নেইমার ভক্তদের জন্য আরেক দুঃসংবাদ!
বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পেয়ে আর গ্রুপ পর্বে নামতে পারেননি ব্রাজিলের ফুটবল দলের প্রাণভোমরা নেইমার।
নেইমারকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ পেলেন তার ভক্তরা।
ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও আছে তার।
হোটেলে বসেই এখন খেলা দেখেছেন তিনি।শেষ ১৬ নিশ্চিত করা দলের দ্বিতীয় ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার।
তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’
ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনা করছি।’
ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি।
ব্রাজিল কোচের কথা, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করব না আমরা নেইমারকে মিস করেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
নেইমার ভক্তদের জন্য আরেক দুঃসংবাদ!
বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে চোট পেয়ে আর গ্রুপ পর্বে নামতে পারেননি ব্রাজিলের ফুটবল দলের প্রাণভোমরা নেইমার।
নেইমারকে নিয়ে এবার নতুন দুঃসংবাদ পেলেন তার ভক্তরা।
ব্রাজিল দলের ডাক্তার জানিয়েছেন, নেইমার অসুস্থ হয়ে পড়েছেন, মাথাব্যথাও আছে তার।
হোটেলে বসেই এখন খেলা দেখেছেন তিনি।শেষ ১৬ নিশ্চিত করা দলের দ্বিতীয় ম্যাচ শেষে নেইমার টুইট করেছেন, ক্যাসেমিরোই বিশ্বের সেরা মিডফিল্ডার।
তিনি লেখেন, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বের সেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’
ব্রাজিল তারকা ভিনিসিয়াস জুনিয়র বলেন, ‘নেইমার হোটেল রুমে ছিলেন, তার জ্বর হয়েছে। আমরা সবাই তার পাশে আছি। সে যেন শিগগিরই চোট আর অসুস্থতা কাটিয়ে উঠতে পারে, এই কামনা করছি।’
ম্যাচ শেষে নেইমারের অনুপস্থিতির কথা উঠে এল কোচ তিতের কথাতেও। তিনি জানান, ম্যাচ জিতেও নেইমারকে মিস করেছেন তিনি।
ব্রাজিল কোচের কথা, ‘বিশ্বকাপে নেইমারকে ছাড়া এটি আমাদের প্রথম ম্যাচ ছিল। আপনাদের মতে সুইজারল্যান্ড ম্যাচের তারকা ক্যাসেমিরো। কিন্তু আমার মতে এটা ছিল দলীয় সাফল্য। তবে অস্বীকার করব না আমরা নেইমারকে মিস করেছি।