Nagad-Fifa-WorldCup
Nagad-Fifa-WorldCup

ফ্রান্সের সাবেক তারকাকে ধুয়ে দিলেন ডি মারিয়ার স্ত্রী

 স্পোর্টস ডেস্ক 
৩০ ডিসেম্বর ২০২২, ০১:০৮ এএম  |  অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা। লিওনেল মেসির নেতৃত্বে তিন যুগের শিরোপার খরা কাটায় তারা। 

দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতে বাঁধভাঙা উদযাপনে মাতেন আর্জেন্টিনার ফুটবলাররা।  বাজে উদযাপনে বিতর্কের জন্মদেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার বাজে অঙ্গ ভঙ্গিতে রাগে-ক্ষোভে ফাটেন ফ্রান্সের ফুটবলাররা। 

ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, মার্টিনেজের বাজে অঙ্গ ভঙ্গতে বিরক্ত ফরাসি সাবেক তারকা আদিল রামি। 

সেই নাটকে ভিন্নমাত্রা দিয়েছেন আর্জেন্টাইন উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা কারদোসো। এবার অভিজ্ঞ ট্রোয়েস অধিনায়ককে ধুয়ে দিলেন তিনি।

সম্প্রতি ফ্রেঞ্চ মিডিয়ায় ডি মারিয়াকে নিয়ে বাজে মন্তব্য করেন রামি। পরিপ্রেক্ষিতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে তাকে আক্রমণ করেন জর্জেলিনা।

রামির উদ্দেশে তিনি বলেন, ডি মারিয়া তোমাকে শেখাতে পারে, কীভাবে কাঁদতে, নারীকে নিয়ন্ত্রণ এবং ফাইনালে গোল করতে হয়। শুভ নববর্ষ জিনিয়াস!

পুরস্কার বিতরণী মঞ্চে গোল্ডেন গ্লোভ হাতে নিয়ে কুরুচিকর অঙ্গভঙ্গি করেন মার্টিনেজ। পরে কিলিয়ান এমবাপ্পে, রামিসহ কয়েকজন লেস ব্লু ফুটবলার নিয়ে কটু আচরণ করেন তিনি।

পাল্টা জবাবে ডি মারিয়ার কান্নার ছবি টুইট করেন রামি। সেই সঙ্গে জুভেন্টাস উইঙ্গারের সমালোচনা করেন তিনি। এতে বেজায় ক্ষেপেছেন ডি মারিয়ার স্ত্রী জর্জেলিনা।

যুগান্তর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

ঘটনাপ্রবাহ : ফুটবল বিশ্বকাপ ২০২২

২৮ ডিসেম্বর, ২০২২