Logo
Logo
×

ফুটবল

রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন বিপদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ পিএম

রিয়াল মাদ্রিদ শিবিরে নতুন বিপদ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সর্বশেষ ম্যাচে লিভারপুলের মাঠে হেরে এসেছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় ফিরেও জাবি আলোনসোর দল ধারাবাহিকতা ধরে রাখতে পারছে না, হেরেছে সেল্টা ভিগোর বিপক্ষে। মাঝখানে ইউরোপিয়ান প্রতিযোগিতায় একটি জয় পেলেও সামগ্রিকভাবে সময়টা লস ব্লাঙ্কোসদের জন্য মোটেও সুখকর নয়। এবার তাদের সামনে ম্যানচেস্টার সিটি, আর এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আরও বিপাকে পড়েছে স্পায়নিশ জায়ান্ট দলটি।

বুধবার দিবাগত রাত ২টায় সান্তিয়াগো বার্নাব্যুতে পেপ গার্দিওলার ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল। তবে ম্যাচের আগে বড় দুশ্চিন্তা—দলের সবচেয়ে ফর্মে থাকা তারকা কিলিয়ান এমবাপ্পের খেলার সম্ভাবনা খুবই কম। বাঁ পায়ের মাংসপেশিতে চোট পাওয়ায় তিনি ‘ওপেন ট্রেনিং’-এ অংশ নেননি, যা সিটির বিপক্ষে তার অনুপস্থিতির গুঞ্জন আরও বাড়িয়েছে।

চলতি মৌসুমে লা লিগার সর্বোচ্চ গোলদাতা এমবাপে এখন পর্যন্ত লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে করেছেন ২৫ গোল ও ৪ অ্যাসিস্ট। ইউরোপের মঞ্চে রিয়ালের ৭৫ শতাংশ আর লিগে অর্ধেক গোলই এসেছে তার পা থেকে। সেল্টা ভিগোর বিপক্ষে সর্বশেষ ম্যাচে ২–০ ব্যবধানে হেরে আরও চাপে আছে রিয়াল। তার ওপর এমবাপেসহ অন্তত আটজন খেলোয়াড় ইনজুরিতে থাকায় দলটি আরও বিপর্যস্ত অবস্থায় রয়েছে।

ম্যান সিটির ম্যাচকে সামনে রেখে কোচ আলোনসো বলেছেন, ‘ফুটবলে খুব দ্রুত সবকিছু বদলে যেতে পারে—ভালো কিংবা খারাপ। সেল্টার বিপক্ষে ম্যাচের পর আমরা আমাদের দিকনির্দেশনা ঠিক করেছি। এখন পুরো মনোযোগ শুধু সিটি ম্যাচে। বার্নাব্যুর শক্তি সবসময় আলাদা, এখানে পরিস্থিতি বদলে যাওয়ার সম্ভাবনা থাকে।’

নেতিবাচক ফল এলে আলোনসোর চাকরি নিয়েও অনিশ্চয়তা দেখা দিতে পারে। তবে তিনি দৃঢ় কণ্ঠেই বললেন, ‘রিয়ালের কোচ হলে এ ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। আমরা দল হিসেবে একতাবদ্ধ। সিটির বিপক্ষে কীভাবে ঘুরে দাঁড়ানো যায়, সেটাই ভাবছি।’ তিনি আরও বলেন, ‘এই ম্যাচটিকে আমরা সুযোগ হিসেবে দেখছি। বার্নাব্যুর শক্তির সঙ্গে দলের সংযোগ ঘটাতে পারলে জয়ের সম্ভাবনা থাকবে।’

এমবাপ্পের ইনজুরি রিয়ালের সর্বশেষ ধাক্কা। এর আগে দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড, ডিন হুইজসেন, এডার মিলিটাও, ডেভিড আলাবা, ফারলান মেন্দি ও এদুয়ার্দো কামাভিঙ্গার চোট দলের চিন্তা বাড়িয়েছে। গত এক দশকে ১৩তমবার সিটির মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল, আর গার্দিওলার দলকে হারিয়েই তারা ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল। বর্তমান আসরে রিয়াল পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে, যেখানে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে তাদের ব্যবধান তিন পয়েন্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম