মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত
দগ্ধ শরীর নিয়েও শিশুদের বাঁচানোর চেষ্টা করেন মাহরিন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলের সমন্বয়ক মাহরিন চৌধুরী। শিশুদের হাত ধরে স্কুলফটক পার করানো তার নিত্যদিনের কাজ। সোমবার দুপুরে সেখানেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় তার শরীরের ৮০ ভাগই দগ্ধ হয়। ওই অবস্থায় তিনি শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। মাহরিন এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) মৃত্যুর সঙ্গে লড়ছেন।
স্বামী মনসুর হেলাল বলেন, মাহরিনের পা থেকে মাথা পর্যন্ত পুরো শরীরই ঝলসে গেছে। চিকিৎসকরা ৮০ ভাগ বললেও আমার মনে হচ্ছে শতভাগ দগ্ধ। মাহিন এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। নিবিড় পরিচর্যাকেন্দ্রে নেওয়ার আগে স্বামীর সঙ্গে কথা বলেছেন তিনি। মনসুর হেলাল বলেন, ‘মাহরিন জানিয়েছে- স্কুল ছুটির পর বাচ্চাদের নিয়ে বের হচ্ছিল। ঠিক তখনই ফটকের সামনে বিমানটি বিধ্বস্ত হয়। নিজে দগ্ধ হলেও সে সময় সে বাচ্চাদের বাঁচানোর চেষ্টা করে। মাহরিন এখন বেঁচে থাকার লড়াই করছে।’ হাসপাতালের বার্ন ইউনিটের সামনে দাঁড়িয়ে আছেন তার স্বামী। পরিবার, সহকর্মী ও শিক্ষার্থীরা মাহরিনের জন্য দোয়া চেয়েছেন।
