বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়তে যাচ্ছেন আলভেজ!
স্পোর্টস ডেস্ক
০১ ডিসেম্বর ২০২২, ২১:১৭:৫৩ | অনলাইন সংস্করণ
৩৯ বছর বয়সী আলভেজ। বয়স আর ফিটনেসের কারণে ব্রাজিলের নিয়মিত একাদশ থেকে বাদ পড়েছিলেন এই রাইটব্যাক। কিন্তু কাতার বিশ্বকাপ খেলার ইচ্ছায় মরিয়া ছিলেন তিনি। সেজন্য ফিট করে কাতার বিশ্বকাপে দলের হয়ে খেলতে নাম লিখতে সক্ষম হয়েছেন আলভেজ।
ফিটনেস প্রত্যাশানুযায়ী উন্নতি করায় আলভেজকে নিয়েই কাতার বিশ্বকাপ মিশনে এসেছেন ব্রাজিল কোচ তিতে। গত সেপ্টেম্বরের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়ে যান বার্সার হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই ফুটবলার।
কাতার বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিতে এক সময়ের এই বার্সেলোনা তারকা দ্বিতীয় মেয়াদ শেষ করে চলতি বছরের জুলাইয়ে মেক্সিকান লিগের ক্লাব ইউএনএমে যোগ দেন। গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচ খেলেননি। সেখান থেকে চলে আসেন বার্সেলোনায়। যোগ দেন কাতালান ক্লাবটির ‘বি’ দলে। কাতার বিশ্বকাপ সামনে রেখে এই বি দলের সঙ্গে অনুশীলন করে নিজেকে ফিট রাখেন।
এদিকে বিশ্বকাপে ‘জি’ গ্রুপ থেকে ব্রাজিলের দুটি খেলা এরই মধ্যে হয়ে গেছে। সার্বিয়াকে ২-০ আর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল এরই মধ্যে শেষ ষোলোতে উঠে গেছে। শুক্রবার রাতে (বাংলাদেশ সময়) গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে তিতের দল।
আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে দলের একাদশের নিয়মিত খেলোয়াড়দের বসিয়ে রাখতে পারেন কোচ তিতে। এতে কপাল খুলে যেতে পারে আলভেজের। আর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডটি ক্যামেরুনের বিপক্ষেই গড়তে পারেন আলভেজ। এখন পর্যন্ত ১৯৬৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৩৭ বছর বয়সে খেলা দালমা স্যান্টোস রেকর্ডটি দখলে রেখেছেন।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়তে যাচ্ছেন আলভেজ!
৩৯ বছর বয়সী আলভেজ। বয়স আর ফিটনেসের কারণে ব্রাজিলের নিয়মিত একাদশ থেকে বাদ পড়েছিলেন এই রাইটব্যাক। কিন্তু কাতার বিশ্বকাপ খেলার ইচ্ছায় মরিয়া ছিলেন তিনি। সেজন্য ফিট করে কাতার বিশ্বকাপে দলের হয়ে খেলতে নাম লিখতে সক্ষম হয়েছেন আলভেজ।
ফিটনেস প্রত্যাশানুযায়ী উন্নতি করায় আলভেজকে নিয়েই কাতার বিশ্বকাপ মিশনে এসেছেন ব্রাজিল কোচ তিতে। গত সেপ্টেম্বরের পর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই ব্রাজিলের বিশ্বকাপ দলে ডাক পেয়ে যান বার্সার হয়ে তিনবার চ্যাম্পিয়নস লিগ জেতা এই ফুটবলার।
কাতার বিশ্বকাপে খেলার প্রস্তুতি নিতে এক সময়ের এই বার্সেলোনা তারকা দ্বিতীয় মেয়াদ শেষ করে চলতি বছরের জুলাইয়ে মেক্সিকান লিগের ক্লাব ইউএনএমে যোগ দেন। গত ২৩ সেপ্টেম্বরের পর থেকে কোনো ম্যাচ খেলেননি। সেখান থেকে চলে আসেন বার্সেলোনায়। যোগ দেন কাতালান ক্লাবটির ‘বি’ দলে। কাতার বিশ্বকাপ সামনে রেখে এই বি দলের সঙ্গে অনুশীলন করে নিজেকে ফিট রাখেন।
এদিকে বিশ্বকাপে ‘জি’ গ্রুপ থেকে ব্রাজিলের দুটি খেলা এরই মধ্যে হয়ে গেছে। সার্বিয়াকে ২-০ আর সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ব্রাজিল এরই মধ্যে শেষ ষোলোতে উঠে গেছে। শুক্রবার রাতে (বাংলাদেশ সময়) গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে তিতের দল।
আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় ক্যামেরুনের বিপক্ষে দলের একাদশের নিয়মিত খেলোয়াড়দের বসিয়ে রাখতে পারেন কোচ তিতে। এতে কপাল খুলে যেতে পারে আলভেজের। আর বিশ্বকাপে ব্রাজিলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে মাঠে নামার রেকর্ডটি ক্যামেরুনের বিপক্ষেই গড়তে পারেন আলভেজ। এখন পর্যন্ত ১৯৬৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে ৩৭ বছর বয়সে খেলা দালমা স্যান্টোস রেকর্ডটি দখলে রেখেছেন।