মেসিকে সর্বকালের সেরার প্রশ্নে যা বললেন রিয়াল কোচ
স্পোর্টস ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২২, ০০:৩৪:২৫ | অনলাইন সংস্করণ
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
লিওনেল মেসির নেতৃত্বে তিন যুগের শিরোপার খরা কাটাল আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের সারিতে নিয়ে গেছেন লিওনেল মেসি।
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল মেসি সর্বকালের সেরা কিনা।
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেসি সর্বকালের সেরা কি না, এটা বলা নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। সর্বকালের সেরা ধারণাটির সঙ্গেই আমি একমত নই। এটা বলাও ঠিক নয়। একেক সময়ের সেরা একেকজন।
তিনি আরও বলেন, মেসি সর্বকালের সেরা এটা আমার মুখ থেকে বের হবে না। আমি অনেক সেরা খেলোয়াড়ের খেলা উপভোগ করেছি। আমি অনেক ব্যালন ডি’অর পাওয়া তারকাকে অনুশীলন করিয়েছি। আমি ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনাদের চোখের সামনে খেলতে দেখেছি।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
মেসিকে সর্বকালের সেরার প্রশ্নে যা বললেন রিয়াল কোচ
কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
লিওনেল মেসির নেতৃত্বে তিন যুগের শিরোপার খরা কাটাল আর্জেন্টিনা। দেশকে বিশ্বকাপ ট্রফি উপহার দিয়ে নিজেকে কিংবদন্তিদের সারিতে নিয়ে গেছেন লিওনেল মেসি।
রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির কাছে জানতে চাওয়া হয়েছিল মেসি সর্বকালের সেরা কিনা।
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মেসি সর্বকালের সেরা কি না, এটা বলা নিয়ে আমি কিছুটা দ্বিধাগ্রস্ত। সর্বকালের সেরা ধারণাটির সঙ্গেই আমি একমত নই। এটা বলাও ঠিক নয়। একেক সময়ের সেরা একেকজন।
তিনি আরও বলেন, মেসি সর্বকালের সেরা এটা আমার মুখ থেকে বের হবে না। আমি অনেক সেরা খেলোয়াড়ের খেলা উপভোগ করেছি। আমি অনেক ব্যালন ডি’অর পাওয়া তারকাকে অনুশীলন করিয়েছি। আমি ইয়োহান ক্রুইফ, ডিয়েগো ম্যারাডোনাদের চোখের সামনে খেলতে দেখেছি।