Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

খেলার আগেই আর্জেন্টিনা-মেক্সিকো সমর্থকদের মধ্যে সংঘর্ষ

 স্পোর্টস ডেস্ক 
২৫ নভেম্বর ২০২২, ০২:৫১ পিএম  |  অনলাইন সংস্করণ

বিশ্বকাপে প্রথম ম্যাচে হেরে চাপের মধ্যে আছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। পরের ম্যাচে শনিবার রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবেন মেসিরা।

বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এ ম্যাচে অবশ্যই জিততে হবে আর্জেন্টিনাকে। অনেকটা রুদ্ধশ্বাস অবস্থা। আর্জেন্টিনার দর্শকরা রয়েছেন বড়ই দুশ্চিন্তায়। তাই মাঠের লড়াইয়ের আগেই মাঠের বাইরে সংঘর্ষে জড়ালেন আর্জেন্টিনা ও মেক্সিকোর সমর্থকরা। 

দ্য ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, দোহায় বুধবার দুই দেশের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। ঘটনার ভিডিও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

রিপোর্ট অনুযায়ী, দোহার আল বিদ্দা পার্কে এ সংঘর্ষ বাধে। মেক্সিকোর সাপোর্টাররা আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে নিয়ে ‘কু-মন্তব্য’ করার পরই এ সংঘর্ষ বাধে। 

সংঘর্ষের সাক্ষী ছিলেন মেক্সিকান সাংবাদিক ওমার নিনো। তিনি দাবি করেন, সেখানে জখম হওয়া ফুটবলপ্রেমীদের প্রাথমিক শুশ্রুষা করেন অন্য ফুটবলপ্রেমীরাই। ঘটনাস্থলে প্রাথমিকভাবে কোনো কাতারি পুলিশ ছিল না বলেই অভিযোগ উঠেছে। এরই পরিপ্রেক্ষিতে কাতারের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে।  

সূত্র: দ্য সান, দ্য ডেইলি মিরর, স্পোর্টস ব্রিফ।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২