Logo
Logo
×

ফুটবল বিশ্বকাপ-২০২২

মেক্সিকো 

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২২ নভেম্বর ২০২২, ১০:০৬ এএম

মেক্সিকো 

মেক্সিকো বিশ্বকাপে গ্রুপ সিতে খেলছে। 

মেক্সিকো বিশ্বকাপ দল

গোলরক্ষক: গিয়ের্মো ওচোয়া (আমেরিকা), আলফ্রেদো তালাভেরা (হুয়ারেস), রোদোলফো কোতা (লেওন)

ডিফেন্ডার: হোর্হো সানচেস (আয়াক্স), কেভিন আলভারেস (পাচুকা), নেস্ত্রো আরাহো (আমেরিকা), ইয়োহান ভাসকেস (ক্রেমোনেসে), জেরার্দো আর্তেয়াগা (হেঙ্ক), এক্তর মোরেনো (মন্তেরে), সেসার মন্তেস (মন্তেরে), হেসুস গায়ার্দো (মন্তেরে)


ডিফেন্ডার: এরিক গুতিরেস (পিএসভি), ওরবেলিন পিনেদা (এইকে এথেন্স), এক্তর এররেরা (হিউস্টন ডায়নামো), আন্দ্রোস গুয়ার্দাদো (রিয়াল বেতিস), রবের্তো আলভারাতো (গুয়াদালাহারা), এদসন আলভারেস (আয়াক্স), লুইস চাবেস (পাচুকা), লুইস রোমো (মন্তেরে), কার্লোস রদ্রিগেস (ক্রুজ আজুল), উরিয়েল আন্তুনা (ক্রুজ আজুল)

ফরোয়ার্ড: ইয়েরভিং লোসানো (নাপোলি), ফুনেস মোরি (মন্তেরে), হেনরি মার্তিন (আমেরিকা), রাউল হিমেনেস (উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স) আলেক্সস ভেগা (গুয়াদালাহারা)।

প্রধান কোচ: জেরার্দো তাতা মার্তিনো

মেক্সিকো

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম