Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা বেনজেমা

 স্পোর্টস ডেস্ক 
৩০ নভেম্বর ২০২২, ১০:৫১ এএম  |  অনলাইন সংস্করণ

ইনজুরি কাটিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরছেন ফর্মের তুঙ্গে থাকা স্ট্রাইকার করিম বেনজেমা। ইতোমধ্যে এ খবর ছড়িয়ে পড়েছে। এতে খুশি ফরাসি সমর্থকরা। 

তবে এ মুহূর্তে বেনজেমার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে মোটেও ভাবছেন না দলের কোচ দিদিয়ের দেশম। খবর ক্রীড়াভিত্তিক প্রভাবশালী স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার।

তিনি জানিয়েছেন, এ সময়ে তার হাতে যারা আছে, তাদের নিয়েই পরিকল্পনা করছেন। এদের নিয়ে ২০২২ বিশ্বকাপের যত দূর যাওয়া সম্ভব, সেই চিন্তা করছেন।

এরই মধ্যে দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ফ্রান্স। বুধবার তিউনিশিয়ার মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি মূলত লস ব্লুজদের জন্য একরকম আনুষ্ঠানিকতা। 

এর আগে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে দেশম বলেন, বেনজেমা প্রসঙ্গে আমি এখন কথা বলতে চাই না। সে দলে ফিরছে, এ খবর কারা, কীভাবে পেয়েছে তা জানি না। তার অবস্থা সম্পর্কে আপনারা জানেন। ওর সেরে উঠতে আরও সময় লাগবে।

তিনি বলেন, বর্তমানে এখানে থাকা ২৪ খেলোয়াড়ের যত্ন নিচ্ছি আমি। এর বাইরে কিছু বলতে চাই না। তাতে আপনারা তর্ক-বিতর্ক করতে পারেন।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২