Logo
Logo
×

খেলা

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, জানালেন মিতুল মারমা নিজেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০১:৫৫ পিএম

দল থেকে বাদ পড়া জিকোই সেরা, জানালেন মিতুল মারমা নিজেই

হংকংয়ের বিপক্ষে বিস্ময় জাগানিয়া হারের পর বাংলাদেশ দলের কোচ ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে সমালোচনার জোয়ার বয়ে যাচ্ছে। গোলরক্ষক মিতুল মারমাও কম তোপের মুখে পড়েননি। এমনকি দলে জায়গা না পাওয়া আনিসুর রহমান জিকো বাংলাদেশের সেরা গোলরক্ষক কি না, মিতুল মারমার জায়গায় তার সুযোগ পাওয়া উচিত কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। 

বাংলাদেশ ম্যাচটা হেরেছিল নিজেদের ভুলে। ৩টি গোল রীতিমতো উপহার দিয়েছেন বাংলাদেশের ফুটবলাররা। তবে এরপরও গোলরক্ষকের নৈপুণ্য বাঁচিয়ে রাখতে পারত দলকে। কিন্তু মিতুল মারমাও ছিলেন নিস্প্রভ।

প্রথম গোলে এভেরতন কামারগো শটটা নিয়েছিলেন দুর্বল। তবে স্বাভাবিক রিফ্লেক্স দেখাতে পারলেই বলটা ঠেকিয়ে দিতে পারতেন মিতুল। এরপর শেষ গোলে যখন তার চোখের সামনে দিয়ে এল মাঝে থাকা রাফায়েল মেরকেজের কাছে, তার আগেই বলটা কবজায় নিয়ে নিতে পারতেন মিতুল। সেটা হলেও হারটা ঠেকানো যেত। তবে তিনি তাও করতে পারেননি। ফলে বাংলাদেশ ম্যাচটা শেষ করেছে হার নিয়ে।

এরপর থেকেই মিতুলকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। সঙ্গে সঙ্গে শুরু হয় বছর দুয়েক আগে দক্ষিণ এশিয়ার সেরা গোলরক্ষক হওয়া আনিসুর রহমান জিকোকে দলে আনা উচিত কি না, সে আলোচনাও।

এক সমর্থক তো গিয়ে সরাসরি মিতুলের ফেসবুকে করা সবশেষ পোস্টেই মন্তব্য করেছেন, ‘আমার কাছে, আনিসুর রহমান জিকো ভাইই সেরা।’ এরপর সে মন্তব্য চোখে পড়েছে মিতুল মারমার। তিনি জানিয়েছেন, ‘আমিও তাই মনে করি।’ তার এই মন্তব্য এই আলোচনায় নতুন খোরাক যোগাল বৈকি! 

এদিকে সাবেক অধিনায়ক আমিনুল হক সম্প্রতি তার পারফর্ম্যান্স নিয়ে মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, মিতুলের সিদ্ধান্তহীনতা ভুগিয়েছে দলকে। তিনি বলেন, ‘গোলকিপার যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারত, তাহলে হয়তো ফলটা ভিন্ন হতে পারত। আমার মনে হয়েছে, আমাদের গোলকিপার কিছুটা হলেও নার্ভাস ফিল করেছে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম