সফল বিশ্বকাপ আয়োজনে কাতারকে ধন্যবাদ জানাল ইরান
অনলাইন ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১২:৪৭:৩৪ | অনলাইন সংস্করণ
সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
সোমবার এ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারসহ বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন। খবর ইরনার।
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে বলেছেন, বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল দল এই টুর্নামেন্টের গ্রুপ-বিতে রয়েছে। এই গ্রুপে ব্রিটেন, আমেরিকা ও ওয়েলসও আছে।
২২তম বিশ্বকাপের গ্রুপ বির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে ইরান হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে ইরান।
কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে গুয়াতেমালার রেফারি মারিও আলবার্তো এসকোবারের পরিচালনায় ওই খেলাটি অনুষ্ঠিত হয়।
কাতার বিশ্বকাপের তৃতীয় খেলায় ইরান আমেরিকার বিপক্ষে মাঠে নামবে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত ১টায়।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সফলভাবে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।
সোমবার এ দুই নেতার মধ্যে ফোনালাপ হয়েছে। এ সময় তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা বিস্তারসহ বিভিন্ন বিষয়ে তারা মতবিনিময় করেন। খবর ইরনার।
ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে থানিকে বলেছেন, বিশ্বকাপ ফুটবলের আয়োজন করে কাতার মুসলিম দেশগুলোর সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছে।
গত ২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল-২০২২ শুরু হয়েছে। ইরানের জাতীয় ফুটবল দল এই টুর্নামেন্টের গ্রুপ-বিতে রয়েছে। এই গ্রুপে ব্রিটেন, আমেরিকা ও ওয়েলসও আছে।
২২তম বিশ্বকাপের গ্রুপ বির প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৬-২ গোলে ইরান হেরে যায়। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েলসের বিপক্ষে ২-০ গোলে জেতে ইরান।
কাতারের আহমেদ বেন আলী স্টেডিয়ামে গুয়াতেমালার রেফারি মারিও আলবার্তো এসকোবারের পরিচালনায় ওই খেলাটি অনুষ্ঠিত হয়।
কাতার বিশ্বকাপের তৃতীয় খেলায় ইরান আমেরিকার বিপক্ষে মাঠে নামবে। খেলাটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বুধবার মধ্যরাত ১টায়।