কোস্টারিকার জালে স্পেনের গোল উৎসব
দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে রেকর্ড জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল স্পেন।
বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় জয়।এর আগে ১৯৯৮ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল স্পেন।
সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ গোল দিল তারা।জোড়া গোল করেন ফেররান তরেস। একটি করে দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা।
কোস্টারিকাকে উড়িয়ে স্পেন দাপটের সঙ্গে শুরু করল বিশ্বকাপ অভিযান।সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল এনরিকের স্পেন।
কীভাবে জায়গা বের করে নেওয়া যায়, তারই যেন উদাহরণ ছিল পেদ্রি, গাভি, ওলমোদের একেকটি মুভ। তাদের আক্রমণের ঝাপটা সামলে গোলের জন্য একটি শটও নিতে পারেনি কোস্টারিকা।
আক্ষরিক অর্থে প্রথম মিনিট থেকে যেন ঝাঁপিয়ে পড়ে স্পেন। পঞ্চম মিনিটে পেয়ে যায় গোলের প্রথম সুযোগ। পেদ্রির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্টে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারলেন না অরক্ষিত ওলমো।
নবম মিনিটে সুযোগ তৈরি করলেন পেদ্রি। কিন্তু কাজে লাগাতে পারলেন না আসেনসিও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট বেরিয়ে গেল বার ঘেঁষে।
এর দুই মিনিট পর ফুরাল গোলের জন্য স্পেনের অপেক্ষা। ডি-বক্সের একটু বাইরে থেকে চমৎকার চিপে গাভি খুঁজে নিলেন ওলমোকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে, এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে এড়িয়ে জাল খুঁজে নিলেন তিনি।
৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান তরেস। সতীর্থের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড। কিন্তু কোস্টারিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল যায় তার কাছেই। এবার ঠিকই জাল খুঁজে নেন তিনি।
হ্যাটট্রিকের সুযোগ পাননি তরেস। এই গোলের একটু পরেই তাকে ও পেদ্রিকে তুলে নিয়ে মোরাতা ও কার্লোস সলেরকে নামান এনরিকে।
এরপর কোচ আরও তিনটি পরিবর্তন করেন, তবে স্পেনের খেলায় কোনো পরিবর্তন হয়নি। একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলে যায় তারা।
৯০তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন সলের। নিকো উইলিয়ামসের ক্রস ঝাঁপিয়েও ঠিক মতো ফেরাতে পারেননি নাভাস। বল যায় সরাসরি সলেরের কাছে। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা মিডফিফল্ডার বাকিটা সারেন অনায়াসে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পেনকে নতুন উচ্চতায় নিয়ে যান মোরাতা। তার পা থেকেই আসে শেষ গোল।
২০১০ আসরে বিশ্বকাপ জয়ের পথে মোটে আট গোল করেছিল স্পেন। এবার আসর শুরু করল সাত গোলে প্রতিপক্ষকে ভাসিয়ে।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে স্পেন। দিনের আন্য ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানো জাপান আছে দুই নম্বরে।
কোস্টারিকার জালে স্পেনের গোল উৎসব
স্পোর্টস ডেস্ক
২৪ নভেম্বর ২০২২, ০১:৫১:০৫ | অনলাইন সংস্করণ
দোহার আল থুমামা স্টেডিয়ামে বুধবার ‘ই’ গ্রুপের ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়ে রেকর্ড জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল স্পেন।
বিশ্বকাপে এটাই তাদের সবচেয়ে বড় জয়।এর আগে ১৯৯৮ সালে বুলগেরিয়ার বিপক্ষে ৬-১ ব্যবধানে জিতেছিল স্পেন।
সেই রেকর্ড ভেঙে প্রথমবারের মতো বিশ্বকাপে ৭ গোল দিল তারা।জোড়া গোল করেন ফেররান তরেস। একটি করে দানি ওলমো, মার্কো আসেনসিও, গাভি, কার্লোস সলের ও মোরাতা।
কোস্টারিকাকে উড়িয়ে স্পেন দাপটের সঙ্গে শুরু করল বিশ্বকাপ অভিযান।সুন্দর ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল এনরিকের স্পেন।
কীভাবে জায়গা বের করে নেওয়া যায়, তারই যেন উদাহরণ ছিল পেদ্রি, গাভি, ওলমোদের একেকটি মুভ। তাদের আক্রমণের ঝাপটা সামলে গোলের জন্য একটি শটও নিতে পারেনি কোস্টারিকা।
আক্ষরিক অর্থে প্রথম মিনিট থেকে যেন ঝাঁপিয়ে পড়ে স্পেন। পঞ্চম মিনিটে পেয়ে যায় গোলের প্রথম সুযোগ। পেদ্রির কাছ থেকে বল পেয়ে দূরের পোস্টে একটুর জন্য শট লক্ষ্যে রাখতে পারলেন না অরক্ষিত ওলমো।
নবম মিনিটে সুযোগ তৈরি করলেন পেদ্রি। কিন্তু কাজে লাগাতে পারলেন না আসেনসিও। রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের শট বেরিয়ে গেল বার ঘেঁষে।
এর দুই মিনিট পর ফুরাল গোলের জন্য স্পেনের অপেক্ষা। ডি-বক্সের একটু বাইরে থেকে চমৎকার চিপে গাভি খুঁজে নিলেন ওলমোকে। প্রথম স্পর্শে বল নিয়ন্ত্রণে নিয়ে, এগিয়ে আসা গোলরক্ষক কেইলর নাভাসকে এড়িয়ে জাল খুঁজে নিলেন তিনি।
৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়ান তরেস। সতীর্থের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে শট নিয়েছিলেন তরুণ ফরোয়ার্ড। কিন্তু কোস্টারিকার এক ডিফেন্ডারের গায়ে লেগে বল যায় তার কাছেই। এবার ঠিকই জাল খুঁজে নেন তিনি।
হ্যাটট্রিকের সুযোগ পাননি তরেস। এই গোলের একটু পরেই তাকে ও পেদ্রিকে তুলে নিয়ে মোরাতা ও কার্লোস সলেরকে নামান এনরিকে।
এরপর কোচ আরও তিনটি পরিবর্তন করেন, তবে স্পেনের খেলায় কোনো পরিবর্তন হয়নি। একইরকম আক্রমণাত্মক ফুটবল খেলে যায় তারা।
৯০তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন সলের। নিকো উইলিয়ামসের ক্রস ঝাঁপিয়েও ঠিক মতো ফেরাতে পারেননি নাভাস। বল যায় সরাসরি সলেরের কাছে। ঠিক সময়ে ঠিক জায়গায় থাকা মিডফিফল্ডার বাকিটা সারেন অনায়াসে।
অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে স্পেনকে নতুন উচ্চতায় নিয়ে যান মোরাতা। তার পা থেকেই আসে শেষ গোল।
২০১০ আসরে বিশ্বকাপ জয়ের পথে মোটে আট গোল করেছিল স্পেন। এবার আসর শুরু করল সাত গোলে প্রতিপক্ষকে ভাসিয়ে।
এই জয়ে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে স্পেন। দিনের আন্য ম্যাচে জার্মানিকে ২-১ গোলে হারানো জাপান আছে দুই নম্বরে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023