লাল কার্ড পেলে নকআউট পর্বে খেলা অনিশ্চিত
কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াই শেষ হওয়ার পথে। ইতোমধ্যে গ্রুপ-এ থেকে নেদারল্যান্ডস, সেনেগাল এবং গ্রুপ-বি থেকে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে।
এই চার দলের নকআউট পর্বে যেতে পয়েন্টের বিচারই যথেষ্ট ছিল। কিন্তু পরের ম্যাচগুলোতে এমনটা না-ও হতে পারে। দুই দলের পয়েন্ট সমান হতেই পারে। সে ক্ষেত্রে দেখা হবে গোলপার্থক্য। সেটাও যদি সমান হয় তাহলে কী হবে? জেনে নেওয়া যাক ফিফার নিয়ম।
গ্রুপপর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলো শেষে দুটি করে দল যাবে নকআউট পর্বে। যদি গ্রুপপর্বের ম্যাচে কোনো দলের পয়েন্ট সমান হয়, তাহলে গোলপার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। সেটাও যদি সমান হয়, তাহলে যে দল বেশি গোল করেছে সেই দল যাবে পরের পর্বে।
যদি তা-ও সমান হয়, তাহলে দুই দলের গ্রুপপর্বের ম্যাচের পরিসংখ্যান দেখা হবে। তাতেও যদি পয়েন্ট এবং গোল সমান হয়, তাহলে দেখা হবে কোন দল সবচেয়ে বেশি ফেয়ার প্লের নিয়ম মেনে ফুটবল খেলেছে।
কীভাবে বিচার হবে কোন দল নিয়ম মেনেছে? যে দল কম কার্ড দেখেছে, সেই দল যাবে পরের রাউন্ডে। নিয়ম বলছে একটি হলুদ কার্ডের অর্থ এক পয়েন্ট কাটা হবে। এক ম্যাচে দুটি হলুদ কার্ড (লাল কার্ড হয়ে যাবে) দেখলে বাদ যাবে তিন পয়েন্ট। সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে চার পয়েন্ট।
একটি ম্যাচে প্রথমে হলুদ কার্ড এবং তারপর সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে পাঁচ পয়েন্ট। এরপর যে দলের পয়েন্ট বেশি হবে তারা যাবে পরের পর্বে। কিন্তু সেটাও যদি সমান হয়? সেক্ষেত্রে ফিফা র্যাংকিংয়ে যে দল এগিয়ে রয়েছে, সেই দল যাবে নকআউট পর্বে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
লাল কার্ড পেলে নকআউট পর্বে খেলা অনিশ্চিত
কাতার বিশ্বকাপে গ্রুপপর্বের লড়াই শেষ হওয়ার পথে। ইতোমধ্যে গ্রুপ-এ থেকে নেদারল্যান্ডস, সেনেগাল এবং গ্রুপ-বি থেকে ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র শেষ ষোলোতে খেলা নিশ্চিত করেছে।
এই চার দলের নকআউট পর্বে যেতে পয়েন্টের বিচারই যথেষ্ট ছিল। কিন্তু পরের ম্যাচগুলোতে এমনটা না-ও হতে পারে। দুই দলের পয়েন্ট সমান হতেই পারে। সে ক্ষেত্রে দেখা হবে গোলপার্থক্য। সেটাও যদি সমান হয় তাহলে কী হবে? জেনে নেওয়া যাক ফিফার নিয়ম।
গ্রুপপর্বে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলবে। সেই ম্যাচগুলো শেষে দুটি করে দল যাবে নকআউট পর্বে। যদি গ্রুপপর্বের ম্যাচে কোনো দলের পয়েন্ট সমান হয়, তাহলে গোলপার্থক্যে এগিয়ে থাকা দল যাবে পরের পর্বে। সেটাও যদি সমান হয়, তাহলে যে দল বেশি গোল করেছে সেই দল যাবে পরের পর্বে।
যদি তা-ও সমান হয়, তাহলে দুই দলের গ্রুপপর্বের ম্যাচের পরিসংখ্যান দেখা হবে। তাতেও যদি পয়েন্ট এবং গোল সমান হয়, তাহলে দেখা হবে কোন দল সবচেয়ে বেশি ফেয়ার প্লের নিয়ম মেনে ফুটবল খেলেছে।
কীভাবে বিচার হবে কোন দল নিয়ম মেনেছে? যে দল কম কার্ড দেখেছে, সেই দল যাবে পরের রাউন্ডে। নিয়ম বলছে একটি হলুদ কার্ডের অর্থ এক পয়েন্ট কাটা হবে। এক ম্যাচে দুটি হলুদ কার্ড (লাল কার্ড হয়ে যাবে) দেখলে বাদ যাবে তিন পয়েন্ট। সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে চার পয়েন্ট।
একটি ম্যাচে প্রথমে হলুদ কার্ড এবং তারপর সরাসরি লাল কার্ড দেখলে কাটা যাবে পাঁচ পয়েন্ট। এরপর যে দলের পয়েন্ট বেশি হবে তারা যাবে পরের পর্বে। কিন্তু সেটাও যদি সমান হয়? সেক্ষেত্রে ফিফা র্যাংকিংয়ে যে দল এগিয়ে রয়েছে, সেই দল যাবে নকআউট পর্বে।