দলে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা
স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ০১:২১:০০ | অনলাইন সংস্করণ
পোল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আজ দলে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা।
সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের হারটি আর্জেন্টিনাকে ঠেলে দিয়েছে এই অবস্থায়।
পোল্যান্ডকে হারালেই ‘সি’ গ্রুপের সেরা দল হয়ে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই নিশ্চিত। আর হেরে বসলেই বিদায় নিতে হবে দলটিকে।
এমন এক ম্যাচে এসে লিওনেল মেসির আর্জেন্টিনা দলে বড় এক পরিবর্তনই এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ‘উইনিং কম্বিনেশন’ ভেঙেছেন কোচ। দলে এনেছেন ৪টি পরিবর্তন।
প্রথম ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছিলেন নাহুয়েল মলিনা। তবে সেই ম্যাচে তিনি চোখে পড়ার মতো কোনো পারফর্ম্যান্স দিতে পারেননি।
দ্বিতীয় ম্যাচে তাই তার জায়গায় খেলানো হয় গনজালো মন্তিয়েলকে। কিন্তু দলটির কোপা আমেরিকা জয়ের অন্যতম এই সদস্যও মেক্সিকোর বিপক্ষে বেশ সাদামাটা পারফর্মই করেছেন। ফলে বাধ্য হয়ে শেষ ম্যাচে মলিনাকেই ফিরিয়েছেন কোচ স্ক্যালোনি।
রক্ষণে আগের ম্যাচে দারুণ খেলা লিসান্দ্রো মার্টিনেজ জায়গা হারিয়েছেন। তার জায়গায় ফিরেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও জায়গা হারিয়েছেন। তার জায়গায় এসেছেন আগের ম্যাচ জয়ের অন্যতম নায়ক এনজো ফের্নান্দেজ।
ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি। কোচ স্ক্যালোনি তাকেও বসিয়ে দিয়েছেন আজ। তার জায়গায় ম্যাচটা শুরু করেছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ইউলিয়ান অ্যালভারেজ।
আর্জেন্টিনার একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ, আনহেল ডি মারিয়া।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
দলে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা
পোল্যান্ডের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে আজ দলে ৪ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা।
সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচের হারটি আর্জেন্টিনাকে ঠেলে দিয়েছে এই অবস্থায়।
পোল্যান্ডকে হারালেই ‘সি’ গ্রুপের সেরা দল হয়ে শেষ ষোলোয় যাওয়া অনেকটাই নিশ্চিত। আর হেরে বসলেই বিদায় নিতে হবে দলটিকে।
এমন এক ম্যাচে এসে লিওনেল মেসির আর্জেন্টিনা দলে বড় এক পরিবর্তনই এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি। ‘উইনিং কম্বিনেশন’ ভেঙেছেন কোচ। দলে এনেছেন ৪টি পরিবর্তন।
প্রথম ম্যাচে রাইটব্যাক হিসেবে খেলেছিলেন নাহুয়েল মলিনা। তবে সেই ম্যাচে তিনি চোখে পড়ার মতো কোনো পারফর্ম্যান্স দিতে পারেননি।
দ্বিতীয় ম্যাচে তাই তার জায়গায় খেলানো হয় গনজালো মন্তিয়েলকে। কিন্তু দলটির কোপা আমেরিকা জয়ের অন্যতম এই সদস্যও মেক্সিকোর বিপক্ষে বেশ সাদামাটা পারফর্মই করেছেন। ফলে বাধ্য হয়ে শেষ ম্যাচে মলিনাকেই ফিরিয়েছেন কোচ স্ক্যালোনি।
রক্ষণে আগের ম্যাচে দারুণ খেলা লিসান্দ্রো মার্টিনেজ জায়গা হারিয়েছেন। তার জায়গায় ফিরেছেন ক্রিশ্চিয়ান রোমেরো। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও জায়গা হারিয়েছেন। তার জায়গায় এসেছেন আগের ম্যাচ জয়ের অন্যতম নায়ক এনজো ফের্নান্দেজ।
ফরোয়ার্ড লাওতারো মার্টিনেজ প্রথম দুই ম্যাচে গোলের দেখা পাননি। কোচ স্ক্যালোনি তাকেও বসিয়ে দিয়েছেন আজ। তার জায়গায় ম্যাচটা শুরু করেছেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড ইউলিয়ান অ্যালভারেজ।
আর্জেন্টিনার একাদশ-
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকলাস অটামেন্ডি, ক্রিশ্চিয়ান রোমেরো, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, এনজো ফের্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ইউলিয়ান অ্যালভারেজ, আনহেল ডি মারিয়া।