যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:২৩ পিএম
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
|
ফলো করুন |
|
|---|---|
একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে আবারও দিল্লির কাছে বেচে দেওয়ার চেষ্টা চলবে—এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি অভিযোগ করেন, ক্ষমতার লোভে ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়ে উঠেছে।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটি রাষ্ট্র বা জাতি জাতি হয়ে ওঠার সংগ্রামের ভিত্তি তৈরি হয় শত্রু চেনার মধ্য দিয়ে। কিন্তু গত ৫৪ বছর ধরে সবচেয়ে ক্ষতিকর শত্রুকেই বন্ধু হিসেবে উপস্থাপন করা হয়েছে। এর ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও আত্মমর্যাদা বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি আরও বলেন, ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে। এরা শত্রু চেনে না, জাতির লড়াই বোঝে না এবং হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূল্য উপলব্ধি করে না। অথচ তারাই আজ রাজনৈতিক দলের নেতা হিসেবে পাড়া-মহল্লায় ভোট চাইছে।
ব্যারিস্টার ফুয়াদের অভিযোগ, এসব ব্যক্তিরাই আগামী সংসদকে ব্যবহার করে গণঅভ্যুত্থানের সঙ্গে বেঈমানি করতে চায় এবং বাংলাদেশকে নতুন করে দিল্লির কাছে বেচে দেওয়ার চেষ্টা করছে।
তিনি বলেন, তাদের বার্তা স্পষ্ট—বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। দেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না এবং দেশের আগামীর লড়াইকে দিল্লির কাছে বেচে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না।