মেসিদের হারিয়ে দেওয়ার হুঙ্কার ওচোয়ার
মেক্সিকোর গোলরক্ষক ও অধিনায়ক গিয়েরমো ওচোয়া পোল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। এবার তিনি আর্জেন্টিনার বিপক্ষেও দিলেন হুশিয়ারি।জানালেন, তিনি মেসিদের সামনে পরীক্ষা দিতে প্রস্তুত। তাদের হারাতে চান।
শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি।
ওচোয়া বলেছেন, ‘আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু সুরাহা করে গোল দিয়ে দেবে।’
চ্যালেঞ্জ মেনে নিয়েই ওচোয়া বলেন, ‘এটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী বা হতে পারে।’
তবে হারের আগেই হার নয়; বরং এই মেক্সিকান শেষ পর্যন্ত লড়ে যেতে চান। তার মতে, ‘আমি কখনো এটি বলতে পছন্দ করি না যে, এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না; কারণ তারা কঠিন। বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের পর আর্জেন্টিনার শেষ ১৬-তে জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প থাকছে না।
মেসিদের হারিয়ে দেওয়ার হুঙ্কার ওচোয়ার
স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২২, ১৬:১৬:৪০ | অনলাইন সংস্করণ
মেক্সিকোর গোলরক্ষক ও অধিনায়ক গিয়েরমো ওচোয়া পোল্যান্ডের বিপক্ষে ছিলেন দুর্দান্ত। এবার তিনি আর্জেন্টিনার বিপক্ষেও দিলেন হুশিয়ারি।জানালেন, তিনি মেসিদের সামনে পরীক্ষা দিতে প্রস্তুত। তাদের হারাতে চান।
শনিবার কাতারের লুসাইল স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মেক্সিকো ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে ‘সি’ গ্রুপের ম্যাচটি।
ওচোয়া বলেছেন, ‘আমরা উঠে দাঁড়িয়ে লড়াই করতে প্রস্তুত। মেসির মধ্যে ওই জাদু আছে। মনে হবে সে কিছুই করছে না। কিন্তু পরের মুহূর্তেই সব কিছু সুরাহা করে গোল দিয়ে দেবে।’
চ্যালেঞ্জ মেনে নিয়েই ওচোয়া বলেন, ‘এটি ভালো চ্যালেঞ্জ হতে চলেছে। মোটেও সহজ হবে না। মেসি ইতিহাস ও বিশ্বের সেরাদের একজন, যদি সেরা নাও হয়। তার বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে খেলার চেয়ে ভালো আর কী বা হতে পারে।’
তবে হারের আগেই হার নয়; বরং এই মেক্সিকান শেষ পর্যন্ত লড়ে যেতে চান। তার মতে, ‘আমি কখনো এটি বলতে পছন্দ করি না যে, এর বিপক্ষে খেলব না, ওর বিপক্ষে খেলব না; কারণ তারা কঠিন। বরং আমি তাদের বিপক্ষে বিশ্বকাপে খেলতে চাই। আমি ভালো ম্যাচ খেলতে চাই এবং তাদের হারাতে চাই।’
সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের পর আর্জেন্টিনার শেষ ১৬-তে জায়গা করে নিতে জয়ের কোনো বিকল্প থাকছে না।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023