সৌদি আরবের দিকে তাকিয়ে মেসিরা
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদি-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মেসিরা। এই ম্যাচে সৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।
সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে রাতের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরেই থাকবে মেসিরা।
‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত।
আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট সামন ৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে।
সৌদি আরবের দিকে তাকিয়ে মেসিরা
স্পোর্টস ডেস্ক
২৬ নভেম্বর ২০২২, ১৯:১৫:১৫ | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা।
তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদি-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মেসিরা। এই ম্যাচেসৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগেশেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।
সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে রাতের ম্যাচেমেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরেইথাকবে মেসিরা।
‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত।
আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর যদিআর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট সামন৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023