ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তীরে এসে তরি ডুবল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের। কক্সবাজারে শুক্রবার পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি ২০তে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কাছে ছয় উইকেটে হেরেছেন বাংলাদেশের মেয়েরা।
পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারল বাংলাদেশ। তৃতীয় ম্যাচ শেষে সিরিজে ২-১ এ এগিয়ে ছিল স্বাগতিকরা। শেষ দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ জেতা হতো। কিন্তু সাদিয়া ইসলামদের টানা দুই হারে সেটি আর হয়ে ওঠেনি।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৮৪ রানে অলআউট হয়ে যায়। ছয়ে ব্যাট করতে নামা সাদিয়া আক্তার ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। সাদিয়ার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৭ রান। দ্বিতীয় সর্বোচ্চ রান ওপেনার সুমাইয়া আক্তার ও হাবিবা ইসলামের। দুজনই নয় রান করেন।
জবাবে পাকিস্তান ১৬ রানেই দুই উইকেট হারানোর পর ওপেনার কোমল খানের ২৫, আকসা হাবিবের ২১ ও ফিজা ফাইয়াজের অপরাজিত ২১ রানের ইনিংস অতিথিদের বাঁচিয়ে দেয়।
১৭ ওভারে চার উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। ১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন বারিরা সাইফ।