Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

সৌদি আরবের দিকে তাকিয়ে মেসিরা

 স্পোর্টস ডেস্ক 
২৬ নভেম্বর ২০২২, ০৭:১৫ পিএম  |  অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হেরে খাদের কিনারায় উপনীত বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আজ রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। 

তার আগে সন্ধ্য ৭টায় মুখোমুখি সৌদি আরব পোল্যান্ড। রাত ১টায় মেক্সিকোর বিপক্ষে খেলতে নামার আগে সৌদি-পোল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থাকবে মেসিরা। এই ম্যাচে সৌদি আরব যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে সি গ্রুপ থেকে সবার আগে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করবে সৌদি।

সৌদি আরবের বিপক্ষে পোল্যান্ড আজ হারলে ২ ম্যাচে তাদের পয়েন্ট হবে ১। অন্যদিকে রাতের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনা জিতে গেলে ৩ পয়েন্ট নিয়ে সৌদির পরেই থাকবে মেসিরা।

‘সি’ গ্রুপের শেষ ম্যাচ দুটি তখন হয়ে যাবে মহাগুরুত্বপূর্ণ। সেই দুই ম্যাচের একটিতে সৌদি আরবের বিপক্ষে মেক্সিকো জিতলে তাদের পয়েন্ট হবে ৪। আর্জেন্টিনা তখন পোল্যান্ডকে হারালেই শেষ ষোলো নিশ্চিত। 

আর যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। আর যদি আর্জেন্টিনা-পোল্যান্ড ম্যাচ ড্র হয়, তাহলে আর্জেন্টিনা-মেক্সিকোর পয়েন্ট সামন ৪ হবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে যারা এগিয়ে থাকবে তারাই শেষ ষোলতে খেলার সুযোগ পাবে। 

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২