Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

‘আমাদের স্বপ্ন বেঁচে আছে’

 স্পোর্টস ডেস্ক 
২৯ নভেম্বর ২০২২, ০৮:৪৫ পিএম  |  অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপে নিজেদের দুই ম্যাচে টানা জয়ে নকআউট পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে পর্তুগাল। ক্রিশ্চিয়ানো রোনালদোরা প্রথম ম্যাচে ৩-২ গোলে হারায় ঘানাকে। 

সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে খেলা নিশ্চিত করে পর্তুগাল। 

পর্তুগাল-উরুগুয়ে ম্যাচ শুরুর আগে দুই দলের মধ্যে লড়াইয়ের আভাস থাকলেও মাঠে দেখা যায়নি সেই উত্তাপ। ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছেন রোনালদোরা।

উরুগুয়ের বিপক্ষে ম্যাচের ৫৪ মিনিটে গোল পোস্ট লক্ষ্য করে ক্রস করেন ব্রুনো ফার্নান্দেজ। রোনালদো বলে মাথা লাগাতে চেষ্টা করেন; কিন্তু বল তার মাথায় না ছুঁয়েই সরাসরি জালে জড়িয়ে যায়। রোনালদো ছুটে গিয়ে লাফিয়ে উঠার কারণে গোলরক্ষক বিভ্রান্ত হয়ে মনোযোগ হারান। এতে বলটি জালে জড়াতে সহজ হয়। 

ম্যাচের পর এই গোল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা–সমালোচনার ঝড় উঠে। রোনালদো নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানান। সেখানে অবশ্য গোল–বিতর্ক নিয়ে রোনালদো কোনো কথা বলেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদো লিখেছেন- আমরা এখন বিশ্বকাপের শেষ ষোলোয়। দারুণ দলগত পারফরম্যান্স। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আমরা নিজেদের শক্তি ও মান দেখিয়েছি। আমরা লড়াইয়ে আছি এবং আমাদের স্বপ্নও বেঁচে আছে। এগিয়ে চলো পর্তুগাল।

প্রসঙ্গত, শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে পর্তুগালের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২