে গিয়ে গরুর চামড়া ও রশি দেখে আমার গরু চিহ্নিত করি।

সেখানেই একটু পাশেই পড়ে থাকা আরেকটি গরুর ভুঁড়ি দেখা যায়। পরে সেটাও জানতে পারি, একই ওয়ার্ডে আমার পার্শ্ববর্তী প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী কুলসুম বেগমের গরু। এ ঘটনায় শশীভূষণ থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী গরুর মালিকরা।

স্থানীয়দের ধারণা, চোর চক্র গভীর রাতে গরু দুটি বাড়ি থেকে এনে বিলের মধ্যে জবাই করে গোস্ত নিয়ে গেছে। তবে চোর চক্র যাওয়ার সময় একটি ধারালো ছুরি ও এক জোড়া জুতা রেখে গেছে। তারা আরও জানান, ২টি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা।

শশীভুষণ থানার ওসি মিজানুর রহমান পাটোয়ারী বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে চিহ্নিত করা যায়নি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আশা করি, খুব শিগগিরই দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[কেরানীগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার]]> https://www.jugantor.com/country-news/681426/কেরানীগঞ্জে-ভুয়া-এএসপি-গ্রেফতার 681426 2023-06-02T00:31:15+06:00 কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি কেরানীগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার

কেরানীগঞ্জে ভুয়া এএসপি গ্রেফতার

সারাদেশ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সহকারী পুলিশ সুপার পরিচয়ে প্রতারণার অভিযোগে লিটন খান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এ সময় তার কাছ থেকে এএসপি লেখা দুটি ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার ভাওয়ারভিটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকার আজিজুল হকের ছেলে। এ ঘটনায় র‌্যাব-১০ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু কাউছার বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এনায়েত কবির সোয়েব জানান, গ্রেফতারের সময় লিটনের কাছে পুলিশের দুটি ভুয়া পরিচয়পত্র পাওয়া গেছে। একটিতে লেখা- সহকারী পুলিশ সুপার আল নাহিয়ান প্রিন্স, স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ।

 অপরটিতে লেখা রয়েছে- সহকারী পুলিশ সুপার, ডিএমপি হেডকোয়ার্টার। দুটি ভুয়া পরিচয়পত্র ছাড়াও তার কাছ থেকে দুটি ভুয়া এনআইডি, ২টি পেনড্রাইভ, ৩টি মডেম, নগদ ৫০ হাজার টাকা ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তি প্রতারক চক্রের সক্রিয় সদস্য। সে বেশ কিছু দিন যাবৎ কেরাণীগঞ্জসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় সাময়িক বাসা ভাড়া নিয়ে অবস্থান এবং পুলিশের এএসপি পরিচয় প্রদান করে জনসাধারণের মূল্যবান জিনিসপত্র প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করে আসছিল।

© JUGANTOR.COM
]]>
<![CDATA[জাতীয় বাজেট ২০২৩-২৪]]> https://www.jugantor.com/todays-paper/budget-2023-24/681629/জাতীয়-বাজেট-২০২৩২৪ 681629 2023-06-02T00:00:00+06:00 জাতীয় বাজেট ২০২৩-২৪

জাতীয় বাজেট ২০২৩-২৪

জাতীয় বাজেট ২০২৩-২৪

জাতীয় বাজেট ২০২৩-২৪

 

© JUGANTOR.COM
]]>
<![CDATA[আয়-ব্যয় ও ঘাটতির চিত্র]]> https://www.jugantor.com/todays-paper/budget-2023-24/681628/আয়ব্যয়-ও-ঘাটতির-চিত্র 681628 2023-06-02T00:00:00+06:00 আয়-ব্যয় ও ঘাটতির চিত্র

আয়-ব্যয় ও ঘাটতির চিত্র

জাতীয় বাজেট ২০২৩-২৪

আয়-ব্যয় ও ঘাটতির চিত্র