ব্রাজিল ম্যাচের আগে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল সুইজারল্যান্ড
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২২, ২১:০২:২৩ | অনলাইন সংস্করণ
সোমবার রাত ১০টায় কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় সুইজারল্যান্ড। এদিন সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউটপর্বে খেলা নিশ্চিত করে নেইমারহীন ব্রাজিল।
তবে এদিন ম্যাচের ঠিক আগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সুইজারল্যান্ড। মাঠে আসার পথে ট্রাফিক জ্যামের মধ্যেই দুর্ঘনটার শিকার হয় সুইজারল্যান্ড ফুটদল দলকে বহন করা বাসটি। ভাগ্যিস বাসের গতি কম ছিল। সেই কারণে বড় কোনো দুর্ঘটনা হয়নি। কেউ আহত হয়নি। বাসের চালকের ভুলেই এমন দুর্ঘটনা ঘটে। সামনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে বাসটি।
ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না সুইসদের অন্যতম সেরা ফুটবলার শাকিরি। যা অবাক করে দিয়েছে অনেককে। প্রথম ম্যাচে শাকিরির পাস থেকেই গোল পেয়েছিল সুইজারল্যান্ড। শাকিরিকে বসিয়ে রাখা তাই ভুল বলেই মনে করছেন অনেকে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
সোমবার রাত ১০টায় কাতার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হয় সুইজারল্যান্ড। এদিন সুইসদের ১-০ গোলে হারিয়ে নকআউটপর্বে খেলা নিশ্চিত করে নেইমারহীন ব্রাজিল।
তবে এদিন ম্যাচের ঠিক আগে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় সুইজারল্যান্ড। মাঠে আসার পথে ট্রাফিক জ্যামের মধ্যেই দুর্ঘনটার শিকার হয় সুইজারল্যান্ড ফুটদল দলকে বহন করা বাসটি। ভাগ্যিস বাসের গতি কম ছিল। সেই কারণে বড় কোনো দুর্ঘটনা হয়নি। কেউ আহত হয়নি। বাসের চালকের ভুলেই এমন দুর্ঘটনা ঘটে। সামনে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মারে বাসটি।
ব্রাজিলের বিপক্ষে প্রথম একাদশে ছিলেন না সুইসদের অন্যতম সেরা ফুটবলার শাকিরি। যা অবাক করে দিয়েছে অনেককে। প্রথম ম্যাচে শাকিরির পাস থেকেই গোল পেয়েছিল সুইজারল্যান্ড। শাকিরিকে বসিয়ে রাখা তাই ভুল বলেই মনে করছেন অনেকে।