Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

‘মেসির হাতে দেখতে চাই বিশ্বকাপ ট্রফি’

 যুগান্তর ডেস্ক 
১২ ডিসেম্বর ২০২২, ১০:২৫ পিএম  |  অনলাইন সংস্করণ
শিল্পীর তুলিতে আঁকা বিশ্বকাপ নৌকার চার মাঝি। বামের ছবিটি টুইটার থেকে নেওয়া

সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার জার্মানির ভক্ত। কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে সাবেক বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি। বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগালও। আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির হাতে বিশ্বকাপের ট্রফি দেখতে চান আবদুল গাফফার।

প্রশ্ন : বাংলাদেশের অধিকাংশ ফুটবলভক্ত আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের সমর্থক। আপনি জার্মানির কেন?

আবদুল গাফফার : আসলে অনেক আগে থেকেই আমার জার্মানির খেলা ভালো লাগে। তাই সমর্থক হয়ে গেলাম।

প্রশ্ন : কাতার বিশ্বকাপে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। নিশ্চয় আশাহত হয়েছিলেন?

গাফফার : খুব কষ্ট পেয়েছিলাম। আসলে ভালো খেলতে না পারলে বৈশ্বিক এই আসরে বেশিদূর এগোনো যায় না, এটা তার প্রমাণ।

প্রশ্ন : এখন কোন দলকে সাপোর্ট করছেন?

গাফফার : আসলে সমর্থন তৈরি হয় পারফরম্যান্স বিবেচনা করে। আর্জেন্টিনার যে পারফরম্যান্স, তাতে আমি এই দলটিকে সমর্থন করছি। বিশেষ করে চাই মেসির হাতেই যেন বিশ্বকাপের ট্রফি ওঠে।

প্রশ্ন : মেসিকেই কেন এত পছন্দ আপনার?

গাফফার : মেসি আমার পছন্দের খেলোয়াড়দের অন্যতম। তার খেলা আমার অসাধারণ লাগে। মেসির হাতে যদি ট্রফি ওঠে, তাহলে পরিপূর্ণতা পাবে বিশ্বকাপ। পাঁচবার ব্যালন ডি’অর জিতেছে সে। কোপা আমেরিকা জিতেছে। তার হাতেই বিশ্বকাপের ট্রফি শোভা পাওয়া উচিত। একবার ফাইনালে গিয়েও পারেনি। এই প্রজন্মের সবাই চায় মেসি যেন ট্রফি জেতে। তাহলেই শতাব্দীর সেরা খেলোয়াড় হবে সে।

প্রশ্ন : মেসির এমন ভক্ত হলেন কিভাবে?

গাফফার : ২০১১ সালে নাইজেরিয়ার বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছিল আর্জেন্টিনা। তখন ৪৮ ঘণ্টা আমি মেসির সঙ্গে ছিলাম। এত বড় খেলোয়াড়, অথচ তার মধ্যে কোনো অহংকার নেই। ডাইনিং টেবিলে সবার আগে আসত। নিজের বুট নিজে নিয়ে। অসাধারণ একজন প্লেয়ার। মেসির মধ্যে আমি অহংকারের তেমন কিছুই পাইনি। তাই তার জন্য মনের গহিনে একটা স্থান রযেছে। তাই আমি চাই মেসির হাতে যেন ট্রফিটা জেতে।

ছবি- সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২