নেইমারকে গ্যালারিতে দেখে অবাক সমর্থকরা
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে চোটের কারণে সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলের সুপারস্টার নেইমার।
গোড়ালির চোটে আক্রান্ত নেইমারকে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে গ্যালারিতে দেখে অবাক হন সেখানে উপস্থিত ব্রাজিলের সমর্থকরা। অনেকে তার সঙ্গে সেলফিও তোলেন। অবশ্য কিছুক্ষণ পরে ভুল ভাঙে সবার। যিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন তিনি সত্যিকারের নেইমার নন। তাকে দেখতে নেইমারের মতোই মনে হয়।
গ্যালারিতে নকল সেই নেইমারকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। তার সঙ্গে অনেকে সেলফিও তোলেন। ভিড়ের মধ্য থেকে নিরাপত্তারক্ষীরা সেই নেইমারকে বের করে নিয়ে যান। শুধু গ্যালারিতে থাকা দর্শকরাই নন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমও নকল সেই নেইমারকে চিনতে ভুল করেন। তারাও তার ছবি দিয়ে জানান, ব্রাজিল ম্যাচে গ্যালারিতে নেইমারকে দেখা গিয়েছে। পরে অবশ্য ভুল শুধরে নেন তারা।
নেইমারকে নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন হোটেলের বিছানায় শুয়ে আছেন নেইমার। জানা যায়, হোটেলে নেইমারের ফিজিওথেরাপির সেশন ছিল। তাই দলের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নেন। হোটেলে বসেই খেলা দেখার সিদ্ধান্ত নেন তিনি।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল সার্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে পরে কাতারের রাস্তায় সেই নেইমারকে দেখে ফক্স স্পোর্টসের মতো নামকরা সংবাদমাধ্যম ছবি টুইট করে জানায়, দোহার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নেইমার। পরে অবশ্য নিজেদের ভুল বুঝতে পারেন তারা।
নেইমারকে গ্যালারিতে দেখে অবাক সমর্থকরা
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ১৮:৪৬:০৮ | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পায় ব্রাজিল। সেই ম্যাচে চোটের কারণে সোমবার দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি ব্রাজিলের সুপারস্টার নেইমার।
গোড়ালির চোটে আক্রান্ত নেইমারকে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে গ্যালারিতে দেখে অবাক হন সেখানে উপস্থিত ব্রাজিলের সমর্থকরা। অনেকে তার সঙ্গে সেলফিও তোলেন। অবশ্য কিছুক্ষণ পরে ভুল ভাঙে সবার। যিনি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন তিনি সত্যিকারের নেইমার নন। তাকে দেখতে নেইমারের মতোই মনে হয়।
গ্যালারিতে নকল সেই নেইমারকে দেখে অবাক হয়ে গিয়েছিলেন ব্রাজিলের সমর্থকরা। তার সঙ্গে অনেকে সেলফিও তোলেন। ভিড়ের মধ্য থেকে নিরাপত্তারক্ষীরা সেই নেইমারকে বের করে নিয়ে যান। শুধু গ্যালারিতে থাকা দর্শকরাই নন, বেশ কয়েকটি সংবাদমাধ্যমও নকল সেই নেইমারকে চিনতে ভুল করেন। তারাও তার ছবি দিয়ে জানান, ব্রাজিল ম্যাচে গ্যালারিতে নেইমারকে দেখা গিয়েছে। পরে অবশ্য ভুল শুধরে নেন তারা।
নেইমারকে নিয়ে যখন এত কিছু হচ্ছে, তখন হোটেলের বিছানায় শুয়ে আছেন নেইমার। জানা যায়, হোটেলে নেইমারের ফিজিওথেরাপির সেশন ছিল। তাই দলের সঙ্গে না যাওয়ার সিদ্ধান্ত নেন। হোটেলে বসেই খেলা দেখার সিদ্ধান্ত নেন তিনি।
কাতার বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচ ছিল সার্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে পরে কাতারের রাস্তায় সেই নেইমারকে দেখে ফক্স স্পোর্টসের মতো নামকরা সংবাদমাধ্যম ছবি টুইট করে জানায়, দোহার রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন নেইমার। পরে অবশ্য নিজেদের ভুল বুঝতে পারেন তারা।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023