বিশ্বকাপে যাদের দিকে তাকিয়ে কাতার
বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। মরুর দেশটি রয়েছে ‘এ’ গ্রুপে।তাদের বাকি তিনপ্রতিপক্ষ হলো-ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
কাতারের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সাদ আলশিয়েব (আল-সাদ), মেশাল বারশাম (আল-সাদ), ইউসেফ হাসান (আল-ঘারাফা)
ডিফেন্ডার: পেদ্রো মিগেল (আল-সাদ), মুসাব খেদের (আল-সাদ), তারেক সালমান (আল-সাদ), বাসাম আল-রাউই (আল-দুহাইল), বুয়ালেম খুউখি (আল-সাদ), আব্দেলকরিম হাসান (আল-সাদ), হোমাম আহমেদ (আল-ঘারাফা), জাসিম জাবের (আল-আরাবি)
মিডফিল্ডার: আলি আসাদ (আল-সাদ), আসিম মোদিবো (আল-দুহাইল), মোহাম্মেদ ওয়াদ (আল-সাদ), সালেম আল-হাজরি (আল-সাদ), মোস্তফা তারেক (আল-সাদ), করিম বাউদিয়াফ (আল-দুহাইল), আব্দেলআজিজ হাতেম (আল-রাইইয়ান), ইসমাইল মোহাম্মাদ (আল-দুহাইল)
ফরোয়ার্ড: নাইফ আলহাধরামি (আল-রাইইয়ান), আহমেদ আলায়েলদিন (আল-ঘারাফা), হাসান আল হায়দোস (আল-সাদ), খালিদ মুনির (আল-ওয়াকরাহ), আকরাম আফিফ (আল-সাদ), আলমোয়েজ আলি (আল-দুহাইল), মোহামেদ মুনতারি (আল-দুহাইল)
প্রধান কোচ: ফেলিক্স সানচেস
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপে যাদের দিকে তাকিয়ে কাতার
বিশ্বকাপের স্বাগতিক হিসেবে খেলছে কাতার। মরুর দেশটি রয়েছে ‘এ’ গ্রুপে। তাদের বাকি তিন প্রতিপক্ষ হলো- ইকুয়েডর, সেনেগাল ও নেদারল্যান্ডস।
কাতারের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: সাদ আলশিয়েব (আল-সাদ), মেশাল বারশাম (আল-সাদ), ইউসেফ হাসান (আল-ঘারাফা)
ডিফেন্ডার: পেদ্রো মিগেল (আল-সাদ), মুসাব খেদের (আল-সাদ), তারেক সালমান (আল-সাদ), বাসাম আল-রাউই (আল-দুহাইল), বুয়ালেম খুউখি (আল-সাদ), আব্দেলকরিম হাসান (আল-সাদ), হোমাম আহমেদ (আল-ঘারাফা), জাসিম জাবের (আল-আরাবি)
মিডফিল্ডার: আলি আসাদ (আল-সাদ), আসিম মোদিবো (আল-দুহাইল), মোহাম্মেদ ওয়াদ (আল-সাদ), সালেম আল-হাজরি (আল-সাদ), মোস্তফা তারেক (আল-সাদ), করিম বাউদিয়াফ (আল-দুহাইল), আব্দেলআজিজ হাতেম (আল-রাইইয়ান), ইসমাইল মোহাম্মাদ (আল-দুহাইল)
ফরোয়ার্ড: নাইফ আলহাধরামি (আল-রাইইয়ান), আহমেদ আলায়েলদিন (আল-ঘারাফা), হাসান আল হায়দোস (আল-সাদ), খালিদ মুনির (আল-ওয়াকরাহ), আকরাম আফিফ (আল-সাদ), আলমোয়েজ আলি (আল-দুহাইল), মোহামেদ মুনতারি (আল-দুহাইল)
প্রধান কোচ: ফেলিক্স সানচেস