Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

পরিসংখ্যানে কাতার-সেনেগাল 

 স্পোর্টস ডেস্ক 
২৫ নভেম্বর ২০২২, ০৫:২২ পিএম  |  অনলাইন সংস্করণ

কাতারের তুমামা স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মুখোমুখি হচ্ছে স্বাগতিক দেশ ও সেনেগাল। প্রথম ম্যাচে একুয়েডরের বিপক্ষে হেরে ব্যাক ফুটে কাতার। আজ জিততেই হবে।

দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ তৃতীয়বার বিশ্ব সেরার মঞ্চে খেলতে আসা সেনেগাল। 

এর আগে কখনই একে অন্যের বিপক্ষে খেলেনি দল দুটি। 

এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান দেখে নেওয়া যাক।

* আসরে দুই দলই তাদের প্রথম ম্যাচে হেরেছে। উদ্বোধনী ম্যাচে কাতারকে ২-০ গোলে হারায় একুয়েডর, একই ব্যবধানে সেনেগালকে হারায় নেদারল্যান্ডস। 

* এই ম্যাচের লড়াইটি হবে বর্তমান এশিয়ান ও আফ্রিকান চ্যাম্পিয়নের মধ্যে। 


*২০০২ সালে নিজেদের প্রথম বিশ্বকাপেই কোয়ার্টার-ফাইনালে পৌঁছে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল সেনেগাল। ১৬ বছর পর বিশ্ব সেরার মঞ্চে আফিকার দলটি ফেরে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। সেবার জাপানের সঙ্গে তাদের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলে ফেয়ার-প্লে রেকর্ডে পেছনে থেকে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় সেনেগালকে। 

* এখন পর্যন্ত একমাত্র স্বাগতিক দেশ হিসেবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল দক্ষিণ আফ্রিকা, ২০১০ সালে। সেনেগালের বিপক্ষে তাই শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখার জন্য মাঠে নামবে কাতার। এই লড়াইয়ে হেরে গেলে তাদের বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে। 

* আন্তর্জাতিক ফুটবলে এবারই প্রথম মুখোমুখি হবে কাতার ও সেনেগাল।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২