রাশিয়ার পর কাতার, টানা দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় জার্মানির
স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২২, ০৩:২০:৫৩ | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটাল জার্মানি। চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এনিয়ে টানা দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল। ৮০ বছরে যেটা কখনও হয়নি, সেটা আট বছরে দুইবার হল।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপেও নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি জার্মানি। পরপর দুই আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল জার্মানরা।
২০১৪ সালে মারাকানা স্টেডিয়ামে যে জার্মানির উত্থান হয়েছিল, পরপর দুটি বিশ্বকাপে সেই জার্মানি মুখ থুবড়ে পড়ল। রাশিয়ার পর কাতারেও গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে কোস্টারিকাকে ৪-২ গোলের ব্যবধানে হারালেও তেমন কোনও লাভ হয়নি জার্মানির। ল না।
১৯৩৮ সালের পর ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ দিনে স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা এই, চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার।
কিন্তু শেষ দিনের ম্যাচের রং বদলায় ক্ষণে ক্ষণে। অবশেষে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল জাপান।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
কাতার বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটাল জার্মানি। চারবারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা এনিয়ে টানা দুই আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিল। ৮০ বছরে যেটা কখনও হয়নি, সেটা আট বছরে দুইবার হল।
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের পর এবার কাতার বিশ্বকাপেও নকআউট পর্বে জায়গা করে নিতে পারেনি জার্মানি। পরপর দুই আসরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল জার্মানরা।
২০১৪ সালে মারাকানা স্টেডিয়ামে যে জার্মানির উত্থান হয়েছিল, পরপর দুটি বিশ্বকাপে সেই জার্মানি মুখ থুবড়ে পড়ল। রাশিয়ার পর কাতারেও গ্রুপ পর্যায় থেকে বিদায় নিতে হল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।
গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে বৃহস্পতিবার রাতে কোস্টারিকাকে ৪-২ গোলের ব্যবধানে হারালেও তেমন কোনও লাভ হয়নি জার্মানির। ল না।
১৯৩৮ সালের পর ২০১৮ সালে প্রথমবার বিশ্বকাপের গ্রুপ পর্যায় থেকে ছিটকে গিয়েছিল জার্মানি। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকল।
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের শেষ দিনে স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা এই, চার দলেরই সুযোগ ছিল নকআউটে যাওয়ার।
কিন্তু শেষ দিনের ম্যাচের রং বদলায় ক্ষণে ক্ষণে। অবশেষে শ্বাসরুদ্ধকর ম্যাচে স্পেনের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়ে নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল জাপান।