শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সারা দেশে বিক্ষোভ
শিক্ষা বোর্ড ও সড়ক অবরোধ
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় হতাহতের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ নানা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার চট্টগ্রাম, বরিশাল, সিলেট, যশোর, ময়মনসিংহ দিনাজপুর, কুমিল্লা ও নীলফামারীতে তারা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও সড়ক অবরোধ করেন। এর মধ্যে চট্টগ্রাম, সিলেট, যশোর, দিনাজপুর কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করা হয়। শিক্ষার্থীদের দাবিগুলো হলো-মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, হতাহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, গভীর রাতে চলমান এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদ, শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের পদত্যাগ, শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে অপসারণ, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু করা ইত্যাদি। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে তালা লাগিয়ে এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে প্রধান ফটকে দুপুর ১২টার দিকে তালা দেয় বিক্ষুব্ধরা। পরে তারা দুপুর দেড়টার দিকে মুরাদপুরে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় ওই সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইলিয়াছ উদ্দিন আহাম্মদ যুগান্তরকে বলেন, ‘বোর্ডের প্রধান ফটকে তালা দিয়ে প্রায় এক ঘণ্টা বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। কিন্তু আমার কাছে আনুষ্ঠানিকভাবে কোনো দাবি-দাওয়া দেয়নি। আমি প্রতিনিধি পাঠিয়েছিলাম, তাদের সঙ্গেও তারা কোনো কথা বলেনি।’
তিনি আরও বলেন, ‘আমি নিজে গিয়ে পরে তাদের সঙ্গে কথা বলেছি। তবে তারা যে দাবিতে বোর্ডের প্রধান ফটকে তালা দিয়েছে সেই দাবির বিষয়ে বোর্ডের কিছু করার নেই। বিষয়টি তাদের বুঝিয়ে বলার পর তারা চলে যায়।’
বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১টা থেকে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদের সামনের মহাসড়কে আটকে বিক্ষোভ করেন তারা। বরিশাল-ঢাকাসহ স্থানীয় সব রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুই প্রান্তে যানবাহন আটকে যাত্রী ভোগান্তি হয়।
সিলেট : সিলেটের মসজিদগুলোতে মঙ্গলবার ও আজ বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তারা মিছিল নিয়ে শিক্ষা বোর্ডের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে। প্রায় ৩ ঘণ্টা পর সন্ধ্যায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
যশোর : যশোর শিক্ষা বোর্ড ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা ১১টার দিকে এইচএসসি পরীক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শিক্ষা বোর্ড ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। প্রায় ৩ ঘণ্টা বিক্ষোভ চলাকালে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আসমা বেগম, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবদুল মতিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বোর্ডের কর্মকর্তারা আশ্বাস দেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড চত্বরে মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর মিছিল নিয়ে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ড থেকে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন।
ময়মনসিংহ : ময়মনসিংহে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নগরীর গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। বিক্ষোভ চলাকালে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী রিশাদুল আলম প্রিন্স, রেদোয়ান ইসলাম তালুকদার, আনাস, সরকারি আনন্দমোহন কলেজের মোহতাসিম রেশাদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাব্বির আহমেদ শুভ, প্রবাল, নটর ডেম কলেজের প্রথম ও ময়মনসিংহ কমার্স কলেজের আবির বক্তৃতা করেন। পরে গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর টাউন হল জুলাই চত্বরে গিয়ে পুনরায় বিক্ষোভ করেন।
দিনাজপুর : শিক্ষার্থীরা দিনাজপুর শহরে বিক্ষোভ মিছিল বের করে কোতোয়ালি থানায় যান। এরপর তারা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যান। পরে বেলা ৩টায় বিক্ষোভ মিছিল নিয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডে গিয়ে শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে তারা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে দিনাজপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা, বন্ধ হয়ে যায় দিনাজপুর-ঢাকা মহাসড়কে যান চলাচল। বিকাল সাড়ে ৪টায় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন। এরপর দীর্ঘ আলোচনার পর শিক্ষার্থীরা ৯ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। পরে বিকাল সাড়ে ৫টায় প্রধান ফটকের তালা খুলে নেন শিক্ষার্থীরা। পাশাপাশি মহাসড়কের অবরোধও তুলে নেন তারা।
কুমিল্লা : নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে একপর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের ফটকে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল। প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদের মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদের আশ্বস্ত করেছি, ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।
নীলফামারী : জেলা শহরের চৌরঙ্গী মোড়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নীলফামারী সরকারি কলেজ, মহিলা কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল ও কলেজ এবং মশিউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, চলমান এইচএসসি পরীক্ষার খাতার মূল্যায়ন করা হচ্ছে টিকটকের মাধ্যমে। এটা কোন পদ্ধতি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
