Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

রিচার্লিসনের জোড়া গোলে জয়ের সুবাস পাচ্ছে ব্রাজিল

 স্পোর্টস ডেস্ক 
২৫ নভেম্বর ২০২২, ০২:৪৭ এএম  |  অনলাইন সংস্করণ

রিশার্লিসনের জোড়া গোলে জয়ে পথে ব্রাজিল। ৬১ মিনিট পর্যন্ত কোনো গোল পায়নি কোনো দল। ৬২তম মিনিটে গোল করে ব্রাজিল শিবিরে স্বস্থি ফেরান রিশার্লিসন।

ঠিক ১১ মিটিন ব্যবধানে ফের গোল করে ব্যবধান দ্বিগুণ করে তিনি। রিশার্লিসনের জোড়া গোলে জয়ের সুবাশ পাচ্ছে ব্রাজিল।

খেলার প্রথমার্ধে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি কোনো দল।

প্রথমার্ধে ৫৮ শতাংশ বল দখলে ছিল ব্রাজিলের। আর ৪১ শতাংশ দখলে ছিল সার্বিয়ার।  দুই দলই প্রথমার্ধে গোলের টার্গেটে একটি করে শট নেয়ার সুযোগ পায়। কিন্তু সেই শট থেকে গোলে পরিণত করতে পারেনি। 

বৃহস্পতিবার  বাংলাদেশ সময় রাত ১টায়  লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২